ETV Bharat / state

এজেন্ট হিসেবে কমিশন নিয়ে 100 কোটি টাকা পকেটে ঢুকিয়েছিল প্রসন্ন, দাবি ইডি'র

SSC Recruitment Scam: এসএসসি নিয়ো দুর্নীতি মামলায় এজেন্ট হিসেবে কাজ করেছিলেন প্রসন্ন রায় ৷ এই কাজের জন্য অযোগ্য চাকরি প্রাপক ও সরকারি আধিকারিকদের থেকে কমিশন হিসেবে 100 কোটি টাকা নিয়েছিলেন তিনি ৷ প্রসন্ন রায়কে জেরা ও তাঁর বাড়িতে তল্লাশি করে এমনই তথ্য ইডি'র হাতে এসেছে বলে খবর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 10:45 AM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 21 ফেব্রুয়ারি: রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায় সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেল ইডি ৷ অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় এজেন্টের কাজ করে 100 কোটি টাকা পকেটে ঢুকেছিল প্রসন্নর ৷ তাঁর কাজ ছিল অযোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর জোগাড় করে, তাঁদের সঙ্গে সরকারি আধিকারিকদের কথা বলিয়ে দেওয়া ৷ অর্থাৎ, মিডলম্যান হিসেবে কাজ করতেন তিনি ৷ আর এভাবেই 100 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ৷ আর সেই টাকার হিসেব তাদের কাছে রয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৷

প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সব কাগজপত্র পাওয়া গিয়েছে, তা থেকে এখনও পর্যন্ত 996 জন চাকরিপ্রার্থীর নামের তালিকা, ঠিকানা ও ফোন নম্বর পেয়েছেন তদন্তকারীরা ৷ এই 996 জন চাকরিপ্রার্থী অযোগ্য ছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ মূলত তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রসন্ন রায় সরকারি আধিকারিকদের কথা বলিয়ে দিয়েছিলেন ৷ আর এই মিডলম্যানের কাজের জন্য সরকারি আধিকারিক এবং চাকরিপ্রাপক উভয়ের থেকে প্রসন্ন কমিশন তুলতেন বলে জানা গিয়েছে ৷

এর আগে সিবিআই এসএসসি দুর্নীতিকাণ্ডে প্রসন্ন রায়কে সল্টলেক থেকে গ্রেফতার করেছিল ৷ তার বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা ৷ এরপর কলকাতা হাইকোর্টের তরফে এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি ইডিকেও সমান্তরালভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ তদন্ত নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি ৷ ইতিমধ্যেই, সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায় সুপ্রিমকোর্ট থেকে জামিন পেয়ে বেরিয়ে আসেন ৷ তবে, জামিন পেয়ে আর বেশিদিন বাইরে থাকা হয়নি তাঁর ৷ কারণ, গত সোমবার তাঁকে গ্রেফতার করে ইডি ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, জামিনে মুক্ত পেয়ে প্রসন্ন রায় তাঁর বেশ কিছু গচ্ছিত সম্পত্তি বিক্রি করার চেষ্টা করেছিলেন ৷ অর্থাৎ, বেশ কিছু সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করে নেওয়ার পরেও, তাঁর কাছে কয়েক কোটি টাকার সম্পত্তি এখনও রয়েছে বলে দাবি করছেন ইডি-র তদন্তকারীরা ৷ আর সেই খবর পেতেই, প্রসন্ন রায়ের সম্পত্তির হদিশ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর সেই সূত্রেই এই 100 কোটি টাকার হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর ৷

আরও পড়ুন:

  1. এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি'র হাতে প্রথম গ্রেফতারি, ফের ধৃত প্রসন্ন
  2. প্রসন্ন রায়ের আরও কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে, দাবি ইডির
  3. নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রসন্ন রায় 'ঘনিষ্ঠ'দের বাড়ি-সহ একাধিক জায়গায় হানা ইডি'র

কলকাতা, 21 ফেব্রুয়ারি: রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায় সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেল ইডি ৷ অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় এজেন্টের কাজ করে 100 কোটি টাকা পকেটে ঢুকেছিল প্রসন্নর ৷ তাঁর কাজ ছিল অযোগ্য চাকরিপ্রার্থীদের নম্বর জোগাড় করে, তাঁদের সঙ্গে সরকারি আধিকারিকদের কথা বলিয়ে দেওয়া ৷ অর্থাৎ, মিডলম্যান হিসেবে কাজ করতেন তিনি ৷ আর এভাবেই 100 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ৷ আর সেই টাকার হিসেব তাদের কাছে রয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৷

প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সব কাগজপত্র পাওয়া গিয়েছে, তা থেকে এখনও পর্যন্ত 996 জন চাকরিপ্রার্থীর নামের তালিকা, ঠিকানা ও ফোন নম্বর পেয়েছেন তদন্তকারীরা ৷ এই 996 জন চাকরিপ্রার্থী অযোগ্য ছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ মূলত তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রসন্ন রায় সরকারি আধিকারিকদের কথা বলিয়ে দিয়েছিলেন ৷ আর এই মিডলম্যানের কাজের জন্য সরকারি আধিকারিক এবং চাকরিপ্রাপক উভয়ের থেকে প্রসন্ন কমিশন তুলতেন বলে জানা গিয়েছে ৷

এর আগে সিবিআই এসএসসি দুর্নীতিকাণ্ডে প্রসন্ন রায়কে সল্টলেক থেকে গ্রেফতার করেছিল ৷ তার বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা ৷ এরপর কলকাতা হাইকোর্টের তরফে এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি ইডিকেও সমান্তরালভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয় ৷ তদন্ত নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি ৷ ইতিমধ্যেই, সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায় সুপ্রিমকোর্ট থেকে জামিন পেয়ে বেরিয়ে আসেন ৷ তবে, জামিন পেয়ে আর বেশিদিন বাইরে থাকা হয়নি তাঁর ৷ কারণ, গত সোমবার তাঁকে গ্রেফতার করে ইডি ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, জামিনে মুক্ত পেয়ে প্রসন্ন রায় তাঁর বেশ কিছু গচ্ছিত সম্পত্তি বিক্রি করার চেষ্টা করেছিলেন ৷ অর্থাৎ, বেশ কিছু সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করে নেওয়ার পরেও, তাঁর কাছে কয়েক কোটি টাকার সম্পত্তি এখনও রয়েছে বলে দাবি করছেন ইডি-র তদন্তকারীরা ৷ আর সেই খবর পেতেই, প্রসন্ন রায়ের সম্পত্তির হদিশ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর সেই সূত্রেই এই 100 কোটি টাকার হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর ৷

আরও পড়ুন:

  1. এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি'র হাতে প্রথম গ্রেফতারি, ফের ধৃত প্রসন্ন
  2. প্রসন্ন রায়ের আরও কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে, দাবি ইডির
  3. নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রসন্ন রায় 'ঘনিষ্ঠ'দের বাড়ি-সহ একাধিক জায়গায় হানা ইডি'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.