ETV Bharat / state

গার্ডেনরিচ দুর্ঘটনার গাফিলতি কার? কারণ খুঁজতে উচ্চপর্যায়ের বৈঠকে পুলিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 9:41 PM IST

Garden Reach Building Collapse
Garden Reach Building Collapse

Garden Reach Building Collapse: গার্ডেনরিচের দুর্ঘটনা কী করে ঘটল, এই ঘটনার পিছনে দায় কার সেই কারণ খুঁজতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন পুলিশের কর্তারা ৷ কলকাতার নগরপালের নির্দেশে গার্ডেনরিচ থানায় হয় সেই বৈঠক ৷

গার্ডেনরিচ দুর্ঘটনার কারণ খুঁজতে পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক

কলকাতা, 18 মার্চ: গার্ডেনরিচের বহুতল-বিপর্যয়ে ঘটনায় কার গাফিলতি ছিল, পুলিশ প্রশাসন নাকি কলকাতা পৌরনিগমের? কাদের নির্দেশে এলাকায় গড়ে উঠছে অবৈধ নির্মাণ ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন ৷ এরপরেই কলকাতা পুলিশের নগরপালের নির্দেশে গার্ডেনরিচ থানায় শুরু হয়েছে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ।

সোমবার দুপুরে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের একটি বিশেষ দল গার্ডেনরিচ থানায় এসে নিজেদের মধ্যে বৈঠক করেন । সঠিক কী ঘটনা ঘটেছিল, তা জানার চেষ্টা করেন তাঁরা ।গার্ডেনরিচ থানায় যান চারজন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার আধিকারিক ও একজন অতিরিক্ত নগরপাল ।

পাশাপাশি স্বজন হারানো এবং এই দুর্ঘটনায় নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা গার্ডেনরিচ থানার দ্বারস্থ হয়েছেন । এর মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ থেকে আসা শেখ জাহির আব্বাস ৷ তাঁর দুই ভাইকে খুঁজে পাচ্ছেন না তিনি ৷ জাহির জানাচ্ছেন, তাঁর দুই ভাই এই নির্মাণ বহুতলের রাজমিস্ত্রির কাজ করছিলেন । শেখ আব্দুল্লা হুগলির খানাকুলের বাসিন্দা ও শেখ নাসিম মুর্শিদাবাদের বাসিন্দা ৷ তাঁদের দুজনকেই দুর্ঘটনার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ওই ব্যক্তি দাবি করেন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত গার্ডেনরিচের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতরা হলেন সামা বেগম (44),হাসিনা খাতুন (55), রিজওয়ান আলম (23), আকবর আলি (34), মহম্মদ ওয়াসিক (19, মহম্মদ ইমরান (27) ও রমজান আলি (60) । ধ্বংসস্তূপে আটকে পড়াদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । পরে এসএসকেএম হাসপাতালে বাকিদের মৃত্য়ু হয়েছে । ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে রয়েছেন বলে খবর । তাঁদের উদ্ধারের কাজ চলছে ৷

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 7, ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধারকার্য
  2. আহতদের দেখতে হাসপাতালে মমতা, দোষীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
  3. গার্ডেনরিচ-কাণ্ডে গ্রেফতার প্রোমোটার, একাধিক ধারায় মামলা রুজু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.