ETV Bharat / politics

ছত্রধর নিজের লোক হলে কিষেণজিকেও স্বীকৃতি দিয়ে জ্ঞানেশ্বরীর দায় নিতে হবে মমতাকে, দাবি শুভেন্দুর - Suvendu Adhikari

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 6:21 PM IST

Suvendu Adhikari: শনিবার পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটাতে নির্বাচনী জনসভা করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি দাবি করেন, ছত্রধর মাহাতো নিজের লোক হলে কিষেণজিকেও নিজের লোক বলে স্বীকৃতি দিয়ে জ্ঞানেশ্বরীর দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷

Suvendu Adhikari
নির্বাচনী সভায় শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

ছত্রধর নিজের লোক হলে কিষেণজিকেও স্বীকৃতি দিয়ে জ্ঞানেশ্বরীর দায় নিতে হবে মমতাকে, দাবি শুভেন্দুর (ইটিভি ভারত)

পিড়াকাটা, 18 মে: সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে একাধিকবার ছত্রধর মাহাতোর নাম শোনা গিয়েছে ৷ সেই নিয়ে শনিবার প্রসঙ্গে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নিজেই ছত্রধরকে নিজের লোক বলে স্বীকার করছেন ৷ কিষেণজিও মমতা নিজের লোক, তাই জ্ঞানেশ্বরীর দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে ৷

Suvendu Adhikari
নির্বাচনী সভায় শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

এ দিন পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটাতে নির্বাচনী জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পল এবং ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর হয়ে তিনি সভা করেন । এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘‘গতকাল মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে স্বীকার করে নিয়েছেন যে ছত্রধর ওঁর লোক ছিল । আমিও তাই বলছি ছত্রধর যদি আপনার (মমতা) নিজের লোক হয়ে থাকে ৷ তাহলে কিষেণজিও আপনার লোক, তাই আমি বলতে চাই জ্ঞানেশ্বরীর দায়িত্বও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে ।’’

Suvendu Adhikari
নির্বাচনী সভায় শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, 2010 সালে জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা হয়েছিল ৷ সেই ঘটনায় মাওবাদীদের দিকেই অভিযোগের তির ছিল ৷ সেই সময় মাওবাদীদের শীর্ষ নেতা ছিল কিষেণজি ৷ 2011 সালের শেষের দিকে পুলিশের গুলিতে তার মৃত্যু হয় ৷ তবে দুর্ঘটনা সংক্রান্ত মামলায় অন্যতম অভিযুক্ত ছত্রধর মাহাতো ৷ দুর্ঘটনার সময় ছত্রধর জনগণের কমিটির নেতা ছিলেন ৷ পরে তিনি তৃণমূলে আসেন ৷

Suvendu Adhikari
নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

এ দিকে শুভেন্দু অধিকারী জঙ্গলমহলে তৃণমূলের পরিচিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তৃণমূলের ছিতামনি মুর্মু, সুকুমার হাঁসদা, চূড়ামনি মাহাতোকে তৃণমূলে আমি এনেছি ।’’ এরপরই নেতাই প্রসঙ্গ টেনে বলেন, ‘‘সেদিন একা সাদা স্করপিও গাড়ি নিয়ে গিয়ে নেতাই এর ঘটনার দেহগুলো আমি তুলে এনেছি আমি, সেই শুভেন্দু অধিকারী আমি ।’’

আরও পড়ুন:

  1. 'কেজরিওয়াল বলেছেন মমতা জেলে যাবে, তাঁর মুখে ফুল চন্দন পড়ুক'; কটাক্ষ শুভেন্দুর
  2. সন্দেশখালির ফেক ভিডিয়োর সিবিআই তদন্তে আইপ্যাক-ভাইপোকে 'প্যাক' করার হুঁশিয়ারি শুভেন্দুর
  3. সন্দেশখালির ফেক ভিডিয়োর সিবিআই তদন্তে আইপ্যাক-ভাইপোকে 'প্যাক' করার হুঁশিয়ারি শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.