কলকাতা, 18 মার্চ: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করল পুলিশ । ধৃত ব্যক্তির নাম মহম্মদ ওয়াসিম ৷ সংশ্লিষ্ট আবাসন তৈরি ও রক্ষণাবেক্ষণ করতেন ওই প্রোমোটার ৷ কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) মারাজ খালেদ বলেন, "ধৃতের বিরুদ্ধে 304 এবং 307 ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, সঙ্গে অবৈধ নির্মানের দায়ে পৌরসভার আইনে মামলা রুজু করা হয়েছে ৷"
গার্ডেনরিচের দুর্ঘটনার খবর জানতে পেরে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্থানীয় পুলিশ প্রশাসন, দমকল মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে করে ঘটনাস্থল ঘুরে দেখেন। এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী এসএসকেএম-এ চলে যান ৷ সেখানে আহতদের খোঁজ খবর নেন ৷ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ঘটনায় তিনি তীব্র নিন্দা করছি ৷" পাশাপাশি পুলিশকে নির্দেশ দেন অভিযুক্তদের বিরুদ্ধেকঠোর ব্যবস্থা নেওয়ার ।
এর কিছুক্ষণ পরই অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ । এই প্রসঙ্গেই নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন-শৃঙ্খলা দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন,"ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তদন্তে দোষী সাব্যস্থ হলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।" এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা জানতেও তদন্ত শুরু হয়েছে ৷
রবিবার মধ্যরাতে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গার্ডেনরিচের একটি নির্মীয়মান বহুতল। বহুতলটির পাশেই ছিল একটি ঝুপড়ি ৷ ঘটনায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে । প্রায় 20 জন আহত হয়েছেন ৷ দুর্ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু ৷ সংশ্লিষ্ট এলাকায় যান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷ কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধার কাজ শুরু করে ৷ জনবসতিপূর্ণ হওয়ার ফলে উদ্ধার কার্যে খানিকটা সমস্য়ায় পড়তে হয় বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: