ETV Bharat / state

আহতদের দেখতে হাসপাতালে মমতা, দোষীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 9:46 AM IST

Updated : Mar 18, 2024, 1:37 PM IST

Cm Mamata Banerjee: ভেঙে পড়া বাড়ি অবৈধ, দ্রুত অ্যাকশন নেওয়া হবে ৷ ঘটনাস্থলে গিয়ে কড়াবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহত আরও 10 ৷

Etv Bharat
Etv Bharat

দোষীদের শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, 18 মার্চ: গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনাস্থলে সকালেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাড়ি ভেঙে পড়েছে তা অবৈধ ৷ আইন মেনে হয়নি ৷ যাঁরা এই বাড়ি প্রোমোটিংয়ের দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে ৷ পাশাপাশি অসহায় পরিবারের পাশে সরকার আছে বলেও, আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷

Cm Mamata Banerjee
Cm Mamata Banerjee

এদিন ঘটনাস্থলে এসে মুখ্যমন্ত্রী বলেন, "এলাকা ভীষণ ঘিঞ্জি হওয়ায় কাজ করতে বেগ পেতে হয়েছে ৷ এখানকার বাড়ি গুলি অনেকদিন আগের তৈরি ৷ তবে নতুন করে বেশ কিছু বাড়ি এখানে প্রোমোটাররা তৈরি করেছেন ৷ তাঁদের ভাবা উচিত, আশেপাশে অনেক গরিব মানুষ বাস করেন ৷ তাঁদের যেন কোনও ক্ষতি না হয় ৷ আমি একটা বাড়ি তৈরি করে দিলাম, তারপর আর কোনও দায়িত্ব নেই, এটা হয় না ৷ আমি মেয়রকে জিজ্ঞাসা করলাম, এই বিল্ডিং পারমিশন নিয়ে হয়েছে কি না ৷ মেয়র জানিয়েছে হয়নি ৷ অর্থাৎ এই বিল্ডিং বেআইনিভাবে তৈরি হয়েছে ৷ প্রাথমিক তদন্তে এটা উঠে এসেছে ৷" তিনি আরও বলেন, "অবৈধ এই কাজের জন্য অ্যাকশন নেওয়া হবে ৷ অসহায় পরিবারদের পাশে সরকার রয়েছে ৷ যাঁদের বাড়ি-ঘর ভেঙেছে, সেই বিষয়টা দেখে নিতে বলব ৷"

Cm Mamata Banerjee
Cm Mamata Banerjee

এরপর তিনি জানান, রাত থেকেই পুলিশ-ফায়ার ব্রিগেড, বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে ৷ পাশাপাশি, রমজান এলাকার স্থানীয় মানুষজনও উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৷ এই ঘটনায় মর্মাহত আমরা ৷ ঘটনায় 2 জন মারা গিয়েছেন ৷ এখনও কংক্রিটের নিচে পাঁচ-ছয় জন আটকে রয়েছে বলে জানা গিয়েছে ৷ একজনের পা আটকে রয়েছে ৷ উদ্ধার কাজ দ্রুত গতিতে চালানো হচ্ছে ৷ এরপরই তিনি আহতদের দেখতে হাসপাতালে যান ৷ বেআইনি কাজের পিছনে যারা রয়েছে, সেই বিষয়ে তদন্ত হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷ এখন রমজান মাস চলছে ৷ সকলে উপবাস করে রয়েছেন, তার মধ্যেও স্থানীয় সকলে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছেন ৷

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ৷ বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে আঘাত পেয়েছেন তিনি ৷ ক্ষতস্থানে চারটে সেলাই পড়েছে ৷ সেই অসুস্থতা নিয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ সঙ্গে ছিলেন মালা রায়ও ৷ এদিন মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে, মাথায় ব্যান্ডেজ জড়ানো অবস্থায় ৷ তার উপর মাথায় একটা কালো ওড়না দিতে ঘটনাস্থলে আসেন তিনি ৷ অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন

1. গার্ডেনরিচের ঘটনায় 'অবৈধ' জল্পনা উড়িয়ে ফিরহাদ বললেন 'বাম জামানা থেকেই বেআইনি নির্মান'

2. গার্ডেনরিচে ঝুপড়ির উপর নির্মীয়মান বহুতল ভেঙে 2 জনের মৃত্যু, ধ্বংসস্তুপ সরিয়ে জারি উদ্ধারকাজ

3. ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের 3 জনের

Last Updated : Mar 18, 2024, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.