ETV Bharat / state

'ঘাটাল মাস্টার প্ল্যান বুঝিনি, আমাকে ভুল করে আপনারা জিতিয়ে দিয়েছেন', বিস্ফোরক দেব - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 5:45 PM IST

Ghatal TMC candidate Dev: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের বিস্ফোরক দেব ৷ তিনি কিছু না বুঝেই ভোটে দাঁড়িয়েছিলেন বলেও স্বীকার করলেন তৃণমূল প্রার্থী ৷

TMC candidate Dev
তৃণমূল প্রার্থী দেব (নিজস্ব চিত্র)

তৃণমূল প্রার্থী দেব (নিজস্ব প্রতিনিধি)

ঘাটাল 12 মে: রবিবাসরীয় প্রচারে ঘাটালে দুই অভিনেতা প্রার্থীর টক্কর। একদিকে বিজেপির হিরণ অপরদিকে তৃণমূলের দেব। ভোট যত এগিয়ে আসছে ঘাটালে দুই অভিনেতার প্রচারের ঝাঁঝও ক্রমেই বাড়ছে। দেবের বার্তা, "ভোট চাইতে নয়, আশীর্বাদ চাইতে এসেছি। ভোটটা কাজের নিরিখে দিন ৷" "তৃণমূলের দুর্নীতি, চোর, গুন্ডাদের বিরুদ্ধে ভারতীয় জনতার পার্টির লড়াই জারি থাকবে ৷" পালটা কটাক্ষ হিরণের। যদিও এদিন মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করেন দেব। তিনি প্রকাশ্যেই বলেন, "আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছুই বুঝিনি ৷ আমাকে ভুল করে আপনারা জিতিয়ে দিয়েছেন।"

মেদিনীপুর লোকসভার সঙ্গে ঘাটাল লোকসভার ভোট আগামী 25 মে। এখন চলছে প্রায় শেষ প্রচারের জোর প্রস্তুতি। তবে তৃণমূল প্রার্থী দেব একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন নিজের দল এবং নিজের কাজ কর্ম নিয়ে। এদিন ঘাটালে প্রচার করতে এসে তিনি এক প্রস্থ স্বীকার করে নিয়ে বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি কিছুই বুঝিনি, আপনারা ভুল করে জিতিয়ে দিয়েছেন।" মূলত রবিবার সকাল থেকে ঘাটালে বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে এমনই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, "এই নদীর ব্যাপক জলে ঘাটাল প্লাবিত হয়। তখন আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু বুঝতাম না ৷ দিদি আমাকে টিকিট দেয় এবং প্রার্থী করে 2014 সালে। আমি কিছু বুঝে ওঠার আগে আপনারাও আমাকে ভোট দিয়ে জিতিয়ে দিলেন। এরপর কাজ করতে গিয়ে বুঝলাম ঘাটাল মাস্টার প্ল্যান হলো শুধু ঘাটাল প্ল্যানের সমস্যা নয়, সেই সঙ্গে বহু মানুষের স্বপ্ন, বহু মানুষের জীবন-জীবিকা, বহু মানুষের মৃত্যুর কারণ। আমাকে ঘাটাল মাস্টার প্ল্যান করতেই হবে। কিন্তু রাজনীতিতে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। তাই আমি এবার ঠিক করেছিলাম রাজনীতি থেকে সরে দাঁড়াব। কিন্তু তখনই মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এবং আমাকে বললেন আমাকে দাঁড়াতে হবে এই ঘাটাল থেকেই।"

দেব আরও বলেন, "আমি এই ভেবেই দাঁড়ালাম, যদি দাঁড়াবো মানুষের জন্য হয়ে একটা ভালো কাজ করে যাব।" এদিন দল পরিবর্তন নিয়ে দেব বলেন, "অনেকেই ভোটের আগে এবং ভোটের পর একবার এ দলে, একবার ওই দলে পালিয়ে যাচ্ছে টিকিটের জন্য ৷ ক্ষমতার নেশায় আবার কখনও টাকা পয়সার জন্য, কখনও পুলিশ, ইডি-সিবিআই-এর জন্য।" তবে তিনি এদিন এও বলেন, "ওই ভয়টা আমার এখনও আসেনি। আমি যেই দলে নাম লেখালাম যদি আগামীদিনে কী হবে, না হবে সেই ভয় আমার নেই।" যদিও এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি দিতে গিয়ে দেব বলেন, "যদি ডিসেম্বর থেকে ঘাটাল মাস্টার প্ল্যান-এর কাজ শুরু না হয় তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনে আমি আর ঘাটালে ঢুকব না ৷ এই অঙ্গীকার করে গেলাম।"

উলটো দিকে রবিবাসরীয় প্রচারে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। প্রচারে টোটো গাড়ি চড়ে ঘাটালের বলরামপুর এলাকায় ভোট প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থীকে। ঘাটাল ব্লকের মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকায় টোটো গাড়ি চড়ে ভোট প্রচার করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ। হিরণকে কাছে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত উৎসুক জনতা।

আরও পড়ুন

শাহজাদার বয়সের থেকে কম আসন পাবে কংগ্রেস, মন্তব্য মোদির

কেন এসেছিল এনএসজি, বোমা-বন্দুক কারা রেখেছিল? সন্দেশখালি নিয়ে মোদির কাছে প্রশ্ন অরূপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.