ETV Bharat / state

ইন্ডিয়া জোটে সামিল হামরো পার্টি, অজয় এডওয়ার্ডকে কটাক্ষ বিজেপি প্রার্থী রাজু বিস্তার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 10:43 PM IST

Lok Sabha Election 2024: কংগ্রেসের জন্য দুঃখ হয় যে এখন তাদের অস্বীকৃত দলকে সঙ্গে নিতে হয় ৷ অজয় এডওয়ার্ড প্রসঙ্গে এমনই মন্তব্য রাজু বিস্তার ৷ সেই সঙ্গে মোর্চা সভাপতি বিমল গুরুংকে দ্বরাজ সার্টিফিকেট দিলেন রাজু বিস্তার ৷

Lok Sabha Election 2024
বিজেপি প্রার্থী রাজু বিস্তা

অজয় এডওয়ার্ডকে কটাক্ষ বিজেপি প্রার্থী রাজু বিস্তার

দার্জিলিং, 29 মার্চ: সদ্য ইন্ডিয়া জোটে শরিক হয়েছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ৷ তাঁর এই শরিক হওয়া নিয়েই হামরো পার্টির সভাপতি বিনয় তামাং-কে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়েই বলেন, "কংগ্রেস এবং বিনয় তামাংয়ের জন্য আমার দুঃখ হয় । এখন কংগ্রেসের এমন দিন চলে এসেছে যে একটি অস্বীকৃত দলের সঙ্গে জোট করতে হচ্ছে কংগ্রেসকে।"

এবারের লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এই কেন্দ্রে আগেরবারও তিনি প্রার্থী ছিলেন ৷ সাধারণত একই প্রার্থীকে এই কেন্দ্রে দু’বার টিকিট দেয় না বিজেপি ৷ এই প্রথম একজন প্রার্থীকে দু’বার টিকিট দিল দল ৷ হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডকে কটাক্ষ করলেও, বিমল গুরুংকে দ্বরাজ সার্টিফিকেট দিলেন ৷ বিমল গুরুং প্রসঙ্গে রাজু বিস্তা বলেন, "আজ আমি যা হয়েছি তাতে বিমল গুরুংয়ের একটা বড় ভূমিকা রয়েছে । আর আমি যে আজ রাজনীতিতে রয়েছি তার কারণ বিমল গুরুং।"

পাহাড়ে বর্তমানে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ জটিল হতে শুরু করেছে । নাটকীয় পালাবদলের পর হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড ইন্ডিয়া জোটে সামিল হয়েছে । যদিও এটি একটি আঞ্চলিক রাজনৈতিক দল । এই দল এখনও নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি । তবে সম্প্রতি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল অজয় এডওয়ার্ডকে ৷ এরপরই তাঁকে প্রথমে কংগ্রেসে যোগদানের প্রস্তাব দেওয়া হয় ৷ বৃহস্পতিবারই ইন্ডিয়া জোটে সামিল হয়েছে হামরো পার্টি ।

পাহাড়ে কংগ্রেসের তরফে যাকেই প্রার্থী করা হবে তাকে সমর্থন করবে বলে জানান অজয় এডওয়ার্ড। অন্যদিকে, আজই সমর্থন ও প্রার্থী নিয়ে বৈঠকে বসবেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং । সেই বৈঠকেই চূড়ান্ত হবে কাকে সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। তবে এদিন যেভাবে রাজু বিস্তা বিমল গুরুংয়ের পক্ষে মন্তব্য করলেন তাতে ইঙ্গিত মিলছে বিমল গুরুং বিজেপিকে সমর্থন করতে পারে ।

আরও পড়ুন:

  1. পাহাড়ে দ্বিতীয়বার বিজেপির প্রার্থী রাজু বিস্তা, আনন্দে নাচলেন বিধায়ক নীরজ জিম্বা
  2. রাজু বিস্তাকে টিকিট না-দিলে নির্দল হিসেবে লড়বেন, এবার বেসুরো পাহাড়ের বিজেপি বিধায়ক
  3. তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.