ETV Bharat / state

তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 3:20 PM IST

Updated : Mar 9, 2024, 3:39 PM IST

Darjeeling Lok Sabha Constituency: শুধু পর্যটন মানচিত্রেই নয়, রাজনৈতিক পরিসরেও গুরুত্ব বেড়েছে শৈলরানির ৷ এক সময়ের বাম-কংগ্রেসের দূর্জয় ঘাটি এখন পদ্মের তপোবন ৷ 2019 সালে 4 লক্ষ 13 হাজার 443 ভোটের বিপুল ব্যবধানে জিতেছিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ গত পাঁচ বছরে পাহাড়ের উন্নয়নে কতটা সফল তিনি ? কোন কাজটাই বা বাকি থাকল ? রইল ইটিভি ভারতের রিপোর্ট কার্ড...

Etv Bharat
Etv Bharat
তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান

দার্জিলিং, 9 মার্চ: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লোকসভা কেন্দ্রের উন্নয়নে বড় প্রকল্পের জন্য আর্থিক সহযোগিতা আদায় করেছেন ৷ কিন্তু নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অধিকাংশ টাকার সদব্যবহার এখনও পর্যন্ত করে উঠতে পারেননি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের খরচের হিসেব নিয়ে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইম্পলিমেন্টেশন মন্ত্রক । তাতে দেখা যাচ্ছে, বরাদ্দের প্রায় এক কোটি টাকা তিনি খরচই করতে পারেননি তিনি । তবে সাংসদের দাবি, সিংহভাগ টাকা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে । কিন্তু জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কারণে সেইসব প্রকল্প বাস্তবায়ণে দেরি হচ্ছে ।

2019 লোকসভা নির্বাচনের সময় দার্জিলিং আসন থেকে প্রায় সাড়ে চার লক্ষ ভোটের ব্যবধানে জয় পান রাজু বিস্তা । মাঝে করোনার কারণে দু'বছর সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ আটকে ছিল । ফলে পাঁচ বছরে 25 কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও সাংসদদের জন্য 17 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । 17 কোটি টাকার মধ্যে 7 কোটি টাকা 2021-22 অর্থবর্ষে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করেছেন সাংসদ । পাশাপাশি জেলা প্রশাসনের কাছে তহবিলের থেকে বরাদ্দ 10 কোটি টাকার রিকিউজিশন দিলেও তার অনুমোদন এখনও মেলেনি । অনুমোদন পাননি 32 লক্ষ টাকা খরচের ৷ প্রায় 89 লক্ষ টাকা এখনও খরচ করতে পারেননি তিনি ৷

Darjeeling Lok Sabha Constituency
পর্যটন মানচিত্রেই নয়, রাজনৈতিক পরিসরেও গুরুত্ব বেড়েছে শৈলরানির

যদিও সাংসদের দাবি, তাঁর বরাদ্দ করা অর্থে স্কুল, জনস্বাস্থ্য কারিগরি, পানীয় জল, স্যানিটেশন, রাস্তা, কমিউনিটি হল মিলিয়ে 205টি প্রকল্পের অনুমোদন মিলেছিল । যার মধ্যে 108টি প্রকল্পের কাজ হয়েছে । 35টি প্রকল্প প্রক্রিয়ার মধ্যে রয়েছে । অনুমোদনের জন্য 58টি প্রকল্প পাঠানো হয়েছে । মোট 93টি প্রকল্পের কাজ সাংসদের মেয়াদ ফুরোনোর আগে শেষ করার কথা থাকলেও তা ঝুলে রয়েছে ।

রাজু বিস্তা বলেন, ‘‘সাংসদ তহবিল ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সাংসদ এলাকায় 258টি গ্রাম ও ক্লাব চালাচ্ছি । কেন্দ্রীয় সরকারের থেকে অম্রুত প্রকল্প, ফোর লেন নির্মাণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ, শিলিগুড়ি শহরের পানীয় জল প্রকল্প, শিলিগুড়ি শহরের চারপাশে রিং রোড-সহ একাধিক প্রকল্পের জন্য প্রায় 50 হাজার কোটি টাকার বেশি প্রকল্পের অনুমোদন আনিয়েছি । যা আগামীতে কার্যকর হবে ।’’

Darjeeling Lok Sabha Constituency
রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইম্পলিমেন্টেশন মন্ত্রক

পাহাড়ের দীর্ঘদিনের দাবি ষষ্ঠ তপশিল জাতি, স্থায়ী রাজনৈতিক সমাধান ও 11 জনজাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্ত করা ৷ সাংসদ বলেন, ‘‘আমি কাজ করে দেখাই । আমি পালিয়ে যাওয়ার লোক না । আর এসব করলে কেন্দ্রীয় সরকারকেই কর‍তে হবে এবং আমিই করব ।’’

আরও পড়ুন:

  1. রেল পরিবহণে বিকাশ, আক্ষেপ শিল্পতালুক নিয়ে; জয়ন্ত রায়ের 5 বছরের খতিয়ান
  2. নাম ঘোষণার আগেই অভিজিতের সমর্থনে নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপির
  3. উত্তরে পদ্মে কাঁটা! আমার লোকদের কাঁদিয়েছে; মনোজকে এড়িয়ে বিস্ফোরক বার্লা

তহবিলের অধিকাংশ অর্থ খরচই হয়নি, একনজরে রাজু বিস্তার কাজের খতিয়ান

দার্জিলিং, 9 মার্চ: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লোকসভা কেন্দ্রের উন্নয়নে বড় প্রকল্পের জন্য আর্থিক সহযোগিতা আদায় করেছেন ৷ কিন্তু নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অধিকাংশ টাকার সদব্যবহার এখনও পর্যন্ত করে উঠতে পারেননি দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের খরচের হিসেব নিয়ে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইম্পলিমেন্টেশন মন্ত্রক । তাতে দেখা যাচ্ছে, বরাদ্দের প্রায় এক কোটি টাকা তিনি খরচই করতে পারেননি তিনি । তবে সাংসদের দাবি, সিংহভাগ টাকা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে । কিন্তু জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কারণে সেইসব প্রকল্প বাস্তবায়ণে দেরি হচ্ছে ।

2019 লোকসভা নির্বাচনের সময় দার্জিলিং আসন থেকে প্রায় সাড়ে চার লক্ষ ভোটের ব্যবধানে জয় পান রাজু বিস্তা । মাঝে করোনার কারণে দু'বছর সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ আটকে ছিল । ফলে পাঁচ বছরে 25 কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও সাংসদদের জন্য 17 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । 17 কোটি টাকার মধ্যে 7 কোটি টাকা 2021-22 অর্থবর্ষে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করেছেন সাংসদ । পাশাপাশি জেলা প্রশাসনের কাছে তহবিলের থেকে বরাদ্দ 10 কোটি টাকার রিকিউজিশন দিলেও তার অনুমোদন এখনও মেলেনি । অনুমোদন পাননি 32 লক্ষ টাকা খরচের ৷ প্রায় 89 লক্ষ টাকা এখনও খরচ করতে পারেননি তিনি ৷

Darjeeling Lok Sabha Constituency
পর্যটন মানচিত্রেই নয়, রাজনৈতিক পরিসরেও গুরুত্ব বেড়েছে শৈলরানির

যদিও সাংসদের দাবি, তাঁর বরাদ্দ করা অর্থে স্কুল, জনস্বাস্থ্য কারিগরি, পানীয় জল, স্যানিটেশন, রাস্তা, কমিউনিটি হল মিলিয়ে 205টি প্রকল্পের অনুমোদন মিলেছিল । যার মধ্যে 108টি প্রকল্পের কাজ হয়েছে । 35টি প্রকল্প প্রক্রিয়ার মধ্যে রয়েছে । অনুমোদনের জন্য 58টি প্রকল্প পাঠানো হয়েছে । মোট 93টি প্রকল্পের কাজ সাংসদের মেয়াদ ফুরোনোর আগে শেষ করার কথা থাকলেও তা ঝুলে রয়েছে ।

রাজু বিস্তা বলেন, ‘‘সাংসদ তহবিল ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সাংসদ এলাকায় 258টি গ্রাম ও ক্লাব চালাচ্ছি । কেন্দ্রীয় সরকারের থেকে অম্রুত প্রকল্প, ফোর লেন নির্মাণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ, শিলিগুড়ি শহরের পানীয় জল প্রকল্প, শিলিগুড়ি শহরের চারপাশে রিং রোড-সহ একাধিক প্রকল্পের জন্য প্রায় 50 হাজার কোটি টাকার বেশি প্রকল্পের অনুমোদন আনিয়েছি । যা আগামীতে কার্যকর হবে ।’’

Darjeeling Lok Sabha Constituency
রিপোর্ট প্রকাশ করেছে স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইম্পলিমেন্টেশন মন্ত্রক

পাহাড়ের দীর্ঘদিনের দাবি ষষ্ঠ তপশিল জাতি, স্থায়ী রাজনৈতিক সমাধান ও 11 জনজাতিকে তফশিলি জাতির অন্তর্ভুক্ত করা ৷ সাংসদ বলেন, ‘‘আমি কাজ করে দেখাই । আমি পালিয়ে যাওয়ার লোক না । আর এসব করলে কেন্দ্রীয় সরকারকেই কর‍তে হবে এবং আমিই করব ।’’

আরও পড়ুন:

  1. রেল পরিবহণে বিকাশ, আক্ষেপ শিল্পতালুক নিয়ে; জয়ন্ত রায়ের 5 বছরের খতিয়ান
  2. নাম ঘোষণার আগেই অভিজিতের সমর্থনে নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপির
  3. উত্তরে পদ্মে কাঁটা! আমার লোকদের কাঁদিয়েছে; মনোজকে এড়িয়ে বিস্ফোরক বার্লা
Last Updated : Mar 9, 2024, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.