ETV Bharat / state

জেলাশাসক বদলেও কি বিজেপির প্রভাব দেখছে তৃণমূল ? কেন এমন বললেন অরূপ চক্রবর্তী - Lok Sabha Elections

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 2:32 PM IST

Arup Chakraborty alleges BJP role in DM transfers: নির্বাচন কমিশন ভোটের আগে রাজ্যের চার জেলার জেলাশাসককে বদলে দিয়েছে ৷ এই সিদ্ধান্তে বিজেপির প্রভাব দেখছে তৃণমূল কংগ্রেস ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 21 মার্চ: আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করার অভিযোগ তুলেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার একাধিক জেলার জেলাশাসক বদলের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি তোলা হল, জেলাশাসকদের বদল করে বাংলার মানুষের মন বদল করতে পারবে না নির্বাচন কমিশন ।

প্রসঙ্গত, এই দিনই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চার জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়া হয় । এরপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কমিশনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী এ দিন এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, নির্বাচন কমিশন যে বিজেপির অঙ্গুলিহেলনে চলতে গিয়ে এই কাজ করতে চলেছে তার একটা ইঙ্গিত আমরা আগেই পেয়েছিলাম উপনির্বাচন কমিশনারের পদত্যাগে । তারপরেই নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের ডিজিকে পরিবর্তন করা হল । এ বার চার জেলার জেলাশাসককেও বদলে দেওয়া হল । আমাদের প্রশ্ন হল 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা অটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনেছিলেন ৷ এ বার 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছেন । কিন্তু ভোট দেবে তো বাংলার মানুষ । আপনি জেলাশাসক পরিবর্তন করবেন বা ডিজিপিকে পরিবর্তন করবেন এভাবে বাংলার মানুষের মন পরিবর্তন করা যাবে না ।

তবে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও । বিজেপির রাজ্যসভার সাংসদ কথা দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশন একটা অবাধ, শান্তিপূর্ণ, ভক্তমুক্ত নির্বাচন রাজ্যবাসীকে উপহার দিতে চাইছে । পশ্চিমবঙ্গের প্রশাসনের রাজনৈতিকীকরণ সম্পূর্ণ হয়েছে । কিছু অফিসারকে অবসরের পরে একটা পদ দিয়ে সেই দফতরেই রেখে দেওয়া হয়েছে । এরা কী কাজ করছে, তা নিয়ে বলে নতুন করে আর বিতর্ক তৈরি করতে চাইছি না । বিগত দিনে ডিএমদের যে ভূমিকায় কাজ করতে দেখা গিয়েছে তাতে এ ধরনের পদক্ষেপ কাঙ্খিতই ছিল ।

আরও পড়ুন:

  1. ডিজি বদলের পর রাজ্যের চার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন
  2. ঘাসফুলে ঘেরা বহরমপুরে 'রবিনহুড' অধীরের খতিয়ান
  3. নির্ঘণ্ট ঘোষণার 4 দিনে অভিযোগ জমা 11 হাজার! প্রথম দফার ভোটে শুরু প্রস্তুতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.