জলপাইগুড়ি, 20 মার্চ: নির্বাচন ঘোষণার পর থেকে মাত্র চারদিনেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার লোকসভা কেন্দ্রে অভিযোগ জমা পড়ল 11 হাজার 7টি । যার মধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে অভিযোগ জমা পড়ল 1 হাজার 923টি । কোচবিহার জেলায় 5 হাজার 626টি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 3 হাজার 458টি । গোটা রাজ্যে আদর্শ আচরণ বিধিনিষেধ নিয়ে অভিযোগ হয়েছে মোট 1 লক্ষ 27 হাজার 726টি ।
ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফার ভোটের জন্য পর্যবেক্ষকরা চলে এসেছেন । আলিপুরদুয়ারের এসেছেন মদনমোহন মিনা, জলপাইগুড়িতে এসেছেন সালুঙ্কে দুর্গেশ তান্ডব, কোচবিহারে এসেছেন সঞ্জয় কুমার ।
রাজ্যের প্রথম দফায় 19 এপ্রিল নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে । এই তিন কেন্দ্রে আজ বুধবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হল । প্রথম দিনে জলপাইগুড়ি কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এক নির্দল প্রার্থী । তিনটি লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা নেওয়া হবে 27 মার্চ পর্যন্ত । 28 মার্চ স্ক্রুটিনি হবে । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 30 মার্চ । কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট ভোটার 19 লক্ষ 66 হাজার 593 জন । যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 10 লক্ষ 14 হাজার 687 জন । মহিলা ভোটার রয়েছেন 9 লক্ষ 51 হাজার 873 জন । কোচবিহারে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 33 জন । প্রতিবন্ধী ভোটার রয়েছে 11 হাজার 4 জন ।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মোট ভোটার 17 লক্ষ 73 হাজার 415 জন । পুরুষ ভোটার 8 লক্ষ 89 হাজার 61 জন ।মহিলা ভোটার 8 লক্ষ 84 হাজার 292 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 62 জন আর প্রতিবন্ধী ভোটার 10 হাজার 976 জন । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার 18 লক্ষ 85 হাজার 972 জন । পুরুষ ভোটার রয়েছেন 9 লক্ষ 58 হাজার 519 জন । মহিলা ভোটারের সংখ্যা 9 লক্ষ 27 হাজার 440 জন । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 13 জন ।প্রতিবন্ধী ভোটার রয়েছেন 11 হাজার 528 জন ।
আরও পড়ুন :