ETV Bharat / state

ডিজি বদলের পর রাজ্যের চার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন - lok sabha elections

Lok Sabha Elections 2024: দেশের একাধিক রাজ্যে জেলাশাসক বদলি করল কমিশন । পশ্চিমবঙ্গের চার রাজ্যের জেলাশাসককে বদলি করেছে নির্বাচন কমিশন ৷ তাঁরা নন-ক্যাডার ছিলেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 11:31 AM IST

Updated : Mar 21, 2024, 1:38 PM IST

ETV Bharat
নির্বাচন কমিশন

নয়াদিল্লি, 21 মার্চ: পুলিশের শীর্ষকর্তার পর এবার জেলাশাসক বদলি করল নির্বাচন কমিশন ৷ পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসককে সরিয়ে দিল কমিশন ৷ পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধানচন্দ্র রায়, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা, বীরভূমের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনভির আফজলকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ৷

কমিশনের পক্ষ থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে 'লেভেল প্লেইং ফিল্ড'-এর কথা বলা হয়েছে ৷ অর্থাৎ নির্বাচন কমিশন কোনও পক্ষপাত করতে পারে না ৷ আসন্ন বিধানসভা ও লোকসভা ভোটে সব রাজনৈতিক দলকে সমান অধিকার দেওয়া হবে ৷ সেই প্রতিশ্রুতি থেকেই আজকের এই নির্দেশিকা ৷

Election Commission issues transfer notice of DM of four districts of West Bengal
রাজ্যের চারটি জেলায় জেলাশাসক বদলের নোটিশ

বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, দেশের চারটি রাজ্য- ওড়িশা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও গুজরাতে নন-ক্যাডার আধিকারিক যাঁরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলাশাসক পদে আসীন রয়েছেন, তাঁদের বদলি করা হচ্ছে ৷ এর পাশাপাশি নন-ক্যাডার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এসপিদেরও বদলি করা হল ৷ তবে তাঁরা কেউ আইএএস ক্যাডারের আধিকারিক নন ৷ ডব্লিউবিসিএস থেকে পদোন্নতি হয়ে আইএএস পদমর্যাদায় উন্নীত হয়েছেন ৷ তাঁদের জেলাশাসক ও এসপি পদ থেকে সরানো হল ৷ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷

গুজরাতে ছোটা উদয়পুর ও আমেদাবাদ রুরাল ডিস্ট্রিক্টের এসপি বদল হয়েছে ৷ পঞ্জাবের পাঠানকোট, ফজিলকা, জলন্ধন রুরাল, মালেরকোটলা জেলার এসএসপিদের সরানো হয়েছে ৷ ওড়িশার ঢেনকানলের জেলাশাসক এবং কটক রুরাল ডিস্ট্রিক্ট ও দেওঘরের এসপিদের বদলি করেছে নির্বাচন কমিশন ৷ এর আগে 18 মার্চ রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে বদলি করার নোটিশ দেয় নির্বাচন কমিশন ৷ এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই বিবেক সহায়কে ডিজিপি করা হয় ৷ এর পরদিনই, 19 মার্চ ফের বিবেক সহায়কে বদলির নোটিশ দেয় নির্বাচন কমিশন ৷ তাঁর বদলে নতুন ডিজিপি হন সঞ্জয় মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
  2. দেশজুড়ে 7 দফায় লোকসভা নির্বাচন, গণনা 4 জুন; ঘোষণা কমিশনের

নয়াদিল্লি, 21 মার্চ: পুলিশের শীর্ষকর্তার পর এবার জেলাশাসক বদলি করল নির্বাচন কমিশন ৷ পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসককে সরিয়ে দিল কমিশন ৷ পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধানচন্দ্র রায়, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা, বীরভূমের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তনভির আফজলকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ৷

কমিশনের পক্ষ থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে 'লেভেল প্লেইং ফিল্ড'-এর কথা বলা হয়েছে ৷ অর্থাৎ নির্বাচন কমিশন কোনও পক্ষপাত করতে পারে না ৷ আসন্ন বিধানসভা ও লোকসভা ভোটে সব রাজনৈতিক দলকে সমান অধিকার দেওয়া হবে ৷ সেই প্রতিশ্রুতি থেকেই আজকের এই নির্দেশিকা ৷

Election Commission issues transfer notice of DM of four districts of West Bengal
রাজ্যের চারটি জেলায় জেলাশাসক বদলের নোটিশ

বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, দেশের চারটি রাজ্য- ওড়িশা, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও গুজরাতে নন-ক্যাডার আধিকারিক যাঁরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলাশাসক পদে আসীন রয়েছেন, তাঁদের বদলি করা হচ্ছে ৷ এর পাশাপাশি নন-ক্যাডার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এসপিদেরও বদলি করা হল ৷ তবে তাঁরা কেউ আইএএস ক্যাডারের আধিকারিক নন ৷ ডব্লিউবিসিএস থেকে পদোন্নতি হয়ে আইএএস পদমর্যাদায় উন্নীত হয়েছেন ৷ তাঁদের জেলাশাসক ও এসপি পদ থেকে সরানো হল ৷ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷

গুজরাতে ছোটা উদয়পুর ও আমেদাবাদ রুরাল ডিস্ট্রিক্টের এসপি বদল হয়েছে ৷ পঞ্জাবের পাঠানকোট, ফজিলকা, জলন্ধন রুরাল, মালেরকোটলা জেলার এসএসপিদের সরানো হয়েছে ৷ ওড়িশার ঢেনকানলের জেলাশাসক এবং কটক রুরাল ডিস্ট্রিক্ট ও দেওঘরের এসপিদের বদলি করেছে নির্বাচন কমিশন ৷ এর আগে 18 মার্চ রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে বদলি করার নোটিশ দেয় নির্বাচন কমিশন ৷ এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই বিবেক সহায়কে ডিজিপি করা হয় ৷ এর পরদিনই, 19 মার্চ ফের বিবেক সহায়কে বদলির নোটিশ দেয় নির্বাচন কমিশন ৷ তাঁর বদলে নতুন ডিজিপি হন সঞ্জয় মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
  2. দেশজুড়ে 7 দফায় লোকসভা নির্বাচন, গণনা 4 জুন; ঘোষণা কমিশনের
Last Updated : Mar 21, 2024, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.