ETV Bharat / sports

বাগানের ম্যাচের ঘণ্টাখানেক আগেই আইএসএল ফাইনালের দিন ঘোষণা - Indian Super League

author img

By PTI

Published : Apr 11, 2024, 4:04 PM IST

Updated : Apr 11, 2024, 4:41 PM IST

Etv Bharat
Etv Bharat

Indian Super League 2023-24: 19 এপ্রিল থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের নক-আউট ম্যাচ ৷ ফাইনাল ম্যাচ অনুষ্টিত হবে 4 মে ৷

হায়দরাবাদ, 11 এপ্রিল: ইস্টবেঙ্গলের হারে নিশ্চিত হয়ে গিয়েছে আইএসএলের টপ সিক্স ৷ তারপরেই ফ্র্যাঞ্চাইজি লিগের প্লে-অফস ও ফাইনালের দিন ঘোষণা করল এফএসডিএল ৷ ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 19 এপ্রিল থেকে শুরু হবে আইএসএল প্লে-অফের ম্যাচ ৷ ফাইনাল হবে 4 মে ৷

প্লে অফের সময়সূচি:

  • নকআউট - 19 ও 20 এপ্রিল
  • সেমি-ফাইনাল (1ম লেগ) - 23 ও 24 এপ্রিল
  • সেমি-ফাইনাল (2য় লেগ) - 28 এপ্রিল
  • 29 ফাইনাল - 4 মে

লিগ পর্বের শেষে শীর্ষ দু’টি দল সরাসরি সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে ৷ যেখানে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলি নকআউট ফর্ম্যাটে একক-লেগ প্লে-অফ খেলবে ৷ সেখান থেকেই অন্য দুই সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে । আইএসএল 2023-24 মরশুমে এই মুহূর্তে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগানের মধ্যে লিগ শিল্ড জয়ের প্রতিদ্বন্দ্বিতা চলছে ।

মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান ছাড়াও ওড়িশা এফসি, এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স এফসি প্লে-অফের জন্য আগেই যোগ্যতা অর্জন করেছিল । বুধবার পঞ্জাব এফসির কাছে ইস্টবেঙ্গল হারায় চেন্নাইয়িন এফসি ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে ৷ ফলে ছ’টি প্লে-অফ দল ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে ।

আরও পড়ুন:

  1. সুপার কাপের ঝাঁঝ উধাও, ইস্টবেঙ্গলের লজ্জা বাড়াল ‘সফলতম’ আইএসএল
  2. আইএসএল যাত্রা শেষ হল হারের দুঃস্বপ্নে, চার গোলের লজ্জার হার ইস্টবেঙ্গলের
  3. কৃষ্ণার জন্য ঝাঁপাচ্ছে মহমেডান, অতনু-ইউসুফকে সর্বোচ্চ সম্মান ক্লাবের
Last Updated :Apr 11, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.