ETV Bharat / sports

কৃষ্ণার জন্য ঝাঁপাচ্ছে মহমেডান, অতনু-ইউসুফকে সর্বোচ্চ সম্মান ক্লাবের - Mohammedan SC

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 12:36 PM IST

Mohammedan SC: আগামী মরশুমে আইএসএল অভিষেক হতে চলেছে মহামেডান স্পোর্টিংয়ের ৷ আর তার জন্য দল গোছাতে শুরু করল শতাব্দী প্রাচীন এই ক্লাব ৷ যেখানে প্রাক্তন মোহনবাগান ফুটবলারকে সই করাতে মরিয়া মহামেডান এসসি ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 10 এপ্রিল: রয় কৃষ্ণাকে বড় অংকের প্রস্তাব মহামেডান স্পোর্টিংয়ের ৷ ফিজির স্ট্রাইকার বর্তমানে ওড়িশা এফসির হয়ে খেলছেন ৷ নতুন মরশুমে তাঁকে দলে পেতে বেশ কয়েকটি ক্লাব আগ্রহী ৷ এবার শোনা যাচ্ছে সেই তালিকায় নাম লেখাচ্ছে মহমেডান স্পোর্টিং ৷ আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে শতাব্দী প্রাচীন ক্লাবটি নতুন মরশুমে আইএসএলে খেলবে ৷ শক্তিশালী দল গড়তে চাইছে তারা ৷ আই লিগ জয়ী দলের নব্বই শতাংশ খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে মহামেডান স্পোর্টিং ৷

আই লিগ জয়ী দলের তিন বিদেশি অ্যালেক্সিস গোমেজ, মির্জালল কাশিমভ, জোসেফ আদজাইকে রাখা হবে ৷ কোচ আন্দ্রে চেরনিশভের চুক্তি বাড়ানো হয়েছে ইতিমধ্যেই ৷ ভারতীয় ফুটবলারদের মধ্যে বর্তমান দলের সঙ্গে নজরকাড়া কয়েকজন ফুটবলারের দিকে হাত বাড়াতে চায় মহমেডান স্পোর্টিং ৷ ডেভিড হাতছাড়া হয়েছে ৷ রেমসাঙ্গাও অন্য দলে চলে যেতে পারেন বলে খবর ৷ তবে টাকা শক্তিশালী দল গঠনে অন্তরায় হবে না, লগ্নিকারীর কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পর মহমেডান কর্তারা খানিক নিশ্চিন্ত বোধ করছেন ৷

এদিকে এখনও আই লিগের শেষ ম্যাচ খেলা বাকি ৷ 13 এপ্রিল দিল্লি এফসি'র বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ম্যাচটির ফলাফল অবশ্য চ্যাম্পিয়নশিপে কোনও প্রভাব ফেলবে না ৷ যদিও মহমেডান স্পোর্টিং জয় দিয়েই মরশুম শেষ করতে চাইছে ৷ আপাতত সাদা-কালো শিবিরের কর্তারা নতুন মরশুমের দল গঠন, আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার উৎসব নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত ৷ 16 এপ্রিল আই লিগ জয়ী দলকে সংবর্ধনা দেওয়া হবে ৷ আগে ঠিক ছিল 14 এপ্রিল সংবর্ধনা দেওয়া হবে ৷ কিন্তু ওইদিন ইডেনে নাইটদের ম্যাচ থাকায় 16 এপ্রিল করার কথা ভাবা হয়েছে ৷

অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিলেও, সরকারিভাবে তা ঘোষণা করা হয়নি ৷ সংবর্ধনা মঞ্চে শান-এ মহামেডান সম্মান দেওয়া হবে অতনু ভট্টাচার্য এবং ইউসুফ আনসারিকে ৷

আরও পড়ুন:

  1. আই লিগের উৎসব পালনে সমস্যায় সাদা-কালো শিবির
  2. চেরনিশভের কাছে জীবনের সেরা মুহূর্ত, মা'কে জয় উৎসর্গ ডেভিডের; মহামেডানে আগাম ঈদ
  3. আইএসএলের দরজা খুলতেই বাজেট ভাবনা মহমেডানে, কী বলছেন ইনভেস্টর-কর্তা?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.