ETV Bharat / entertainment

এই পথ যদি না শেষ হয়... 'পঞ্চায়েত' সিজনের জার্নি নিয়ে নয়া চমক পরিচালক দীপকের - Panchayat 3 Series

author img

By PTI

Published : May 26, 2024, 9:55 PM IST

Work Start on Panchayat 4 Seasons: মে মাসের শেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'পঞ্চায়েত' সিজন 3 ৷ উত্তরপ্রদেশের ফুলেরা গ্রামে অভিষেক ত্রিপাঠী, মঞ্জু দেবী দুবে ও ব্রিজ ভূষণ দুবের ভবিষ্যত কী? জানালেন পরিচালক দীপক কুমার ৷

Work Start on Panchayat 4 Seasons
'পঞ্চায়েত' পোস্টার (ইন্সটাগ্রাম)

মুম্বই, 26 মে: চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'পঞ্চায়েত' সিজন 3 ৷ জার্নি কি এখানেই শেষ হবে অভিষেক ত্রিপাঠী, মঞ্জু দেবী দুবে ও ব্রিজ ভূষণ দুবের? পরিচালক দীপক কুমার দিলেন নয়া তথ্য ৷ জনপ্রিয় কমেডি ড্রামা সিরিজের যাত্রা বহু দূর হতে পারে বলে আভাস দিলেন সাক্ষাৎকারে ৷

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানালেন পঞ্চায়েত চিত্রনাট্যে অপেক্ষা করছে আরও অনেক চমক ৷ ফলে দর্শকদের উদ্দেশ্যে সামনে আসবে আরও দুটি সিজন ৷ 28 মে প্রাইম ভিডিয়োতে আসছে পঞ্চায়েত সিজন 3 ৷ জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায় ও সানভিকা অভিনীত হাস্যরসে ভরা অন্যরকম সিরিজ দেখার অপেক্ষায় দর্শকরাও ৷ 2020 সালে সালে প্রথমবার প্রিমিয়ার হয় পঞ্চায়েত সিরিজের ৷ তা পৌঁছে যায় জনপ্রিয়তার শিখরে ৷ এরপর 2022 সালে প্রাইম ভিডিয়োতে আসে সিরিজের দ্বিতীয় ভাগ ৷

সাক্ষাৎকারে পরিচালক আরও বলেন, "তৃতীয় সিজন মুক্তির অপেক্ষায় ৷ ইতিমধ্যেই চতুর্থ সিজনের চিত্রনাট্য লেখা শুরু হয়ে গিয়েছে ৷ আসলে তৃতীয় সিজন আর চতুর্থ সিজনের মধ্যে খুব বেশি সময়ের ব্যবধান নেই ৷ তাই তৃতীয় সিজন হওয়ার পরেই চতুর্থ সিজনের জন্য তিন থেকে চারটে পর্বের চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে ৷ এরপরই মাথায় আসে পঞ্চম সিজনের কথা ৷ মূলত, সিজন চারে আমরা কী দেখাতে চলেছি, তা নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে ৷ অন্যদিকে, সিজন পাঁচ নিয়েও আমাদের একটা বড় চিন্তাভাবনা কাজ করছে ৷"

সিরিজের কাহিনী মূলত গড়ে উঠেছে অভিষেক ত্রিপাঠীকে (জীতেন্দ্র কুমার) কেন্দ্র করে ৷ ইঞ্জিনিয়ারিং পাশ হওয়া সত্ত্বেও বড় কর্পোরেট সংস্থায় চাকরি না-মেলায় উত্তরপ্রদেশের অখ্যাত ফুলেরা গ্রামে পঞ্চায়েত অফিসে কাজ শুরু করে ৷ তারপর থেকেই এগোয় সিরিজের চিত্রনাট্য ৷ হাস্যরসে মোড়া জীবনের অনেক কঠিন সত্য পরিচালক তুলে ধরেছেন সাদামাটা পর্দায় ৷

আরও পড়ুন: কানের সেরা অভিনেত্রী বাংলার অনসূয়া, দু’দিনের 'ছুটি' চান পরিবারের জন্য

পরিচালক বলেন, "আমরা চেয়েছিলাম একটা সুন্দর বিষয়বস্তু দর্শকদের সামনে তুলে ধরতে ৷ শোয়ের নিজস্ব সত্তা সবসময় ধরে রাখার চেষ্টা করা হয়েছে ৷ শুরু থেকেই আমাদের চেষ্টা ছিল যাতে পঞ্চায়েত-এর প্রতিটা পর্ব যেন হয় বিনোদনমূলক ও আবেগপূর্ণ ৷ যখন 2020 সালে প্রথম পঞ্চায়েত সিরিজ আসে, আমরা একটু আশঙ্কায় ছিলাম, দর্শক কীভাবে গ্রহণ করবে সেটা ভেবে ৷ সেই কারণে বহুবার চিত্রনাট্যতেও বদল আনা হয়েছিল ৷ তবে দর্শকদের ভালোবাসা দেখে বুঝতে পেরেছি, আমরা সঠিক পথেই রয়েছি ৷ আশা করছি, আগামিদিনেও পঞ্চায়েত-এর প্রতিটা সিজন দর্শকদের মন কাড়বে ৷"

ওটিটি প্ল্য়াটফর্মে মুক্তির পর থেকেই পঞ্চায়েত সিরিজ গেঁথে যায় সিনেপ্রেমীদের মনে ৷ সিরিজের চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার ৷ হিন্দির পাশাপাশি এই সিরিজ দর্শকরা দেখতে পাবেন তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷

আরও পড়ুন: হাস্যরসের ঝুলি ও মারকাটারি অ্যাকশন নিয়ে ওটিটির পর্দায় আসছে 'পঞ্চায়েত সিজন 3' ও 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.