ETV Bharat / sports

আই লিগের উৎসব পালনে সমস্যায় সাদা-কালো শিবির - David to join East Bengal

David Lalhlansanga: সমস্যায় মহামেডান স্পোর্টিং । নয়া মরশুমে লাল-হলুদ জার্সিতে মাঠে নামছেন ডেভিড ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 8:09 PM IST

David Lalhlansanga
মহামেডান ছেড়ে ইস্টবেঙ্গলে ডেভিড

কলকাতা, 9 এপ্রিল: আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলেও উৎসব আয়োজন নিয়ে সমস্যায় মহামেডান স্পোর্টিং । 13 এপ্রিল শেষ ম্যাচ । ওইদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ট্রফি তুলে দেবেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে । কিন্তু আই লিগ জয়ের উৎসব 14 এপ্রিল মহামেডান স্পোর্টিং করতে চাইলেও তা পয়লা বৈশাখ, ময়দানের বার পুজো, ইডেনে আইপিএলের ম্যাচের কারণে সম্ভব হচ্ছে না । কোচ চেরিনেশভ শেষ ম্যাচের পরের দিনই রাশিয়া ফিরে যেতে চাইছেন । এর মধ্যে বড় ধাক্কা হতে চলেছে ডেভিডের দলবদল ।

মহামেডান ছাড়ছেন ডেভিড । নতুন মরশুমে তিনি লাল হলুদ জার্সিতেই মাঠে নামবেন । চূড়ান্ত স্বাক্ষর তিনি ইস্টবেঙ্গলের পক্ষে করে দিয়েছেন । ডুরান্ড কাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন । কলকাতা লিগেও তাঁর গোল করার ক্ষমতার উপর ভর দিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান স্পোর্টিং । আইলিগেও তিনি ছিলেন স্বপ্রতিভ । চলতি আইএসএলে দ্বিতীয় দলবদল উইন্ডোতে ডেভিডকে দলে চেয়েছিল ইস্টবেঙ্গল । কিন্তু মহামেডান স্পোর্টিং লিয়েনে ছাড়তে রাজি ছিল না । তবে হাল না ছেড়ে নতুন মরশুমের জন্য প্রি-কন্ট্রাক্ট সই করিয়েছিল লাল হলুদ ।

সেই রেশ ধরেই নতুন মরশুমে ইস্টবেঙ্গলে ডেভিডকে সই করালো । তবে পঞ্জাব এফসির মেহেদি তালালকে নেওয়ার বিষয়টি এখন চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইস্টবেঙ্গল । আইএসএলে প্লে অফের আশা এখনও ক্ষীণ হলেও রয়েছে ইস্টবেঙ্গলের । কার্ড সমস্যায় প্রোভসুখন গিল এবং শৌভিক চক্রবর্তী নেই । তাদের খামতি মেটাতে বিশেষ করে গোলরক্ষক প্রোভসুখন গিলের জায়গায় কমলজিৎ সিংকে খেলাতে হবে । গত মরশুমে প্রতিটি ম্যাচ খেললেও এই মরশুমে তিনি কোনও ম্যাচ খেলেননি । পঞ্জাবের বিরুদ্ধে সম্ভবত তিনিই গোলরক্ষার দায়িত্ব সামলাবেন । যদিও ইস্টবেঙ্গল পাওয়া এবং না পাওয়ার তালিকায় চোখ না রেখে যেকোনও মূল্যে আগামিকাল বুধবার পঞ্জাব এফসির বিরুদ্ধে জিততে চাইছে ।

আরও পড়ুন :

  1. প্রথমবার টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, বেঁচে রইল সুপার সিক্সের আশা
  2. চেরনিশভের কাছে জীবনের সেরা মুহূর্ত, মা'কে জয় উৎসর্গ ডেভিডের; মহামেডানে আগাম ঈদ

কলকাতা, 9 এপ্রিল: আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলেও উৎসব আয়োজন নিয়ে সমস্যায় মহামেডান স্পোর্টিং । 13 এপ্রিল শেষ ম্যাচ । ওইদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ট্রফি তুলে দেবেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে । কিন্তু আই লিগ জয়ের উৎসব 14 এপ্রিল মহামেডান স্পোর্টিং করতে চাইলেও তা পয়লা বৈশাখ, ময়দানের বার পুজো, ইডেনে আইপিএলের ম্যাচের কারণে সম্ভব হচ্ছে না । কোচ চেরিনেশভ শেষ ম্যাচের পরের দিনই রাশিয়া ফিরে যেতে চাইছেন । এর মধ্যে বড় ধাক্কা হতে চলেছে ডেভিডের দলবদল ।

মহামেডান ছাড়ছেন ডেভিড । নতুন মরশুমে তিনি লাল হলুদ জার্সিতেই মাঠে নামবেন । চূড়ান্ত স্বাক্ষর তিনি ইস্টবেঙ্গলের পক্ষে করে দিয়েছেন । ডুরান্ড কাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন । কলকাতা লিগেও তাঁর গোল করার ক্ষমতার উপর ভর দিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান স্পোর্টিং । আইলিগেও তিনি ছিলেন স্বপ্রতিভ । চলতি আইএসএলে দ্বিতীয় দলবদল উইন্ডোতে ডেভিডকে দলে চেয়েছিল ইস্টবেঙ্গল । কিন্তু মহামেডান স্পোর্টিং লিয়েনে ছাড়তে রাজি ছিল না । তবে হাল না ছেড়ে নতুন মরশুমের জন্য প্রি-কন্ট্রাক্ট সই করিয়েছিল লাল হলুদ ।

সেই রেশ ধরেই নতুন মরশুমে ইস্টবেঙ্গলে ডেভিডকে সই করালো । তবে পঞ্জাব এফসির মেহেদি তালালকে নেওয়ার বিষয়টি এখন চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ইস্টবেঙ্গল । আইএসএলে প্লে অফের আশা এখনও ক্ষীণ হলেও রয়েছে ইস্টবেঙ্গলের । কার্ড সমস্যায় প্রোভসুখন গিল এবং শৌভিক চক্রবর্তী নেই । তাদের খামতি মেটাতে বিশেষ করে গোলরক্ষক প্রোভসুখন গিলের জায়গায় কমলজিৎ সিংকে খেলাতে হবে । গত মরশুমে প্রতিটি ম্যাচ খেললেও এই মরশুমে তিনি কোনও ম্যাচ খেলেননি । পঞ্জাবের বিরুদ্ধে সম্ভবত তিনিই গোলরক্ষার দায়িত্ব সামলাবেন । যদিও ইস্টবেঙ্গল পাওয়া এবং না পাওয়ার তালিকায় চোখ না রেখে যেকোনও মূল্যে আগামিকাল বুধবার পঞ্জাব এফসির বিরুদ্ধে জিততে চাইছে ।

আরও পড়ুন :

  1. প্রথমবার টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, বেঁচে রইল সুপার সিক্সের আশা
  2. চেরনিশভের কাছে জীবনের সেরা মুহূর্ত, মা'কে জয় উৎসর্গ ডেভিডের; মহামেডানে আগাম ঈদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.