ETV Bharat / sports

গিলের অধিনায়কোচিত ইনিংসে পঞ্জাবকে 200 রানের লক্ষ্যমাত্রা গুজরাতের - IPL 2024

IPL 2024: ওপেনে নেমে অপরাজিত রয়ে গেলেও শতরান এল না ঠিকই ৷ তবে গিলের ঝোড়ো ইনিংসে পঞ্জাবকে বড় রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিল 2022-এর চ্যাম্পিয়নরা ৷ অধিনায়কের 89 রানের সৌজন্যে 20 ওভারে 4 উইকেট হারিয়ে গুজরাত তুলল 199 রান ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 9:33 PM IST

Updated : Apr 4, 2024, 9:51 PM IST

Etv Bharat
Etv Bharat

আমেদাবাদ, 4 এপ্রিল: হার্দিক পান্ডিয়া দল ছাড়ায় নেতৃত্বে হাতবদল হয়েছে গুজরাত টাইটান্সে ৷ তবে অধিনায়কত্বের ব্যাটন নেওয়ার পর থেকেই রান খরায় ভুগছিলেন নয়া অধিনায়ক শুভমন গিল ৷ প্রশ্ন উঠছিল নেতৃত্বের বোঝা কি কোনও কারণে গিলের রানখরার নেপথ্যে ? বৃহস্পতিবার যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে চেনা ফর্মে গুজরাত অধিনায়ক শুভমন গিল ৷ ওপেনে নেমে অপরাজিত রয়ে গেলেও শতরান এল না ঠিকই ৷ তবে গিলের ঝোড়ো ইনিংসে পঞ্জাবকে বড় রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিল 2022-এর চ্যাম্পিয়নরা ৷ অধিনায়কের 89 রানের সৌজন্যে 20 ওভারে 4 উইকেট হারিয়ে গুজরাত তুলল 199 রান ৷

প্রথম তিন ম্যাচে মাত্র একটি জয় পাওয়া পঞ্জাব অ্যাওয়ে ম্যাচে টস জিতে গুজরাতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ৷ ঋদ্ধিমান (11 রান) দ্রুত ফিরে গেলে দলে ফেরা কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে 40 রান যোগ করেন গিল ৷ লম্বা হয়নি কিউয়ি ব্যাটারের ইনিংসও ৷ 22 বলে 26 রান করে ফেরেন তিনি ৷ এরপর 19 বলে 33 রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন সাই সুদর্শন ৷

তবে উলটোদিকে রানের গতি বজায় রাখার সঙ্গে খুঁটিও আগলে রাখেন অধিনায়ক গিল ৷ তৃতীয় উইকেটে যোগ হয় সর্বাধিক 53 রান ৷ বিজয় শংকরকে সঙ্গে নিয়ে ইনিংসের 15তম ওভারে অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাব ব্যাটার ৷ শংকর 8 রানে আউট হওয়ার পর রাহুল তেওয়াটিয়াকে সঙ্গে নিয়ে দলকে 200 রানের দোরগোড়ায় নিয়ে যান গিল ৷ 6টি চার 4টি ছয়ে 48 বলে 89 রানে অপরাজিত থাকেন তিনি ৷ রাহুল অপরাজিত থাকেন 8 বলে 23 রান করে ৷ মারেন 3টি চার, 1টি ছয় ৷ 44 রান দিয়ে কাগিসো রাবাদা নেন 2টি উইকেট ৷

আরও পড়ুন:

  1. সৌরভের সামনেই নাইটদের 'দাদাগিরি', জয়ের হ্যাটট্রিকে পয়লা নম্বরে কেকেআর
  2. আইপিএলের হাত ধরেই দেশের জার্সি গায়ে চাপাতে চান ময়াঙ্ক

আমেদাবাদ, 4 এপ্রিল: হার্দিক পান্ডিয়া দল ছাড়ায় নেতৃত্বে হাতবদল হয়েছে গুজরাত টাইটান্সে ৷ তবে অধিনায়কত্বের ব্যাটন নেওয়ার পর থেকেই রান খরায় ভুগছিলেন নয়া অধিনায়ক শুভমন গিল ৷ প্রশ্ন উঠছিল নেতৃত্বের বোঝা কি কোনও কারণে গিলের রানখরার নেপথ্যে ? বৃহস্পতিবার যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে চেনা ফর্মে গুজরাত অধিনায়ক শুভমন গিল ৷ ওপেনে নেমে অপরাজিত রয়ে গেলেও শতরান এল না ঠিকই ৷ তবে গিলের ঝোড়ো ইনিংসে পঞ্জাবকে বড় রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিল 2022-এর চ্যাম্পিয়নরা ৷ অধিনায়কের 89 রানের সৌজন্যে 20 ওভারে 4 উইকেট হারিয়ে গুজরাত তুলল 199 রান ৷

প্রথম তিন ম্যাচে মাত্র একটি জয় পাওয়া পঞ্জাব অ্যাওয়ে ম্যাচে টস জিতে গুজরাতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ৷ ঋদ্ধিমান (11 রান) দ্রুত ফিরে গেলে দলে ফেরা কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে 40 রান যোগ করেন গিল ৷ লম্বা হয়নি কিউয়ি ব্যাটারের ইনিংসও ৷ 22 বলে 26 রান করে ফেরেন তিনি ৷ এরপর 19 বলে 33 রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন সাই সুদর্শন ৷

তবে উলটোদিকে রানের গতি বজায় রাখার সঙ্গে খুঁটিও আগলে রাখেন অধিনায়ক গিল ৷ তৃতীয় উইকেটে যোগ হয় সর্বাধিক 53 রান ৷ বিজয় শংকরকে সঙ্গে নিয়ে ইনিংসের 15তম ওভারে অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাব ব্যাটার ৷ শংকর 8 রানে আউট হওয়ার পর রাহুল তেওয়াটিয়াকে সঙ্গে নিয়ে দলকে 200 রানের দোরগোড়ায় নিয়ে যান গিল ৷ 6টি চার 4টি ছয়ে 48 বলে 89 রানে অপরাজিত থাকেন তিনি ৷ রাহুল অপরাজিত থাকেন 8 বলে 23 রান করে ৷ মারেন 3টি চার, 1টি ছয় ৷ 44 রান দিয়ে কাগিসো রাবাদা নেন 2টি উইকেট ৷

আরও পড়ুন:

  1. সৌরভের সামনেই নাইটদের 'দাদাগিরি', জয়ের হ্যাটট্রিকে পয়লা নম্বরে কেকেআর
  2. আইপিএলের হাত ধরেই দেশের জার্সি গায়ে চাপাতে চান ময়াঙ্ক
Last Updated : Apr 4, 2024, 9:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.