ETV Bharat / sports

সৌরভের সামনেই নাইটদের 'দাদাগিরি', জয়ের হ্যাটট্রিকে পয়লা নম্বরে কেকেআর - IPL 2024

KKR vs DC: আর পাঁচটা রান হলেই ভেঙে জেত আইপিএলের সর্বাধিক রানের রেকর্ড ৷ নয়া নজির গড়ত কেকেআর ৷ চলতি কোটিপতি লিগে হায়দরাবাদের করা 277 রানকে টপকে দিতে পারতেন ভাইজ্যাগ ম্যাচের নায়ক সুনীল নারিন ৷ তাঁর একটা ওভার বাউন্ডারি হলেই ইতিহাসে নাম তুলত শাখরুখের কেকেআর ৷ দিল্লির বিরুদ্ধে সুনীল নারিনের 39 বলে 85 রানের ঝোড়ো ইনিংস কেকেআর সমর্থক ছাড়াও মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা ৷ সেইসঙ্গে 106 রানে বিরাট জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল কেকেআর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 7:16 AM IST

Updated : Apr 4, 2024, 8:53 AM IST

KKR vs DC
KKR vs DC

বিশাখাপত্তনম, 4 এপ্রিল: ম্যাচ হো তো অ্যায়সা ৷ আইপিএলের ইতিহাসে নিজেদের সর্বকালের সেরা রান, বোলারদের পারফরম্যান্সে দাপুটে জয় ও সেইদৃশ্যে গ্যালারিতে বসে উপভোগ করছেন বাদশা ৷ আর কী চাই... প্রথমে ব্যাট করে 272 রান তোলা, তারপর রান তাড়া করতে নামা প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে 15 বল বাকি থাকতেই 106 রানে অলআউট করে দেওয়া ৷ সবমিলিয়ে বুধবারের রাত সবদিক থেকেই কলকাতা নাইট রাইডার্সের ৷

তবে হ্যাঁ, 'রান তাড়া' করা হয়তো একে বলে না ৷ যদিও টার্মটা ঠিক কিন্তু তাও, 272 রান তাড়া করতে নামা দলকে 166 রানে ডাহা অল-আউট করে জয়ের হ্যাটট্রিক ও চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করাটা এবারে 'দ্য আলটিমেট কিং' পাঠানের কেকেআর টিম ৷ একেবারে 'দাদা'র সামনে 'দাদাগিরি' ৷ গৌতম গম্ভীরের এই ছেলেদের দাপট আগে কখনও দেখেননি কেকেআর সমর্থকরা, তাঁরা নিজেরাই তা বলছেন ৷

বুধবার ভাইজ্য়াগে প্রথমে ব্যাট করে নাইটরা ভাঙতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড । তবে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করে কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদ 2024 আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 3 উইকেটে 277 রান করেছিল। তার চেয়ে পাঁচ রান কম করে কেকেআর। 7 উইকেটে 272 রানে শেষ হয় কেকেআরের ইনিংস। এর মধ্যে 39 বলে 85 রান করেন সুনীল নারিন। এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল 7টি চার ও 7টি ছয় দিয়ে ৷ অর্ধশতরান (54) করেছেন অঙ্গকৃশ রঘুবংশীও ৷ এত বড় ব্যবধানে জয়ের নায়ক সুনীলের সঙ্গী তিনিও ৷

এই রান তাড়া করতে নেমে 166 রানে অলআউট হয়ে যায় সৌরভের দিল্লি ৷ জলে যায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত (55) ও ত্রিস্তান স্টাবসের (54) অর্ধশতরান ৷ এছাড়া কেকেআর বোলারদের দাপটে দিল্লির কোনও ব্যাটারই 20-র গণ্ডি পৌঁছতে পারেনি ৷ স্পিনার বরুণ চক্রবর্তী 33 রান দিয়ে 3টি উইকেট নেন ৷ পাশাপাশি 106 রানের বিরাট রানে জয় পেতে বৈভব অরোরা 3টি উইকেট রান 27 রান দিয়ে ৷ এছাড়াও অজি পেসার মিচেল স্টার্ক 25 রান দিয়ে 2টি উইকেট নেন ও একটি করে উইকেট নেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল ৷

আরও পড়ুন:

  1. ভাইজ্যাগে বেগুনি ঝড়, ব্যাটারদের তাণ্ডবে সর্বাধিক রানের নজির কেকেআরের
  2. আইপিএলের হাত ধরেই দেশের জার্সি গায়ে চাপাতে চান ময়াঙ্ক
  3. ময়াঙ্কের দাপট, ডেরায় ঢুকে বিরাট 'বধ' রাহুলদের

বিশাখাপত্তনম, 4 এপ্রিল: ম্যাচ হো তো অ্যায়সা ৷ আইপিএলের ইতিহাসে নিজেদের সর্বকালের সেরা রান, বোলারদের পারফরম্যান্সে দাপুটে জয় ও সেইদৃশ্যে গ্যালারিতে বসে উপভোগ করছেন বাদশা ৷ আর কী চাই... প্রথমে ব্যাট করে 272 রান তোলা, তারপর রান তাড়া করতে নামা প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে 15 বল বাকি থাকতেই 106 রানে অলআউট করে দেওয়া ৷ সবমিলিয়ে বুধবারের রাত সবদিক থেকেই কলকাতা নাইট রাইডার্সের ৷

তবে হ্যাঁ, 'রান তাড়া' করা হয়তো একে বলে না ৷ যদিও টার্মটা ঠিক কিন্তু তাও, 272 রান তাড়া করতে নামা দলকে 166 রানে ডাহা অল-আউট করে জয়ের হ্যাটট্রিক ও চলতি আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করাটা এবারে 'দ্য আলটিমেট কিং' পাঠানের কেকেআর টিম ৷ একেবারে 'দাদা'র সামনে 'দাদাগিরি' ৷ গৌতম গম্ভীরের এই ছেলেদের দাপট আগে কখনও দেখেননি কেকেআর সমর্থকরা, তাঁরা নিজেরাই তা বলছেন ৷

বুধবার ভাইজ্য়াগে প্রথমে ব্যাট করে নাইটরা ভাঙতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড । তবে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করে কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদ 2024 আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 3 উইকেটে 277 রান করেছিল। তার চেয়ে পাঁচ রান কম করে কেকেআর। 7 উইকেটে 272 রানে শেষ হয় কেকেআরের ইনিংস। এর মধ্যে 39 বলে 85 রান করেন সুনীল নারিন। এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল 7টি চার ও 7টি ছয় দিয়ে ৷ অর্ধশতরান (54) করেছেন অঙ্গকৃশ রঘুবংশীও ৷ এত বড় ব্যবধানে জয়ের নায়ক সুনীলের সঙ্গী তিনিও ৷

এই রান তাড়া করতে নেমে 166 রানে অলআউট হয়ে যায় সৌরভের দিল্লি ৷ জলে যায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত (55) ও ত্রিস্তান স্টাবসের (54) অর্ধশতরান ৷ এছাড়া কেকেআর বোলারদের দাপটে দিল্লির কোনও ব্যাটারই 20-র গণ্ডি পৌঁছতে পারেনি ৷ স্পিনার বরুণ চক্রবর্তী 33 রান দিয়ে 3টি উইকেট নেন ৷ পাশাপাশি 106 রানের বিরাট রানে জয় পেতে বৈভব অরোরা 3টি উইকেট রান 27 রান দিয়ে ৷ এছাড়াও অজি পেসার মিচেল স্টার্ক 25 রান দিয়ে 2টি উইকেট নেন ও একটি করে উইকেট নেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল ৷

আরও পড়ুন:

  1. ভাইজ্যাগে বেগুনি ঝড়, ব্যাটারদের তাণ্ডবে সর্বাধিক রানের নজির কেকেআরের
  2. আইপিএলের হাত ধরেই দেশের জার্সি গায়ে চাপাতে চান ময়াঙ্ক
  3. ময়াঙ্কের দাপট, ডেরায় ঢুকে বিরাট 'বধ' রাহুলদের
Last Updated : Apr 4, 2024, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.