ETV Bharat / sports

ময়াঙ্কের দাপট, ডেরায় ঢুকে বিরাট 'বধ' রাহুলদের - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 9:15 AM IST

Indian Premier League: ফের হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ ঘরের মাঠে লখনউয়ের কাছে 28 রানে হার বিরাটদের ৷ পঞ্জাবের পর দ্বিতীয় ম্য়াচেও জ্বলে উঠলেন ময়াঙ্ক যাদব ৷

Etv Bharat
Etv Bharat

বেঙ্গালুরু, 3 এপ্রিল: ম্যাচের ভাগ্য খানিক লিখে দিয়ে গিয়েছিলেন কুইন্টন ডি'কক ৷ সেটারই উপসংহার লিখলেন ময়াঙ্ক যাদব ৷ বাইশ গজে এদিনও আগুন ঝরালেন লখনউয়ের তরুণ পেসার ৷ যার দাপটে ছারখার হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ 182 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 153 রানেই গুটিয়ে গেল ফ্র্যাঞ্চাইজি লিগের চোকার্স ৷ 28 রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবলের চারে উঠে এল সঞ্জীব গোয়েঙ্কার দল ৷

কুড়ি-বিশের ফর্ম্যাটে 181 রানের লক্ষ্যমাত্রা কখনই স্বস্তির নয় ৷ তার উপর শুরুটা ভালোই করেছিলেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু'প্লেসি ৷ প্রয়োজনের চেয়ে বেশি রান উঠছিল প্রতি ওভারে ৷ সেখানেই প্রথম আঘাত হানেন এম সিদ্ধার্থ ৷ প্রাক্তন নাইট বোলারকে মাঠের বাইরে ফেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন কোহলি ৷ 16 বলে 22 করেন কোহলি ৷ রানমেশিন ক্রিজ ছাড়তে না-ছাড়তেই রানআউট হয়ে যান ডু'প্লেসি ৷ দেবদূত পাড্ডিকলের জোরালো থ্রো আরসিবি ক্যাপ্টেনের উইকেট ছিটকে দেয় ৷ প্রোটিয়া ব্যাটারের অবদান 13 বলে 19 রান ৷

তারপর রজত পাতিদার খানিক চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রয়্যালরা ৷ পরপর গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনকে ফেরান লখনউয়ের নতুন তারকা ৷ ময়াঙ্ক 'ঝড়ে' তখন কার্যত বিধ্বস্ত দেখাচ্ছিল বেঙ্গালুরুকে ৷ খানিক পরে ময়াঙ্ক 21 বলে 29 রান করা পাতিদারকে ফেরালে 'রাহুল অ্যান্ড কোং'য়ের দু'পয়েন্ট কার্যত নিশ্চিত হয়ে যায় ৷ শেষদিকে মাহিপাল লোমরোর 13 বলে 33 রানের ঝোড়ো ইনিংস খেললেও ম্যাচ ততক্ষণে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে ৷ শেষ পর্যন্ত 153 রানে অল-আউট হয়ে যায় আরসিবি ৷ 3টি উইকেট নেন ময়াঙ্ক, আফগান পেসার নবীন উল-হক নেন দু’টি উইকেট ৷ একটি করে উইকেট পেয়েছেন মার্কাস স্টয়নিস, এম সিদ্ধার্থ, যশ ঠাকুর ৷

আরও পড়ুন:

  1. বদলে গেল ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচের দিন
  2. হারের হ্যাটট্রিক, ব্যাটিং ব্যর্থতায় টেবিলের তলানিতে হার্দিকের মুম্বই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.