ETV Bharat / sports

ডাগ আউটে নেই কুয়াদ্রাত, অনিশ্চিত ক্রেসপো; জয় নিয়ে আশাবাদী লাল-হলুদ - INDIAN SUPER LEAGUE

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 7:00 AM IST

East Bengal , ইস্টবেঙ্গল
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল

East Bengal VS Kerala Blasters: কলকাতায় প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল 1-2 গোলে পরাজিত হয়েছিল । সেই ম্যাচ ক্লেইটন সিলভা পেনাল্টি থেকে ব্যবধান কমালেও গোল নষ্ট করে জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন । ফলে আইএসএল অভিযানের এই পর্বে ইস্টবেঙ্গল প্রতিশোধ নিতে চায় ।

কোচি, 3 এপ্রিল: ডাগ আউটে থাকবেন না কার্লেস কুয়াদ্রাত । হেডস্যরকে ছাড়াই বুধবার কেরালা ব্লাস্টার্স ম্যাচে নামছে ইস্টবেঙ্গল । তিন সপ্তাহ পরে আইএসএলে যাত্রা শুরু করছে লাল-হলুদ ব্রিগেড । ডাগ-আউটে কোচের অনুপস্থিতি, চোট-আঘাত সমস্যা নিয়ে আইএসএলের শেষ পর্বে লাল-হলুদ । দেশের সর্বোচ্চ লিগের ফিরতি পর্বে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স তলানিতে । সুপার সিক্সের আশা টিমটিম করে জ্বলছে । এই অবস্থায় ডাগ-আউটে কোচের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলে তার হাতে গরম উদাহরণ মোহনবাগান সুপার জায়ান্টের শেষ ম্যাচ ।

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ঘরের মাঠে মোহনবাগান ডাগ-আউটে ছিলেন না আন্তোনিও হাবাস । সেই ম্যাচে এগিয়ে গিয়েও হারতে হয়েছে মোহনবাগানকে । এবার বুধবার কেরালা ব্লাস্টার্স ম্যাচে কার্ড সমস্যার জন্য ডাগ-আউটে থাকতে পারবেন না ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত । মঙ্গলবার ম্যাচের আগের দিনের নির্ধারিত সাংবাদিক সম্মেলনে তাই লাল-হলুদ কোচ কুয়াদ্রাতের পরিবর্তে এলেন সহকারী কোচ বিনো জর্জ । সঙ্গে তরুণ ফুটবলার আমন সিকে । তবে এমন কঠিন পরিস্থিতিতেও জয়ের বিষয়ে আশাবাদী লাল-হলুদ শিবির । কেরালার মাটি কুয়াদ্রাতের ডেপুটি বিনো জর্জের ভীষণ চেনা । সাংবাদিক সম্মলনে তাঁকে কেরেলিয়ান ভাষায় প্রশ্ন সামলাতে হল ।

সোমবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরে কেরল উড়ে গিয়েছিলেন ক্লেইটন সিলভারা । দলের সঙ্গে নিয়ে যাওয়া হল সাউল ক্রেসপোকেও । চোট পাওয়া ক্রেসপো এতদিন দলের সঙ্গে রিহ্যাব করছিলেন । তাঁকে খেলানোর চেষ্টা করা হবে বলেই জানিয়েছেন বিনো জর্জ । দলের সঙ্গে রয়েছেন চোট সারিয়ে মাঠে ফেরা হরমনজোৎ খাবড়াও । তবে অসুস্থতার কারণে দলে নেই নন্দকুমার । তাঁকে এই মরশুমে পাওয়া যাবে না । ইতিমধ্যে আমন সিকে, মহীতোষ রায় ও শ্যামল বেসরার মতো প্রতিশ্রুতিমান ফুটবলারকে সিনিয়র দলে নেওয়া হয়েছে ।

লিগ টেবিলের নীচের দিকে রয়েছেন শৌভিক চক্রবর্তীরা । এই মুহূর্তে 19 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের অবস্থান 11তম স্থানে । লিগ টেবিলে তাদের পরেই রয়েছে হায়দরাবাদ এফসি । রবিবার চেন্নাইয়িন মোহনবাগানকে হারিয়ে দিয়ে তাদের সুপার সিক্সের সম্ভাবনা আরও কঠিন করে দিয়েছে । এমন পরিস্থিতিতে কেরালা ব্লাস্টার্স ম্যাচের ডাগ-আউটে কুয়াদ্রাতের অনুপস্থিতি অনেকটাই চাপে ফেলতে পারে লাল-হলুদ শিবিরকে । যদিও ডাগ-আউটে না থাকলেও দল পরিচালনার জন্য পুরো পরিকল্পনাই থাকবে তাঁর ।

আশাবাদী কুয়াদ্রাত এখনও সুপার সিক্সের স্বপ্ন দেখছেন । সেই ভাবনার শরিক বিনো জর্জও । দীর্ঘদিন বিশ্রাম কাটিয়ে ফের ভালো ফলের খোঁজে লাল-হলুদ শিবির । প্রতিপক্ষ কেরালা যথেষ্টই শক্তিশালী দল । এই মুহূর্তে তারা 19 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে । তার উপর ঘরের মাঠে প্রচুর সমর্থক আসে দলটিকে সমর্থন করতে । প্রতিপক্ষের সমর্থনের ঢেউয়ে নিজেদের মানসিকভাবে চাঙ্গা রাখা কঠিন । যদিও বিনো জর্জ বলেছেন, কলকাতা ছাড়া কেরলেই একমাত্র মাঠ ভরা গ্যালারির সামনে খেলার সুযোগ মেলে । তাই তা থেকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করবেন । ফলে প্রতিকূলতা যাই থাক না কেন, শেষ তিনটে ম্যাচকে ফাইনাল ধরে এগোতে চাইছে । যার প্রথম অভিযান শুরু হচ্ছে কেরল থেকে ।

আরও পড়ুন :

  1. শেষ মুহূর্তে গোল হজম, চেন্নাইয়িনের কাছে হেরে শিল্ড জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল বাগান
  2. কন্যাশ্রী কাপে মহিলা ফুটবলার নিগ্রহের অভিযোগ, পুলিশি হস্তক্ষেপ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.