ETV Bharat / bharat

এসইউভির টায়ার ফেটে ট্রাকে ধাক্কা, পথ দুর্ঘটনায় মৃত্যু 8 জনের - Road Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 10:11 AM IST

Madhya Pradesh Road Accident: মধ্যপ্রদেশের হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন 8 জন ৷ আরেকটি পথ দুর্ঘটনায় তামিলনাড়ুতে মৃত্যু হল 4 জনের ৷

Road Accident in Madhya Pradesh
মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 8 (ফাইল চিত্র)

ইন্দোর, 16 মে: একটি এসইউভি-র সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল 8 জনের ৷ একজন গুরুতর জখম হয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আনুমানিক 10.30টা নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে বেতমার কাছে ইন্দোর-আমেদাবাদ জাতীয় সড়কে ৷ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ৷ শুরু হয় উদ্ধারকার্য ৷ জানা গিয়েছে, এসইউভি-র টায়ারে বিস্ফোরণ ঘটে ৷ তারপর গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে ৷

এই দুর্ঘটনা প্রসঙ্গে ডিএসপি গ্রামীণ উমাকান্ত চৌধুরী বলেন, "বেতওয়া থানা এলাকায় ইন্দোর-আমেদাবাদ হাইওয়েতে একটি বোলেরো গাড়ির দুর্ঘটনার খবর আমরা পেয়েছি ৷ ওই গাড়িটিতে 9 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে ৷ সবাই গুনার দিকে যাচ্ছিলেন ৷"

তিনি আরও জানান, মৃত 8 জনের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ গাড়ি দুর্ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সূত্রের খবর, ভিলাল গোষ্ঠীর কয়েকজন ধর জেলার বাগ টান্ডা থেকে গুনার দিকে যাচ্ছিলেন ৷ তাঁরা গুনা জেলায় থাকেন ৷

আরেকটি পৃথক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরান্থাকামের চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে ৷ পাদালাম পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে ৷ বাসটি একটি লরিকে ওভারটেক করতে যাচ্ছিল ৷ কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লরিকে ধাক্কা মারে ৷ এর জেরে 4 জনের মৃত্যু হয়েছে ৷ 15 জনেরও বেশি জখম হয়েছেন ৷ তাঁদের সবাইকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভয়াবহ দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত 3 ; আহত অন্তত 15
  2. যাত্রীবাহী বাসের সঙ্গে লরির ধাক্কা, মৃত 6 ও আহত 20
  3. ভয়াবহ দুর্ঘটনা! ভস্ম বিসর্জনে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত একই পরিবারের 3 সদস্য

ইন্দোর, 16 মে: একটি এসইউভি-র সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল 8 জনের ৷ একজন গুরুতর জখম হয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার রাত আনুমানিক 10.30টা নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে বেতমার কাছে ইন্দোর-আমেদাবাদ জাতীয় সড়কে ৷ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ৷ শুরু হয় উদ্ধারকার্য ৷ জানা গিয়েছে, এসইউভি-র টায়ারে বিস্ফোরণ ঘটে ৷ তারপর গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে ৷

এই দুর্ঘটনা প্রসঙ্গে ডিএসপি গ্রামীণ উমাকান্ত চৌধুরী বলেন, "বেতওয়া থানা এলাকায় ইন্দোর-আমেদাবাদ হাইওয়েতে একটি বোলেরো গাড়ির দুর্ঘটনার খবর আমরা পেয়েছি ৷ ওই গাড়িটিতে 9 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে ৷ সবাই গুনার দিকে যাচ্ছিলেন ৷"

তিনি আরও জানান, মৃত 8 জনের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ গাড়ি দুর্ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সূত্রের খবর, ভিলাল গোষ্ঠীর কয়েকজন ধর জেলার বাগ টান্ডা থেকে গুনার দিকে যাচ্ছিলেন ৷ তাঁরা গুনা জেলায় থাকেন ৷

আরেকটি পৃথক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরান্থাকামের চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে ৷ পাদালাম পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে ৷ বাসটি একটি লরিকে ওভারটেক করতে যাচ্ছিল ৷ কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লরিকে ধাক্কা মারে ৷ এর জেরে 4 জনের মৃত্যু হয়েছে ৷ 15 জনেরও বেশি জখম হয়েছেন ৷ তাঁদের সবাইকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভয়াবহ দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত 3 ; আহত অন্তত 15
  2. যাত্রীবাহী বাসের সঙ্গে লরির ধাক্কা, মৃত 6 ও আহত 20
  3. ভয়াবহ দুর্ঘটনা! ভস্ম বিসর্জনে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত একই পরিবারের 3 সদস্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.