ETV Bharat / sports

শেষ মুহূর্তে গোল হজম, চেন্নাইয়িনের কাছে হেরে শিল্ড জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল বাগান - INDIAN SUPER LEAGUE

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 10:04 PM IST

Updated : Mar 31, 2024, 10:30 PM IST

ISL 2023-24: ঘরের মাঠে চেন্নাইয়িনের কাছে হেরে লিগ শিল্ড জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল সবুজ-মেরুন ৷ আইএসএল প্রত্যাবর্তনে চেন্নাইয়িনের কাছে 2-3 গোলে হারল তারা ৷ ডাগ-আউটে এদিন ছিলেন না আন্তোনিও হাবাস ৷ সেই অভাব অনুভূত হল ম্যাচে ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 31 মার্চ: জামশেদপুর ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাওয়ায় আন্তর্জাতিক বিরতিতে লিগ টেবিলের শীর্ষে চলে গিয়েছিল মুম্বই সিটি এফসি ৷ আইল্যান্ডারদের সরিয়ে রবিবার ফের লিগ টেবিলে শীর্ষে ওঠার হাতছানি ছিল মোহনবাগানের সামনে ৷ কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে লিগ শিল্ড জয়ের দৌড়ে পিছিয়ে পড়ল সবুজ-মেরুন ৷ আইএসএল প্রত্যাবর্তনে চেন্নাইয়িনের কাছে 2-3 গোলে হারল তারা ৷ সবমিলিয়ে আন্তোনিও হাবাসের জমানায় প্রথম হার গতবারের চ্যাম্পিয়নদের ৷

জ্বরের কারণে হেড কোচ না-থাকলেও 29 মিনিটে জনি কাউকোর গোলে এগিয়ে থেকেই এদিন বিরতিতে গিয়েছিল বাগান ৷ ফিনিশ মিডফিল্ডার চোট সারিয়ে যোগ দেওয়ার পর থেকেই দারুন ছন্দে দল। এর আগে নটা ম্যাচ খেলে সতীর্থদের জন্য একের পর এক গোলের বল সাজিয়েছেন তিনি। রবিবার স্কোরবোর্ডে প্রথম নাম তুললেন ইউরোকাপার। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যানুয়েল ক্যাসকালানার সব হিসেব ওলটপালট করে দেয় চেন্নাইয়িন ৷

বাগানের দায়সারা ফুটবলের সুযোগ নিয়ে 73 মিনিটে অ্যাওয়ে টিমকে সমতায় ফেরান জর্ডন মারে। এরপরই ম্যাচের রাশ চলে যায় দাক্ষিণাত্যের দলটির পায়ে। কোচ ওয়েন কোয়েল জানিয়েছিলেন, তাঁরা মোহনবাগানকে হারানোর ক্ষমতা রাখেন এবং সেই চেষ্টাই করবেন। রবিবার যুবভারতীতে কাজে কাজে সেটাই করে দেখাল চেন্নাইয়িন। 80 মিনিটে জর্ডন মারের কর্নার থেকে বিনা বাধায় হেড করে 2-1 করেন রায়ান এডওয়ার্ডস।

বিপর্যয় এড়াতে আক্রমণে চাপ বাড়াতে থাকে মোহনবাগান। কিন্তু চেন্নাইয়িনের রক্ষণভাগ এবং তেকাঠির নীচে প্রাক্তনী দেবজিতের উপস্থিতি কাজ কঠিন করে তোলে থাপা-পেত্রাতোসদের। শেষমেশ আর্মান্দো সাদিকুর সৌজন্যে 92 মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। সেই পেনাল্টি নিয়ে বিতর্ক থাকলেও স্পটকিক থেকে বল জালে রাখতে ভুল করেননি পেত্রাতোস। ম্যাচ ড্র ধরে নিয়ে সবুজ-মেরুন সমর্থকরা যখন খানিক স্বস্তি বোধ করছেন তখনই ফের টুইস্ট।

প্রতি আক্রমণে আয়ুষ অধিকারীর বাড়ানো বল ধরে প্রথমে বাগান দুর্গের শেষ প্রহরী বিশাল কাইথকে পরাস্ত করেন পরিবর্ত ইরফান ইয়ারওয়ার ৷ এরপর ঠান্ডা মাথায় জয়সূচক গোলটি করে যান। হারের ফলে 19 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে দু'য়ে বাগান ৷ সমসংখ্যক ম্যাচে 41 পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই ৷

আরও পড়ুন:

  1. ভারতীয় ফুটবলারের নজির, চেন্নাইয়িন থেকে বিশ্বজয়ী দেশের ক্লাবে যোগ দিচ্ছেন বিজয়
  2. এগিয়ে থেকেও হার, সুনীলের নজিরের দিনে বিদায়ের শঙ্কা ভারতের
Last Updated : Mar 31, 2024, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.