ETV Bharat / sports

কন্যাশ্রী কাপে মহিলা ফুটবলার নিগ্রহের অভিযোগ, পুলিশি হস্তক্ষেপ - Kanyashree Cup

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 7:47 AM IST

Updated : Apr 1, 2024, 9:43 AM IST

Kanyashree Cup Footballers Harrasment: কন্যাশ্রী কাপের মহিলা ফুটবলারকে নিগ্রহ করার অভিযোগ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 1 এপ্রিল: কুস্তি, ফুটবলের জাতীয় স্তরে এতদিন মহিলা ক্রীড়াবিদদের নিগৃহীত হওয়ার খবর সামনে আসছিল। এবার এই রাজ্যে কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশন মহিলা ফুটবলারকে নিগ্রহের অভিযোগ উঠল । রাজ্যের মেয়েদের ফুটবল লিগে দুটো ডিভিশন রয়েছে । দুটো ডিভিশনই কন্যাশ্রী কাপ নামে পরিচিত । মেয়েদের এই ফুটবল লিগের নামকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত । ফলে সেই প্রতিযোগিতায় মেয়ে ফুটবলারদের নিগৃহীত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই আলোড়ন শুরু হয়েছে ।

উলুবেড়িয়া স্টেডিয়ামে রবিবার বিকেলে কন্যাশ্রী কাপের দ্বিতীয় ডিভিশনের ম্যাচ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল । গ্রুপ ম্যাচে দীপ্তি সংঘ ও জিসি রায় মেমোরিয়াল ক্লাব মুখোমুখি হয়েছিল । দীপ্তি সংঘের অভিযোগ, ম্যাচ শেষে জিসি-র কিছু কর্তা দীপ্তির মহিলা ফুটবলারদের মারধর করে । পরবর্তীতে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিত সামলায় । যদিও শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ করেনি কোনও পক্ষই । এই ম্যাচটি ছিল গ্রুপের শীর্ষস্থান নির্ণয়ের লড়াই । ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করে জয় তুলে নেয় জিসি । সূত্রের খবর, শুরু থেকেই ম্যাচের মেজাজ ছিল চড়া । ফলে খেলায় বারবার বিতর্কে জড়িয়ে পড়ছিলেন দু'দলের ফুটবলাররা । ম্যাচ শেষেও তার রেশ রয়ে যায় । ফুটবলাররা মাঠ ছাড়ার সময়ও তপ্ত পরিস্থিতি ছিল ।

ফলস্বরূপ প্রথমে দু'পক্ষের মধ্যে মৌখিক দোষারোপ শুরু হলেও পরে তা হাতাহাতিতে পরিণত হয়ে যায় ৷ মহিলা ফুটবলারদের মারামারিতে ফলে কিছুটা হতভম্বতার আবহ সৃষ্টি হয় । প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে স্টেডিয়াম কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন ও পুলিশে খবর দেন । দীপ্তি সংঘের সচিব সুদেষ্ণা মুখোপাধ্যায়ের অভিযোগ, "ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের কিছু কর্তা আমার ফুটবলারদের অশ্লীল ভাষায় আক্রমণ শুরু করে । তারাই ম্যাচ শেষে মেয়েদের উপর চড়াও হয় । এই ঘটনায় আমার কয়েকজন ফুটবলার সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ে ।"

এই অভিযোগের একাংশ মেনে নিয়েও জিসি-র সচিব দিব্যেন্দু রায়ের দাবি, "যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তারা আমার দলের কর্তা নয় । সমর্থক বলা যেতে পারে । ম্যাচ শেষে দু'দলের মেয়েরাই উত্তেজনায় জড়ালে তারা এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করে । এরপর দীপ্তির তরফে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে । কিন্তু আমাদের কোনও পুরুষ সমর্থকই মহিলা ফুটবলারদের মারধর করেনি ।"

এই ঘটনায় পুলিশ দু'পক্ষকেই থানায় নিয়ে যায় । তবে সেখানে দীপ্তির কেউই অভিযোগ দায়ের করেনি । থানায় গিয়েও কেন অভিযোগ দায়ের করা হয়নি ? এই প্রশ্নে দীপ্তির সচিবের জবাব, "ওরা আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে । তাই আমরা অভিযোগ জানাইনি ।" ক্ষমা চাওয়া প্রসঙ্গে দিব্যেন্দু বলছেন, "আমরা বিষয়টি বাড়াতে চাইনি । তাই কথা বলে মেটানোর পথে গিয়েছি ।" তবে বিষয়টি নিয়ে আইএফএ-কে অভিযোগ জানানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দীপ্তির সচিব । তাঁর অভিযোগ, ম্যাচ কমিশনারের সামনে পুরো ঘটনা ঘটলেও তিনি থামানোর কোনও উদ্যোগ নেননি । পুরো ঘটনার খবর আইএফএ অফিসে আসে । তবে সরকারিভাবে কোনও রিপোর্ট জমা পড়েনি । তাই সচিব অনির্বাণ দত্ত বলেছেন, "আমাদের কাছে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি । অভিযোগ পেলে সব পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব ।"

আরও পড়ুন :

  1. কলকাতায় চলছে দ্বিতীয় ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল, তালিকায় 'কোনি' থেকে 'কুসুমিতার গপ্পো'
  2. রাজ্য ও দেশকে সম্মানিত করা ক্রীড়াবিদদের এবার চাকরি দিতে চান মুখ্যমন্ত্রী
Last Updated : Apr 1, 2024, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.