ETV Bharat / sports

জামাইয়ের অবসরের সিদ্ধান্তে সহমত সুব্রত - Sunil Chhetri Retirement

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 12:46 PM IST

Updated : May 16, 2024, 1:18 PM IST

Subrata Bhattacharya on Sunil Chhetri's Retirement: ‘‘সুনীলের সিদ্ধান্ত সঠিক ৷ আর্ন্তজাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তে আমার সমর্থন রয়েছে ৷’’ জামাইয়ের অবসরে হতবাক নন সুব্রত ভট্টাচার্য ৷ তাঁর প্রতিক্রিয়া বলছে, তাৎক্ষণিক নয়, ভাবনা-চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন ‘মেন ইন ব্লু’র দলনেতা ৷

SUNIL CHHETRI RETIREMENT
সুব্রত ভট্টাচার্য ও সুনীল ছেত্রী (ইটিভি ভারত)

সুনীলের অবসরে সুব্রতর প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

কলকাতা, 16 মে: 2002 সাল, কলকাতায় পা রেখেছেন অষ্টাদশের সুনীল ছেত্রী ৷ মোহনবাগানকে দু’বার জাতীয় লিগ দেওয়া সুব্রত কোচ তখন গঙ্গাপাড়ের হেডস্যর ৷ তাঁর হাত ধরেই ভারতীয় ফুটবলে ‘ক্যাপি’র উত্থান ৷ এখন অবশ্য গুরু-শিষ্য নন, দেশের সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলারের সম্পর্ক বদলেছে শ্বশুর-জামাইয়ে ৷

আগামী 6 জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফারের পরই বুটজোড়া তুলে রাখবেন ৷ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ভারতীয় ফুটবলের ‘পোস্টার বয়’ ৷ যেই সিদ্ধান্তের কথা শুনে একেবারেই আশ্চর্য হননি সুব্রত ৷ অর্জুন পুরস্কারপ্রাপ্ত কোচ বলছেন, “আর্ন্তজাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল তো খেলবে । এমন সিদ্ধান্ত ওর আগে চুনী গোস্বামী, অরুণ ঘোষ, সুভাষ ভৌমিকরাও করেছেন । আমি মনে করি ওর এই সিদ্ধান্ত সময়োচিত এবং সঠিক ।”

প্রায় একই সঙ্গে যোগ করেছেন, “আমি ওকে ক্লাব ফুটবলে নিয়ে এসেছিলাম । মোহনবাগানে কোচিং করানোর সময় প্রথম খেলিয়েছিলাম । বাড়িতে ও এখন আমার জামাই । সেই সিদ্ধান্তও আমারই ছিল । তাই আর্ন্তজাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আমার সমর্থন রয়েছে ।” প্রশ্ন হল সুনীল বুট তুলে রাখার পরে উত্তরসূরি কে ? সুব্রত ভট্টাচার্য বলেন, “এখন তো আমাদের মাঠে ঢোকার অনুমতি নেই । তাই সেভাবে বলতে পারব না । তবে সুনীলের মানের স্ট্রাইকারের অভাব দ্রুত পূরণ সম্ভব নয় ।”

6 জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচ খেলে আর্ন্তজাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন সুনীল । দেশের হয়ে 150টি ম্যাচে 94টি গোল করেছেন তিনি । অবসর ঘোষণায় দীর্ঘ দু'দশকের কেরিয়ারে ইতি টানলেন বিশ্ব ফুটবলের চতুর্থ সর্বাধিক গোলদাতা ৷

আরও পড়ুন:

  1. কলকাতায় কুয়েত ম্যাচই শেষ, অবসর ঘোষণা সুনীল ছেত্রীর
  2. ‘ক্যাপ্টেনস নক’, 150তম আন্তর্জাতিকে গোল করে ইতিহাসে সুনীল
  3. 38 পূর্ণ বাংলার জামাইয়ের! জন্মদিনে এক ঝলকে ভারতীয় ফুটবলের 'আইকন' সুনীল ছেত্রীর রেকর্ড
Last Updated : May 16, 2024, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.