ETV Bharat / sports

ম্যাচ গড়াপেটায় চিন থেকে সক্রিয় স্যাম, সতর্ক করে আইএফএকে চিঠি ফেডারেশনের - Match Fixing in Kolkata Football

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 6:38 PM IST

Updated : Apr 5, 2024, 8:00 PM IST

Match Fixing in Kolkata Football: কলকাতা ফুটবলে ম্যাচ গড়াপেটার খবর সামনে এসেছিল ৷ যে ঘটনায় কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশনের দুই ক্লাবকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ এবার এআইএফএফ রাজ্য ফুটবল নিয়ামক সংস্থাকে ম্যাচ ফিক্সিংয়ে বিদেশি যোগের খবর দিয়ে সতর্ক করল ৷

ETV BHARAT
ETV BHARAT

আইএফএকে চিঠি ফেডারেশনের

কলকাতা, 5 এপ্রিল: ভারতীয় ফুটবলে সক্রিয় চিনের বেটিং চক্র ৷ সেই জুয়াড়িদের নজরে কলকাতা ময়দানের ফুটবল ৷ এমনটাই জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৷ এনিয়ে সতর্ক করে ফেডারেশন একটি চিঠি পাঠিয়েছে রাজ্য ফুটবল সংস্থা আইএফএকে ৷ বৃহস্পতিবার এআইএফএফের ইন্টিগ্রিটি ইউনিট থেকে আইএফএকে একটি চিঠি পাঠানো হয়েছে এ সংক্রান্ত ৷

কী আছে ওই চিঠিতে ? তাতে বলা হয়, স্যাম নামে এক জুয়াড়ি চিন থেকে ভারতের বিভিন্ন ক্লাবকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব করে ই-মেল পাঠাচ্ছে ৷ আগ্রহী ক্লাবগুলি যাতে যোগাযোগ করতে পারে, সেই জন্য একটি ফোন নম্বরও ই-মেলে দেওয়া হচ্ছে ৷ আইএফএর স্বীকৃতিপ্রাপ্ত কিছু ক্লাবের কাছেও এই ধরনের ই-মেল যেতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে এআইএফএফের চিঠিতে ৷ এমন সন্দেহজনক মেইলের কথা আইএফএ জানা মাত্রই যাতে পদক্ষেপ করে, সেই ভাবে সতর্কও করে দেওয়া হয়েছে ৷ বিষয়টি তদন্তের জন্য এএফসির ইন্টিগ্রিটি ইউনিটকেও জানানো হয়েছে এআইএফএফের তরফে ৷

ভারতীয় ফুটবলে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে বিদেশ থেকে চিঠি ! এর আগে কোনও দিন শোনা যায়নি ৷ ফলে নড়েচড়ে বসেছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা ৷ প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লির ফুটবলে ম্যাচ ফিক্সিং হচ্ছে বলে খবর ৷ আইএফএ ম্যাচ গড়াপেটার অভিযোগে ইতিমধ্যে উয়াড়ি এবং টালিগঞ্জ অগ্রগামীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ৷ কলকাতা পুলিশ সেই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ৷

এরই মধ্যে ম্যাচ ফিক্সিংয়ের ই-মেল ও তাকে ঘিরে এই সতর্কীকরণ চিঠি, যা ভারতীয় ফুটবলে অভাবনীয় ৷ আইএফএ সচিব ইতিমধ্যে তাদের নথিভুক্ত ক্লাবগুলিকে সতর্ক করেছেন ৷ এই ব্যাপারে সকলেরই সতর্কতা এবং একযোগে প্রতিরোধ প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ম্যাচ গড়াপেটায় উয়াড়ি, টালিগঞ্জ অগ্রগামীকে সাসপেন্ড করল আইএফএ; তদন্তে পুলিশ
  2. বামপন্থায় বিশ্বাস সাদিকুর, পেত্রাতোসের পেন্সিল স্কেচে রাঙিয়ে দেয় সন্তানরা
  3. শ্রীনিধির ড্র, আই লিগ খেতাবের খুবই কাছে মহমেডান স্পোর্টিং
Last Updated :Apr 5, 2024, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.