ETV Bharat / sports

চিপকে টস হারলেন শ্রেয়স, মেগা ম্যাচে কেকেআর’কে বল করতে পাঠাল হায়দরাবাদ - IPL 2024 Final

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 7:02 PM IST

Updated : May 26, 2024, 7:13 PM IST

SRH vs KKR in IPL 2024: রবি-সন্ধ্যায় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷

Etv Bharat
কেকেআর-এসআরএইচ ফাইনালে (ইটিভি ভারত)

চেন্নাই, 26 মে: আইপিএল ফাইনালের মেগা দ্বৈরথ ৷ একদিকে অপরাজেয় কলকাতা নাইট রাইডার্স ৷ আর তার বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ ৷ চিপকের মহারণে টস হারলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ টস জিতে কেকেআর’কে বল করতে পাঠালেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স ৷

কলকাতা নাইট রাইডার্সের একাদশ: রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, বৈভব অরোরা, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

  • ইমপ্যাক্ট প্লেয়ার: অনুকুল রায়, মণীশ পাণ্ডে, নীতিশ রানা, কেএস ভরত, সেরফেন রাদারফোর্ড

আরও পড়ুন:

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন

  • ইমপ্যাক্ট প্লেয়ার: আব্দুল সামাদ, মায়াঙ্ক মারকান্ডে, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক

আরও পড়ুন:

এখনও পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে 27 বার ৷ তার মধ্যে 17 বার ম্যাচ নিজেদের পকেটে পুরেছে কেকেআর ৷ অন্যদিকে, 9টি ম্যাচে কলকাতাকে হারিয়েছে নিজামের শহরের দল ৷ প্লে-অফে এই দুই দল 4 বার সামনাসামনি হয়েছে ৷ 2 বার ম্যাচ নিজেদের দখলে রেখেছে পার্পল ব্রিগেড ৷ 2 বার জয়ী হয়েছে অরেঞ্জ ব্রিগেড ৷ চলতি আইপিএলে লিগ পর্ব ও প্রথম কোয়ালিফায়ার, দু’বার মুখোমুখি হয়েছিল দুই দল ৷ দু’টি ম্যাচেই শেষ হাসি হেসেছে কেকেআর ৷

2012, 2014 সালে আইপিএলজয়ী কেকেআরের সামনে তৃতীয়বার ফ্র্যাঞ্চাইজি লিগে সেরা হওয়ার সুযোগ ৷ 2009 সালে ডেকান চার্জার্সের হাত ধরে ট্রফি গিয়েছিল হায়দরাবাদে ৷ ফের নিজামের শহরে ট্রফি নিয়ে যেতে মুখিয়ে থাকবে সানরাইজার্সও ৷

আরও পড়ুন:

Last Updated : May 26, 2024, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.