ETV Bharat / bharat

অরেঞ্জ-পার্পল রঙের ছটা, সঙ্গে উইকেট-ব্যাট-বল; আইপিএল মহারণে বদলাল গুগল ডুডল - IPL 2024 in Google Doodle

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 12:17 PM IST

Google Doodle Sign Change on IPL 2024 Final: দু'মাসেরও বেশি সময় ধরে চলা গ্রুপ পর্ব, প্লে-অফের পর রবিবার চলতি কোটিপতি লিগের ফাইনাল ৷ মেরিনা বিচের তীরে আজ মহারণে মুখোমুখি সিটি অফ জয় ও নিজামের শহরের দল ৷ আইপিএলে মেগা-শো'য়ের জন্য আজ সকালেই নিজের রঙ পরিবর্তন করল গুগল-ডুডল ৷ দুই দলের জার্সির রংয়ের ছটার মাঝে উইকেট, ব্যাট ও বল ৷ শুধু আজ নয়, যেকোনও বিশেষ দিনে গুগল ডুডল পরিবর্তন হয় ৷

Google Doodle Sign Change on IPL 2024 Final
আইপিএল মহারণে বদলাল গুগল ডুডল (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 26 মে: আইপিএল মহারণ আজ ৷ অথচ গুগলের কোনও বিশেষ ডুডল থাকবে না ? তা আবার হয় নাকি ৷ বিশেষ কোনওদিন মানেই বিশেষ ডুডল আনবে গুগল। এমনটা প্রায়শই দেখা গিয়েছে ৷ আজ, আইপিএলের মেগা-শো'য়ের কারণে সুন্দরভাবে সেজেছে নতুন ডুডল। আজ সারাদিন গুগলের হোমপেজে জ্বলজ্বল করবে এই নয়া ডুডল।

চেন্নাই আজ কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল দ্বৈরথ ৷ সন্ধে সাড়ে সাতটায় মেরিনা বিচের তীরে চিপকে বসেছে পার্পল ও অরেঞ্জ ব্রিগেডের আসর ৷ গুগলে কিছু জানতে গেলে তার সার্চ বক্সের মাথায় যে নক্সা করা ছবিটি থাকে তাকেই ডুডল বলা হয়। আজ সেখানে দেখা যাচ্ছে, দুই দলের জার্সির রংয়ের ছটা ৷ ক্রিজের মাঝে রয়েছে উইকেট, ব্যাট ও বল ৷ প্রতিটি ডুডল কিছু না কিছুর প্রতীক। ডুডলের ছবিতে ক্লিক করলেই সেই ছবি সম্পর্কে বিশদে জানতে খুলে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ওয়েবসাইট খুলে যাচ্ছে ৷

আরও পড়ুন:

দিন দুয়েক আগে লোক সঙ্গীতের সঙ্গে জড়িয়ে থাকা জার্মান যন্ত্র অ্যাকোর্ডিয়ানকে নিয়ে গুগল-ডুডলে ছবি পরিবর্তন করা হয়েছিল ৷ পাশাপাশি দেশজুড়ে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে গুগলও ৷ দেশের 18তম লোকসভা নির্বাচনের শুরুর দিন অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ দফা পর্যন্ত নতুন-ডুডল প্রকাশ করা হয়েছে ৷ আঙুলে কালি দেওয়া ভোটের চিহ্নেই সেজে ওঠে গুগল ডুডল।

আরও পড়ুন:

উল্লেখ্য, আজ কেকেআর জিতলেই বাজিমাত ৷ তিন বছর পর ফাইনালে উঠে তিনবার আইপিএল ট্রফিতে নাম লেখাবে কেকেআর ৷ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস আইপিএল ট্রফি জিতেছে পাঁচবার ৷ নাইট শিবির হায়দরাবাদের 'সূর্য ডোবাতে' পারে তাহলে ট্রফি জেতার তালিকায় দু'নম্বরে পৌঁছবে ৷ এর আগে 2012 ও 2014 সালে প্রতিপক্ষ দলকে পিছনে ফেলে কেকেআর চ্য়াম্পিয়ন হয়েছে ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.