Papua New Guinea landslide: ভূমিধসে বিধ্বস্ত পাপুয়া নিউ গিনি, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ গত বৃহস্পতিবার প্রথম ভূমিধস হয় ওশিয়ানিয়ার দ্বীপরাষ্ট্রে, রবিবারও চলছে তার প্রভাব ৷ ভূমিধসে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 670 ছাড়িয়েছে, জানিয়েছে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা ৷ যদিও এখনও পর্যন্ত মাত্র কয়েকটি দেহ উদ্ধার করা গিয়েছে ৷ আম্বালি ও এনগা প্রদেশেই প্রায় 150 বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে ৷ উদ্ধারকারীরা জানাচ্ছেন, বেশিরভাগ দেহই এখনও মাটির তলায় চাপা রয়েছে ৷
সংবাদসংস্থা সূত্রের খবর, ভূমিধসে বেশিরভাগ সড়কপথই বন্ধ হয়ে গিয়েছে ৷ ফলে উদ্ধারকারীদের সেখানে পৌঁছতে বেগ পেতে হচ্ছে ৷ সড়কপথ বন্ধ থাকায় হেলিকপ্টারে করে সেখানে পৌঁছতে হচ্ছে ৷