ETV Bharat / politics

'2 হাজার টাকার বিনিময়ে অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা', দাবি অভিষেকের - Abhishek Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 6:39 PM IST

Updated : May 4, 2024, 10:22 PM IST

Abhishek Banerjee: সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিয়োকে ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ তার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন টাকার বিনিময়ে অভিযোগ দায়ের করেছেন সেখানকার মহিলারা ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

কলকাতা, 4 মে: সন্দেশখালিতে 2 হাজার টাকার বিনিময়ে অভিযোগ দায়ের করেছেন মহিলারা ৷ ভাইরাল হওয়া স্টিং অপারেশনের ভিডিয়ো দেখিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে এমনই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, তাঁর আরও অভিযোগ, বসিরহাটে বিজেপির প্রার্থী রেখা পাত্রও টাকার বিনিময়ে অভিযোগ দায়ের করেছেন ৷

সন্দেশখালির ভাইরাল হওয়া ভিডিয়োকে ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ নির্বাচনী জনসভা থেকে এই বিষয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইভাবে শনিবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন তিনি বলেন, "2021 সালে বিধানসভা নির্বাচনে হার বিজেপির হজম হচ্ছে না ৷ অপ্রিয় সত্য আপনাদের হজম করতে হবে ৷ যাঁদের দিয়ে অভিযোগ করিয়েছেন তাঁদের 2-3 হাজার টাকা করে দিয়েছেন ৷ মা-বোনদের সম্মান আপনারা দিল্লিতে 2 হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন ৷"

এরপরই বসিরহাটের বিজেপি প্রার্থীকে টানলেন অভিষেক ৷ তিনি বলেন, "রেখা পাত্রও টাকা নিয়ে অভিযোগ করেছেন ৷ আরও অনেকেই টাকা নিয়ে অভিযোগ করেছেন ৷ বিচারপতিরা কী বলবেন এখন ? বিজেপি নেতারা 48 ঘণ্টার মধ্যে ক্ষমা চান ৷" এরই সঙ্গে, এদিন অভিষেক বলেন, "বাংলায় এত নিচু রাজনীতি হতে পারে তা ভাবাই যায় না ৷ সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত হয়েছে ৷ বাংলাকে কলুষিত করেছে বিজেপি ৷ বাংলাকে ছোট করার ঘৃণ্য চক্রান্ত বিজেপি এর আগেও করেছে ৷ বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে বিজেপি ৷ বাংলার মানুষকে ছোট করা হয়েছে ৷"

একই সঙ্গে তিনি আরও বলেন, "সন্দেশকালিতে কোনও ধর্ষণ হয়নি ৷ না জেনে পড়ে অভিযোগপত্রে সই করে দিয়েছেন বিজেপির এক নেত্রী ৷ এই জন্যই বিজেপিকে বাংলা বিরোধী বলা হয় ৷ ভিডিয়োয় বলতে শোনা যাচ্ছে কোনও ধর্ষণ হয়নি ৷ বিজেপির মণ্ডল সভাপতিকে শুভেন্দু অধিকারীর নাম বলতে শোনা যাচ্ছে ৷ পুরোটাই পরিকল্পিত ৷ শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, 355 ধারার জন্য কীভাবে আবহ তৈরি করা যায় তা তিনি জানেন ৷ তার সবটা করা হবে ৷"

আরও পড়ুন

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো মিথ্যা, দাবি শুভেন্দুর; সিবিআইকে চিঠি গঙ্গাধরের

'রাজ্যকে ধ্বংস করার সুযোগ দেবেন না', ভোট নিয়ে প্রকাশ্যে বুদ্ধর এআই বার্তা

Last Updated : May 4, 2024, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.