ETV Bharat / politics

বিজেপি প্রার্থী 'ড্রাগ ডিলার' ! তৃণমূলের অভিযোগ ঘিরে সরগরম বারাসত, পালটা জবাব স্বপনের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 8:26 PM IST

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: বারাসতে বিজেপি প্রার্থী করেছে স্বপন মজুমদারকে ৷ তিনি বনগাঁ দক্ষিণের বিধায়ক ৷ তাঁর বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতার হওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছে তৃণমূল ৷ গ্রেফতারির বিষয়টি মানলেও স্বপনের দাবি, নির্দোষ প্রমাণিত হওয়ার পরই তিনি বিধানসভার ভোটে লড়েছিলেন ৷

বিজেপি প্রার্থী 'ড্রাগ ডিলার' ! তৃণমূলের অভিযোগ ঘিরে সরগরম বারাসত, পালটা জবাব স্বপনের

বারাসত, 27 মার্চ: ঘরে-বাইরে ক্রমশ চাপ বাড়ছে বারাসতের বিতর্কিত বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে ঘিরে ! রাজ‍্যের শাসক দল আগেই তাঁর প্রার্থী পদ নিয়ে প্রশ্ন তুলে সুর সপ্তমে তুলেছিল । এবার নিজের ঘরের ভিতর থেকেই বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে উঠল আওয়াজ । সোশাল মিডিয়া থেকে জেলা পার্টি অফিস, সর্বত্র তাঁর কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে ।

পড়েছে প্রার্থীর নামে পোস্টারও । বিভিন্ন সংবাদপত্রের কাটিং তুলে ধরে স্বপন মজুমদারকে একজন 'ড্রাগ ডিলার' হিসেবে অ্যাখা দিতেও পিছপা হননি ক্ষুদ্ধ বিজেপি কর্মীদের একাংশ । ফলে, তাঁকে ঘিরে ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে এখন থেকেই । যদিও তাতে কোনও তাপ-উত্তাপ নেই বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের । বিষয়টিতে গুরুত্ব দেওয়ার বদলে এর পিছনে শাসক দলের চক্রান্ত রয়েছে বলেই দাবি করেছেন তিনি ।

দীর্ঘ টানাপোড়েনের পর বাংলায় দ্বিতীয় দফায় 19 জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির । তাতে বারাসত কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার । প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই তুঙ্গে উঠেছে বিতর্ক । সেই বিতর্কে ঘৃতাহুতি দিয়েছেন রাজ‍্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা । সাত বছর আগের পুরনো একটি মামলা খুঁচিয়ে তুলেছেন তাঁরা ।

Lok Sabha Election 2024
বিধানসভা ভোটের সময় দেওয়া স্বপন মজুমদারের হলফনামা৷

বিজেপি বিধায়কের প্রার্থী পদ নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ইন্টারন‍্যাশানাল 'ড্রাগ ডিলার'-এর সঙ্গে তুলনা করেছেন কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীর মতো শাসক নেতারা । এখানেই থেমে থাকেননি তাঁরা । পুরনো সেই মাদক মামলায় গুয়াহাটি-কামরূপ রেল পুলিশের হাতে গ্রেফতার হওয়া স্বপন মজুমদারকে অসমের একটি নিম্ন আদালত যে দশ বছরের সাজা দিয়েছিল, তার পেপার কাটিংও তুলে ধরে ব‍্যাখা চাওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে ।

কিন্তু, স্বপন মজুমদারের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ ? কী কারণে তাঁর প্রার্থী পদ নিয়ে এত চর্চা শুরু হয়েছে রাজ‍্য রাজনীতিতে ? তৃণমূলের তোলা অভিযোগ থেকে জানা গিয়েছে, তিনি নাকি মায়ানমার থেকে মাদক এনে অসম, নাগাল্যান্ড, মণিপুর-সহ সারা দেশে সেই পাচার করতেন । এই অভিযোগে 2017 সালের মার্চ মাসে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ । গুয়াহাটি-কামরূপ জিআরপি মাদক আইনের 21/সি ধারায় এফআইআর দায়ের করে । মামলা নম্বর 105/2017 ।

দায়রা আদালতে দোষী সাব‍্যস্ত হওয়ার পর তাঁর দশ বছরের কারাদণ্ড হয় । সেই সময় প্রকাশিত সংবাদে স্বপন যে বিজেপি নেতা তাও উল্লেখ করা হয়েছিল । তারপরও 2021 সালের বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করে বিজেপি । মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজের শাস্তির কথাও উল্লেখ করেন স্বপন মজুমদার । আর এতেই গেরুয়া শিবিরকে চাপে রাখতে মরিয়া শাসক দল । বিরোধী সিপিএমও স্বপনের প্রার্থী পদ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি । ফলে তাঁর প্রার্থী পদ ঘিরে গেরুয়া শিবিরের উপর চাপ যে ক্রমশ বাড়ছে, তা বলাই বাহুল্য ।

এসব অভিযোগ অবশ্য গুরুত্ব দিচ্ছেন না বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার । উল্টে এসবের পিছনে তৃণমূলের চক্রান্ত ছিল বলে দাবি করেছেন তিনি । তাঁর কথায়, "এই সমস্ত অপপ্রচার করে কোনও লাভ হবে না শাসক দলের । আমি আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ার পরই বিধানসভা ভোটে লড়াই করেছি । মানুষ আমাকে সমর্থন করেছে বলেই বিধায়ক হতে পেরেছি । বারাসত কেন্দ্রে এবার পদ্মফুল ফুটবে। সেই কারণেই এই ধরনের প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে শাসক শিবির । ওদের বলব মিথ্যা অভিযোগ তুলে আমাকে কালিমালিপ্ত করা যাবে না ।"

কিন্তু, প্রশ্ন হল অসম পুলিশের মাদক মামলায় তৃণমূলের চক্রান্ত থাকতে পারে কিভাবে ? তার ব‍্যাখা অবশ‍্য মেলেনি বিজেপি প্রার্থীর কাছ থেকে ।

এদিকে, বারাসত কেন্দ্রের ভোট প্রচারে বিজেপি প্রার্থীর মাদক মামলায় জড়িত থাকার অভিযোগের বিষয়টি যে হাতিয়ার হতে চলেছে শাসক শিবিরের, তার আভাস মিলেছে তৃণমূল নেতা অরুণ ভৌমিকের কথাতেই । তিনি বলেন, "কাকলি ঘোষ দস্তিদারের উন্নয়নের প্রচার তো থাকবেই । সেই সঙ্গে বিজেপি প্রার্থীর অপকর্মের বিষয়টিও তাঁরা মানুষের কাছে তুলে ধরবেন । প্রার্থী না পেয়ে মাদক মামলায় শাস্তি পাওয়া এক অভিযুক্তকে প্রার্থী করছে ভারতীয় জনতা পার্টি । এটাই তো বিজেপির সংস্কৃতি ।"

অন‍্যদিকে, বারাসত লোকসভার বাসিন্দাদের একাংশও কিন্তু বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না । দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী রাজনীতিতে অত‍্যন্ত প্রয়োজন বলে মনে করছেন তাঁরা । সবমিলিয়ে, ঘরে-বাইরে চাপ কাটিয়ে শেষ পর্যন্ত তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কি সমানে সমানে টক্কর দিতে পারবেন বিজেপি প্রার্থী ? উত্তর দেবে সময়ই !

আরও পড়ুন:

  1. তৃণমূল-বিজেপির দেওয়াল লিখনে ‘উপস্থিত অনুব্রত’, বীরভূমের ভোটে তিহারে বন্দি কেষ্টই কি এক্স-ফ্যাক্টর?
  2. রাস্তা-জল-আলো সবই আছে বারাসতে! কী বলছে কাকলি ঘোষ দস্তিদারের রিপোর্ট ?
  3. ‘ছন্নছাড়া’ বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের ‘উন্নয়নে’ ভর করে বারাসতে ফের জিততে আত্মবিশ্বাসী কাকলি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.