ETV Bharat / international

জ্ঞান ফিরল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর, হামলার নিন্দা করে পাশে থাকার বার্তা মোদির - Slovakia Prime Minister Shot

author img

By PTI

Published : May 16, 2024, 9:54 AM IST

Updated : May 16, 2024, 10:24 AM IST

Slovak Prime Minister Shot: বুধবার গুলিবিদ্ধ হন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ৷ কয়েকঘণ্টার অস্ত্রোপচারের পর তাঁর জ্ঞান ফিরলেও তিনি বিপন্মুক্ত কি না এখনও বলা যাচ্ছে না ৷ বৃহস্পতিবার সকালে ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷

Slovakia's Prime Minister Shot
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো (ফাইল)

প্রাগ, 15 মে: গুলিবিদ্ধ স্লোভাকিয়ার পপুলিস্ট প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ৷ বুধবার একাধিকবার তাঁকে গুলি করা হয় বলে খবর ৷ গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি ৷ হত্যার উদ্দেশেই তাঁকে গুলি করা হয়েছে বলেই মনে করছে সে দেশের সরকার ৷ 59 বছর বয়সী রুশপন্থী নেতার পেটে একাধিক গুলি লাগে ৷ কয়েকঘণ্টার অস্ত্রোপচারের পর আপাতত ফিকোর জ্ঞান ফিরেছে বলে খবর ৷ তবে অস্ত্রোপচারের আগে পর্যন্ত অতি সঙ্কটজনক ছিলেন তিনি ৷ তবে ফিকো বিপন্মুক্ত কি না, তা এখনই বলা যাচ্ছে না ৷ বৃহস্পতিবার সকালে ঘটনার নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বুধবার রাজধানী থেকে প্রায় 140 কিলোমিটার উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরের একটি সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে পরপর চারটি গুলি চালানো হয় ফিকোকে লক্ষ্য করে ৷ সেখানে ফিকো দলীয় সমর্থকদের সঙ্গে বৈঠক সেরে বেরোচ্ছিলেন বলে সরকারের তরফে জানানো হয়েছে ৷ প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট কালিনাক, বুধবার সন্ধ্যায় হাসপাতালের বাইরে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানান ৷

তিনি জানান, প্রধানমন্ত্রী ফিকোর একটি অস্ত্রোপচার এখনও সম্পূর্ণ হয়নি ৷ তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ অন্যদিকে, স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার পিছনে একটি স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল। প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাকও রাজনৈতিক উদ্দেশে এই গুলি চালানো হয়েছে বলেই মনে করছেন। তিনি বলেন, "এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল ৷"

বৃহস্পতিবার সকালে ঘটনায় তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপর গুলি চালানোর খবরে গভীরভাবে মর্মাহত। আমি এই কাপুরুষোচিত এবং জঘন্য কাজের তীব্র নিন্দা করছি ৷ প্রধানমন্ত্রী ফিকোর দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত স্লোভাকির জনগণের পাশেই রয়েছে।" (এপি)

আরও পড়ুন:

  1. পশ্চিম এশিয়ায় কূটনৈতিক কৌশল বাইডেন প্রশাসনের, কী কী বদলাবে ?
  2. হোয়াইট হাউসে বাজল 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...'
Last Updated : May 16, 2024, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.