ETV Bharat / politics

সিএএ-র অধীনে তৃণমূল সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে শান্তনু - Lok Sabha Election 2024

Santanu Thakur: উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা আসনে এবারও বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷ নির্বাচনী প্রচারে গিয়ে তিনি সিএএ-র অধীনে তৃণমূল সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ৷ এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 7:45 PM IST

Santanu Thakur
Santanu Thakur
সিএএ-র অধীনে তৃণমূল সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে শান্তনু

গাইঘাটা, 4 এপ্রিল: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে বিতর্কিত মন্তব্য় করার অভিযোগ উঠেছে বনগাঁর সাংসদ তথা এবার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ৷ গত মঙ্গলবার গাইঘাটায় নির্বাচনী প্রচারের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই তাঁকে বলতে দেখা গিয়েছে, ‘‘একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না । মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাঁদের বাঁচান ।’’ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

2019 সালে শান্তনু ঠাকুর প্রথমবার বনগাঁ লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন ৷ সেবার নির্বাচনী প্রচারে তাঁর অন্যতম বড় হাতিয়ার ছিল বাংলাদেশী উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি ৷ ভোটে জিতে তিনি বনগাঁর সাংসদ ৷ পরে কেন্দ্রীয় সরকারে মন্ত্রীও হন ৷ ইতিমধ্যে কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার সিএএ তৈরি করে ৷ সম্প্রতি সেই আইন লাগু করা হয়েছে৷ ওই আইনের বলে প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা, যাঁরা 2014 সালের 31 ডিসেম্বরের আগে এসেছেন ভারতে, তাঁরা নাগরিকত্ব পাবেন ৷

Santanu Thakur
বনগাঁয় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর৷

এই বিষয়টিকে হাতিয়ার করে বিজেপি প্রচারে নেমেছে ৷ শান্তনু ঠাকুরও এই নিয়ে প্রচার করছে ৷ সেই প্রসঙ্গ তুলতে গিয়েই তিনি গাইঘাটায় বিতর্কিত কথা বলেন বলে অভিযোগ ৷ যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে শান্তনু বলছেন, "তৃণমূলের কোনও কথা শুনতে হবে না । আপনারা সেল্ফ ডিক্লারেশন দেবেন । আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন । কী করতে হবে বলে দেব । প্রয়োজনে বাড়ি বাড়ি লোক গিয়ে কি করতে হবে বলে দেবে ।"

সঙ্গে তিনি আরও বলেন, ‘‘একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না । তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব । মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় ।’’ এক জন কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এমন মন্তব্য নিয়ে বিতর্ক তৈরির হয়েছে । প্রশ্ন উঠছে, সরকার যদি আইন অনুযায়ী নাগরিকত্ব দেয়, তাহলে কি কোনও রাজনৈতিক দল দেখে নাগরিকত্ব দেওয়া যায় ?

Santanu Thakur
বনগাঁয় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর৷

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে ওই বক্তব্য নিয়ে সাফাই দিয়েছেন শান্তনু ৷ তিনি বলেন, ‘‘ওরা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে । ওরা বলে দিয়েছে, নাগরিকত্বের দরকার নেই । কেন তাদের নাগরিকত্ব দিতে হবে ? ওদের ভোটার কার্ডই যেন নাগরিকত্বের প্রমাণ হয় ।’’

আরও পড়ুন:

  1. ভোটের আগেই লাগু সিএএ, বঙ্গে গেরুয়া ঝড় তুলতে পারবে বিজেপি !
  2. পুরোহিত সার্টিফিকেট দিলেই নাগরিকত্ব পাবেন শরণার্থীরা, মন্তব্য শুভেন্দুর
  3. 'ভয়ে নার্ভ কাঁপছে তাই পড়ে গিয়ে কারও কপাল ফাটছে', সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শান্তনুর

সিএএ-র অধীনে তৃণমূল সমর্থকদের নাগরিকত্ব না দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে শান্তনু

গাইঘাটা, 4 এপ্রিল: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে বিতর্কিত মন্তব্য় করার অভিযোগ উঠেছে বনগাঁর সাংসদ তথা এবার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ৷ গত মঙ্গলবার গাইঘাটায় নির্বাচনী প্রচারের ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই তাঁকে বলতে দেখা গিয়েছে, ‘‘একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না । মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাঁদের বাঁচান ।’’ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

2019 সালে শান্তনু ঠাকুর প্রথমবার বনগাঁ লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন ৷ সেবার নির্বাচনী প্রচারে তাঁর অন্যতম বড় হাতিয়ার ছিল বাংলাদেশী উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি ৷ ভোটে জিতে তিনি বনগাঁর সাংসদ ৷ পরে কেন্দ্রীয় সরকারে মন্ত্রীও হন ৷ ইতিমধ্যে কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার সিএএ তৈরি করে ৷ সম্প্রতি সেই আইন লাগু করা হয়েছে৷ ওই আইনের বলে প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা, যাঁরা 2014 সালের 31 ডিসেম্বরের আগে এসেছেন ভারতে, তাঁরা নাগরিকত্ব পাবেন ৷

Santanu Thakur
বনগাঁয় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর৷

এই বিষয়টিকে হাতিয়ার করে বিজেপি প্রচারে নেমেছে ৷ শান্তনু ঠাকুরও এই নিয়ে প্রচার করছে ৷ সেই প্রসঙ্গ তুলতে গিয়েই তিনি গাইঘাটায় বিতর্কিত কথা বলেন বলে অভিযোগ ৷ যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে শান্তনু বলছেন, "তৃণমূলের কোনও কথা শুনতে হবে না । আপনারা সেল্ফ ডিক্লারেশন দেবেন । আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আমাদের সঙ্গে দেখা করবেন । কী করতে হবে বলে দেব । প্রয়োজনে বাড়ি বাড়ি লোক গিয়ে কি করতে হবে বলে দেবে ।"

সঙ্গে তিনি আরও বলেন, ‘‘একটা তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না । তারপর ওদের খ্যামটা নাচ কাকে বলে দেখাব । মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় ।’’ এক জন কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এমন মন্তব্য নিয়ে বিতর্ক তৈরির হয়েছে । প্রশ্ন উঠছে, সরকার যদি আইন অনুযায়ী নাগরিকত্ব দেয়, তাহলে কি কোনও রাজনৈতিক দল দেখে নাগরিকত্ব দেওয়া যায় ?

Santanu Thakur
বনগাঁয় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর৷

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে ওই বক্তব্য নিয়ে সাফাই দিয়েছেন শান্তনু ৷ তিনি বলেন, ‘‘ওরা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে । ওরা বলে দিয়েছে, নাগরিকত্বের দরকার নেই । কেন তাদের নাগরিকত্ব দিতে হবে ? ওদের ভোটার কার্ডই যেন নাগরিকত্বের প্রমাণ হয় ।’’

আরও পড়ুন:

  1. ভোটের আগেই লাগু সিএএ, বঙ্গে গেরুয়া ঝড় তুলতে পারবে বিজেপি !
  2. পুরোহিত সার্টিফিকেট দিলেই নাগরিকত্ব পাবেন শরণার্থীরা, মন্তব্য শুভেন্দুর
  3. 'ভয়ে নার্ভ কাঁপছে তাই পড়ে গিয়ে কারও কপাল ফাটছে', সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শান্তনুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.