ETV Bharat / politics

বিজেপি প্রার্থী যেদিন মনোনয়নে, সেদিন শুরু কংগ্রেসের প্রচার, পুরনো গড়ে হাতের অবস্থান নিয়ে হতাশা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 4:52 PM IST

Congress: মালদা উত্তরে শুক্রবার মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷ অথচ এ দিনই এই কেন্দ্রে প্রচার শুরু করল কংগ্রেস ৷ যে এলাকা একসময় কংগ্রেসের গড় ছিল ৷ সেখানে দলের বর্তমান পরিস্থিতিতে হতাশ কংগ্রেসের কর্মীরা ৷

Congress
Congress

বিজেপি প্রার্থী যেদিন মনোনয়নে, সেদিন শুরু কংগ্রেসের প্রচার, পুরনো গড়ে হাতের অবস্থান নিয়ে হতাশা

মালদা, 12 এপ্রিল: একসময় এই জমি তাদের গড় ছিল ৷ যেকোনও ভোটের বাতাস উঠলেই এই জমিতে হাত নড়ে উঠত ৷ কিন্তু দিনবদলের গানে বদলে গিয়েছে জমির চরিত্রও ৷ পুরনো ‘চাষি’দের অনেকেই আজ অন্য শিবির বেছে নিয়েছেন ৷ তাই পুরাতন মালদার হাতের জমিতেও এখন দোলা খাচ্ছে ঘাসফুল ৷ পরিস্থিতি এমনই যে যেদিন বিজেপি প্রার্থী ঢাক-ঢোল নিয়ে হাজারো কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে গা ভাসাতে ভাসাতে মনোনয়ন করতে যাচ্ছেন, সেদিন পুরাতন মালদায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন চলছে ৷ সেদিন থেকে শুরু হচ্ছে প্রচারও ৷ যদিও দলীয় নেতৃত্বের দাবি, এসব বাহ্যিক ৷ আসল প্রচার প্রার্থী ঘোষণার পরেই শুরু হয়ে গিয়েছে ৷

শুক্রবার থেকে তৃতীয় দফা নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হল ৷ প্রথম দিনই উত্তর মালদা কেন্দ্রের পদ্ম-প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু মনোনয়ন জমা করেছেন ৷ ঠিক সেদিন পুরাতন মালদা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রচার করতে দেখা গিয়েছে বাম-কংগ্রেসকে ৷ নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার ওরফে অর্জুন ৷ তিনি এলাকার প্রাক্তন বিধায়কও বটে ৷ সঙ্গে ছিলেন স্থানীয় বাম-কংগ্রেসের নেতা-কর্মীরা ৷

অর্জুন বলেন, “আজ আমরা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলাম ৷ তখনই চোখে পড়ে, এই কেন্দ্রে আমাদের প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখন চলছে ৷ আমরাও দেওয়াল লিখনে হাত লাগাই ৷ অনেকেই বলছে, আমরা নাকি প্রচারে পিছিয়ে রয়েছি ৷ কিন্তু আমাদের প্রচারের ধরনটা অন্যরকম৷ আমরা প্রথমে একেবারে নিচুস্তরে প্রচার করেছি ৷ তৃণমূলস্তরের কর্মীরা মানুষের ঘরে ঘরে প্রচার করেছেন ৷ 21 মার্চ প্রার্থী ঘোষণার পরই সেই প্রচার শুরু হয়ে গিয়েছে ৷ গ্রাউন্ড লেভেলে কর্মী বৈঠকও চলছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমরা আগেই বলেছিলাম, ইদ শেষে যখন আমরা সর্বস্তরের মানুষকে পাব, তখন মিটিং-মিছিল বা পদযাত্রা করা হবে ৷ তবে এটা ঠিক, অন্য দলের সঙ্গে আমরা প্রচারে পাল্লা দিতে পারব না ৷ তাদের হাতে অঢেল টাকা ৷ আমরা বাম ও কংগ্রেসের কর্মীরা সবাই কিছু কিছু সহযোগিতা করে আমাদের প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছি ৷ তাই দেওয়াল লিখনে অন্য দলগুলির থেকে আমরা যে খানিকটা পিছিয়ে রয়েছি, সেটা ঠিক ৷ তাছাড়া ভোট মানুষ দেবে ৷ তাঁরাই গণদেবতা ৷ প্রত্যেক প্রার্থীই ভোটে জেতার জন্য ময়দানে নামেন ৷ তবে শেষ কথা জনতা জনার্দনই বলবে ৷ আমাদের বিশ্বাস, এবার মানুষ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে দু’হাত তুলে সমর্থন করবে ৷”

অর্জুন যাই বলুন না কেন, প্রিয় দলের এই অবস্থা মেনে নিতে পারছেন না এই কেন্দ্রের অনেক পুরনো কংগ্রেস কর্মী-সমর্থকই৷ প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও তাঁরা জানাচ্ছেন, বামেদের সঙ্গে জোট করেই দল আজ এই জায়গায় এসে পৌঁছেছে ৷ কংগ্রেস একা নির্বাচনে লড়লে এই ছবিটা অনেক পালটে যেতে পারত ৷

আরও পড়ুন:

  1. ঘাটালের ভুল শুধরে কাঁথিতে প্রার্থী দিচ্ছে কংগ্রেস
  2. অপসারিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর, গেরুয়া যোগের কথা স্বীকার বাম-বিজেপির
  3. বিজেপির বিরুদ্ধে 'কাকে' ভোট দেবেন ? স্পষ্ট করতে পারল না লিবারেশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.