ETV Bharat / politics

অপসারিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর, গেরুয়া যোগের কথা স্বীকার বাম-বিজেপির - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 10:50 PM IST

Barasat Lok Sabha Constituency
Etv Bharat

Barasat Lok Sabha Constituency: ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর বিজেপি যোগ স্পষ্ট হতেই তাঁকে সরিয়ে বারাসতে নতুন প্রার্থী ঘোষণা করেছে বামেরা ৷ এই নিয়ে কী বলছে বাম-বিজেপি ও তৃণমূল ? কী প্রতিক্রিয়া দিলেন খোদ অপসারিত প্রার্থী ?

নয়া রাজনৈতিক বিতর্ক বারাসতে

বারাসত, 10 এপ্রিল: অপসারিত বামপ্রার্থী প্রবীর ঘোষের সঙ্গে বিজেপি যোগের কথা বুধবার কার্যত স্বীকার করে নিলেন বারাসত কেন্দ্রের বর্তমান ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রার্থী হিসেবে বুধবারই তাঁর নাম ঘোষণা হয়েছে বারাসত লোকসভা কেন্দ্র থেকে । এরপরই সঞ্জীব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "ওকে প্রার্থী করা ভুল হয়েছিল । জানলে ফরওয়ার্ড ব্লকের মতো দল প্রবীরকে প্রার্থী করত না ৷ এর জন্য আমরা অনুতপ্ত । বারাসতবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । নতুনভাবে আমাদের লড়াই শুরু করতে হবে । সেই লড়াইয়ে আমরা জিতব বলেই আশা করছি ।"

বামপ্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো অপসারিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ যে গেরুয়া শিবিরের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত তা মেনে নিয়েছেন দলের রাজ‍্য কমিটির সদস্য ও প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্রও। প্রবীরকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী করায় কিছুটা আশ্চর্যই হয়েছেন এই বিজেপি নেতা ।

সঞ্জীবের আগে বারাসত লোকসভা কেন্দ্রে বামপ্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লক নেতা প্রবীর ঘোষের নাম মনোনীত হয়েছিল । দীর্ঘ টানাপোড়েনের পর যখন তাঁর নাম ঘোষণা হয় তখন ফরওয়ার্ড ব্লক দলের অভ‍্যন্তরেও প্রার্থী প্রবীর ঘোষকে ঘিরে তুমুল উদ্দীপনা লক্ষ্য করা যায় । শুধু তাই নয়, প্রার্থীর হয়ে দেওয়াল লিখন থেকে শুরু করে মিটিং-মিছিল সবেতেই বাম নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।

পরে সেই ফরওয়ার্ড ব্লকের প্রার্থী প্রবীর ঘোষের বিরুদ্ধেই উঠেছে বিজেপি যোগের অভিযোগ । গেরুয়া শিবিরের টিচার্স সেলের সদস্যদের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় রাজ‍্য রাজনীতিতে । অস্বস্তির মুখে পড়তে হয় বাম শরিক ফরওয়ার্ড ব্লকের নেতাদেরও । এই নিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নামেন রাজ‍্য নেতৃত্ব । শেষে দলীয় প্রার্থী পদ থেকে প্রবীরকে সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল বাম নেতৃত্ব ।

তবে, তারপরও বিতর্ক যেন কিছুতেই থামছে না । সেই বিতর্কে ঘৃতাহুতি দিয়েছেন বারাসত কেন্দ্রের বর্তমান ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বিজেপির রাজ‍্য নেতা তাপস মিত্র দু'জনেই । আর এনিয়ে বাম-বিজেপি,দু'দলকেই কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির । এই নিয়ে তৃণমূলের চিকিৎসক প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার কোনও মন্তব্য করতে না চাইলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেলার সদর শহর বারাসত পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় ।

তিনি বলেন,"এটা বামেদের নিজেদের বিষয় । তবে, যাকেই প্রার্থী করা হোক কাকলি ঘোষ দস্তিদার চতুর্থবারের জন্য বারাসতের সাংসদ নির্বাচিত হবেন । সঞ্জীব চট্টোপাধ্যায় হোক কিংবা অন‍্য কেউ-তাঁর পরাজয় নিশ্চিত । বামেদের সঙ্গে বিজেপির যে আঁতাত আছে তা আরও একাবার স্পষ্ট হল । এটা আমরা বারবার বলে আসছিলাম ।" এদিকে, যাকে ঘিরে এত বিতর্ক সেই অপসারিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ কিছুই বলতে রাজি হননি ।

আরও পড়ুন :

  1. বারাসতে প্রার্থী বদল বামেদের, বরানগর উপনির্বাচনে দাঁড়াচ্ছেন সিপিএমের তন্ময়
  2. লড়াই কঠিন, তবুও জেতার ব‍্যাপারে প্রত‍্যয়ী বারাসতের বাম প্রার্থী প্রবীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.