ETV Bharat / politics

বারাসতে প্রার্থী বদল বামেদের, বরানগর উপনির্বাচনে দাঁড়াচ্ছেন সিপিএমের তন্ময় - Left Candidate List

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 6:07 PM IST

Updated : Apr 10, 2024, 7:04 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Left Candidate List: বারাসতে প্রার্থী বদল করল বামেরা ৷ পূর্বে ঘোষিত প্রার্থী প্রবীর ঘোষের পরিবর্তে প্রার্থী করা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়কে ৷ পাশাপাশি বরানগরে উপনির্বাচনে দাঁড়াচ্ছেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য ৷

কলকাতা, 10 এপ্রিল: বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করল বামফ্রন্ট। পূর্বে ঘোষিত প্রার্থী প্রবীর ঘোষের বিরুদ্ধে বিজেপিতে যোগ দেওয়ার অভিযোগ ওঠায় ওই কেন্দ্রে তাঁর পরিবর্তে ফরওয়ার্ড ব্লকেরই সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে ৷ পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে সিপিএম-এর তন্ময় ভট্টাচার্যকে ৷

দিনকয়েক আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করেছিলেন যে, বারাসত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষকে প্রার্থী করছে বামেরা ৷ তবে তাঁর নাম ঘোষণা করার পরই তাঁর বিরুদ্ধে বিজেপিতে যোগ দেওয়ার অভিযোগ ওঠে । যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন । তবে, এই অভিযোগ ওঠার পরেই জেলা পার্টির তরফে রাজ্যের কাছে রিপোর্ট পাঠানো হয় । তার ভিত্তিতেই প্রাথী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বামফ্রন্ট সূত্রে খবর । আজ প্রকাশিত প্রার্থী তালিকায় দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা আসনে আরএসপি নেতা সমরেন্দ্রনাথ মণ্ডলকে প্রার্থী করা হয়েছে ।

এ দিকে, বরানগরের বিধায়ক তাপস রায় পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন । তিনি বর্তমানে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী । তার ফলে বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ৷ সেই আসনে সিপিএম-এর তন্ময় ভট্টাচার্যকে প্রার্থী করেছে বামেরা ৷

আজ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য বামফ্রন্টের বৈঠক বসে । সেখানে ফরওয়ার্ড ব্লকের তরফে উপস্থিত ছিলেন নরেন চট্টোপাধ্যায় ৷ সিপিআইয়ের তরফে উপস্থিত ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় ও প্রবীর দেবরা । বৈঠক শেষে নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, "রাজ্যের যেখানে যেখানে বাম প্রার্থী রয়েছেন, সেখানে আমরা বাম প্রার্থীকে সমর্থন করব ।"

আরও পড়ুন:

  1. বাম আমলের প্রাথমিকের 400 প্রার্থীকে তিন মাসের মধ্যে চাকরি দিতে হবে, নির্দেশ হাইকোর্টের
  2. পুরুলিয়ায় প্রার্থী দিয়ে কংগ্রেসকে কোচবিহারের পালটা জবাব দিতে চায় ফরওয়ার্ড ব্লক
  3. লড়াই কঠিন, তবুও জেতার ব‍্যাপারে প্রত‍্যয়ী বারাসতের বাম প্রার্থী প্রবীর
Last Updated :Apr 10, 2024, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.