অধিকারীর গড়ে দেবাংশুর সমর্থনে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 2:11 PM IST

Updated : May 16, 2024, 2:51 PM IST

thumbnail

চলতি লোকসভা ভোটে বঙ্গে প্রার্থীদের মধ্যে কনিষ্ঠ দেবাংশু ভট্টাচার্য ৷ পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা আসন থেকে এই যুব নেতাকে দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলার নির্দেশের জন্য তিনি খবরের শিরোনামে উঠে আসেন ৷ পাশাপাশি তমলুক লোকসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত ৷ ইতিমধ্যে প্রাক্তন বিচারপতির হয়ে রোড শো, জনসভা করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করে চলেছেন ৷ তমলুক ছাড়া মেদিনীপুর ও কাঁথিতেও জনসভা করবেন তিনি ৷ এদিন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়ায় জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Last Updated : May 16, 2024, 2:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.