ETV Bharat / entertainment

এবার গজনীর পরিচালকের ছবিতে, 2025 ঈদ-রিলিজের আপডেট দিলেন সলমন

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 5:11 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Salman Announces New Film: সলমন খান ছবি করতে চলেছেন এআর মুরুগাদোস এবং তাঁর পুরনো বন্ধু চলচ্চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা সঙ্গে । মঙ্গলবার নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এ কথা জানান অভিনেতা ৷

হায়দরাবাদ, 12 মার্চ: গজনী খ্যাত এআর মুরুগাদোসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের ভাইজান সলমান খান ৷ সেই ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ যদিও সামনের বছর ঈদে ছবিটি মুক্তির সময় ঠিক করা হয়েছে ৷ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে ভক্তদের এই সুখবর শুনিয়েছেন সলমন ৷ তাঁকে শেষ দেখা গিয়েছে স্পাই-ইউনিভার্স থ্রিলার টাইগার 3-তে ৷

সলমন তাঁর পোস্টে লিখেছেন, "একটি খুব উত্তেজনাপূর্ণ চলচ্চিত্রের জন্য অসাধারণ প্রতিভাবান এআর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিওয়ালার সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত !! তাঁদের সঙ্গে কাজ করাটা আমার কাছে খুবই স্পেশাল এবং আমি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এই সফরের অপেক্ষায় রয়েছি । ঈদ 2025-এ মুক্তি পাবে এই ছবি ৷"

সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এই ছবির প্রযোজক ৷ এই চলচ্চিত্র নির্মাতা তামাশা, জুড়ওয়া, মুজসে শাদি করোগি, কিক এবং আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য স্বীকৃত । বলিউড সুপারস্টার এবং চলচ্চিত্র প্রযোজক সাজিদ জিৎ, জুড়ওয়া, হর দিল জো পেয়ার কারেগা, মুজসে শাদি করোগি এবং কিক-সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন । তাঁদের সাম্প্রতিকতম ছবি হল 2014 সালে মুক্তি পাওয়া কিক ৷ সাজিদ নাদিয়াদওয়ালার প্রথম পরিচালিত এই ছবি বক্স-অফিসে বেশ সফল হয় ৷

অপরদিকে, এআর মুরুগাদোস খুবই প্রতিষ্ঠিত পরিচালক ৷ তাঁর একাধিক তামিল চলচ্চিত্র বক্স অফিসে হিট করেছে, যার মধ্যে রয়েছে গজনী এবং হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি । এর আগে মুরুগাদোসের তেলুগু হিট ফিল্ম স্টালিনের রিমেক সলমনের জয় হো চলচ্চিত্রে তিনি স্ক্রিপ্ট লিখেছিলেন । জয় হো মুক্তি পায় 2014 সালে ৷ যখন সাজিদ এবং এআর মুরুগাদোস প্রকল্পটি নিয়ে আলোচনা করেছিলেন, তখন তারা নিশ্চিত ছিলেন যে শুধুমাত্র সলমনই এই ছবির জন্য আদর্শ হবেন ৷

সলমনের সঙ্গে প্রজেক্ট নিয়ে আলোচনা করার পর তিনি এর অংশ হতে সম্মত হন । ফিল্মটি একটি বিশ্বব্যাপী অ্যাকশন বিনোদনমূলক হতে চলেছে বলে জানা গিয়েছে, যা এই বছর বিশ্বের বিভিন্ন স্থানে শুট করা হবে । একটি সূত্র আরও প্রকাশ করেছে যে, এখনও যা ঠিক হয়েছে তাতে শিরোনামহীন অ্যাকশন থ্রিলারটি পর্তুগাল ও অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে শ্যুট করা হবে, ভারতেও কিছু দৃশ্যের শ্যুট করা হবে ৷ 400 কোটি টাকা বাজেটের এই ছবিটি এখনও পর্যন্ত সাজিদ নাদিয়াদওয়ালার সবচেয়ে উচ্চাভিলাষী প্রযোজনা । চলচ্চিত্রটির শুটিং 2024 সালের গ্রীষ্মে শুরু হবে এবং বছরের শেষ পর্যন্ত চলবে ।

আরও পড়ুন:

  1. পোস্টঅফিসে কর্মীদের অশ্রাব্য কথা? ফের বিতর্কের মুখে রূপঙ্কর বাগচি
  2. ব্যর্থ সব নিরাপত্তা, গাজায় ইজরায়েলি হামলার বিরোধিতায় বিক্ষোভ অস্কার অনুষ্ঠানে
  3. নাচ এমন যেন খনি থেকে তেল তুলছে, অক্ষয়কে ব্যঙ্গ স্ত্রী টুইঙ্কেলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.