হায়দরাবাদ, 10 মার্চ: মার্চ মাসে এখনও পর্যন্ত বড় ইভেন্ট হিসাবে বলা যায় জামনগরে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনি ৷ সেখানে দেশ-বিদেশের এমন কেউ বাকি ছিলেন না, যাঁদের দেখা যায়নি এখানে ৷ নাচে-গানে জমজমাট ছিল এই অনুষ্ঠান ৷ সেখানে অনান্য তারকাদের সঙ্গেই পারফর্ম করেছেন অভিনেতা অক্ষয় কুমার ৷ স্বামীর নাচ দেখে মজার ছলে ব্যঙ্গ করেছেন স্ত্রী টুইঙ্কল খান্না ৷ নীতা অম্বানির প্রশংসা করে খোঁচা দিয়েছেন রিহানার নাচ নিয়েও ৷
নিজের কলমে টুইঙ্কল লিখেছেন, "অক্ষয় এমন পাঞ্চিং ডান্স স্টেপ করেছে যা সে 33 বার একই রকমভাবে করে গিয়েছে ৷ আর এই নাচ করার সময় সে এমন শক্তি প্রয়োগ করেছে যেন মনে হয়েছে সে মঞ্চে জামনগরের খনি খনন করে তেল বের করছে ৷" পাশাপাশি রেয়াত করেননি পপ তারকা রিহানাকেও ৷ অম্বানিদের প্রি-ওয়েডিং সেরেমনিতে কয়েক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রিহানা কয়েক ঘণ্টার অনুষ্ঠানের জন্য ৷ টুইঙ্কল জানিয়েছেন, তিনি রিহানার নাচে-গানে বিশেষত্ব খুঁজে পাননি ৷ তার থেকে অনেক ভালো পারফর্ম করেছেন নীতা অম্বানি ৷ যিনি বিশ্বম্বরী স্তুতি নাচের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷
উল্লেখ্য, অম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকেরবার্গ, আদানি গ্রুপের কর্ণধার থেকে বলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন ৷ শাহরুখ খান, সলমন খান, আমির খান, অমিতাভ বচ্চন থেকে ক্রিকেট তারকা সচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, জাহির খান-সহ একাধিক তারকা নজর কাড়েন তিনদিন ধরে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে অক্ষয় কুমার অনুষ্ঠানে গেলেও যাননি টুইঙ্কল ৷ আসলে ইন্ডাষ্ট্রির সকলেই জানেন, অক্ষয় লেটনাইট পার্টির বদলে রাত 10টার মধ্যে খেয়ে-দেয়ে শুয়ে পড়তে পছন্দ করেন ৷ টুইঙ্কলও খুব একটা ডিনার পার্টি পছন্দ করেন না ৷ ফলে অম্বানির এই অনুষ্ঠান থেকে নিজেদের দূরেই রেখেছিলেন তারকা দম্পতি ৷
তবে, এতদিন পর অক্ষয়ের নাচ দেখে টুইঙ্কলের মজাদার মন্তব্য নজর কাড়ে নেটিজেনদের ৷ পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানের নানা ঝলক ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ প্রি-ওয়েডিং সেরেমনিতেই এত চমক, 12 জুলাই বিয়েতে কী কী চমক থাকছে, নজর থাকবে সেইদিকে ৷
আরও পড়ুন
1. অনন্ত-রাধিকা মঙ্গলকামনায় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নাচলেন নীতা
2. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির
3. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো