কলকাতা, 20 মার্চ: হঠাৎই অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী । আজ সকাল আটটা নাগাদ তাঁকে ভরতি করানো হয়েছে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সূত্রের খবর, হৃদরোগজনিত সমস্যার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাঁর বুকে পেসমেকার বসানো হবে বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷
এ ব্যাপারে সব্যসাচী চক্রবর্তীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা ব্যস্ত থাকায় বেশি কিছু বলতে চাননি ৷ একটি সংবাদ মাধ্যমকে সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী বলেছেন, এখন তিনি ব্যস্ত আছেন । পরে এ বিষয়ে সবকিছু জানাবেন ।
দিনদুয়েক আগেই বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমার পুত্র ধীরের অন্নপ্রাশনে বেজায় আনন্দে মেতেছিলেন বাঙালির প্রিয় ফেলুদা । সামলেছিলেন সব ঝক্কি। নিজে দাঁড়িয়ে অতিথিদের আপ্যায়ন করেছিলেন ৷ ছোট্ট নাতি যেন তাঁর নয়নের মণি ৷ তাঁকে নিয়েই বেশ ভালো সময় কাটে বলে জানিয়েছিলেন অভিনেতা ৷
এই মুহূর্তে সব্যসাচী চক্রবর্তী ব্যস্ত রয়েছেন শুভ্রজিৎ মিত্র পরিচালিত বাংলা ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে । তিনি এই ছবিতে অভিনয় করছেন জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে । পুরোদমে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং । প্রকাশ্যে এসেছে জমিদারবেশী সব্যসাচীর লুক ৷ বেশ ভালো মানিয়েছে অভিনেতাকে ৷
প্রসঙ্গত, গত বছর বাংলাদেশের একটি সাংবাদিক সম্মেলনে সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন যে, তিনি আর ভালো চরিত্র না পেলে অভিনয় করবেন না । ফেলুদার চরিত্র থেকে সরে গিয়েছেন অনেকদিন । এরপর শুভ্রজিৎ মিত্রর কাছ থেকে 'দেবী চৌধুরানী' ছবির জন্য প্রস্তাব যায় তাঁর কাছে । তাঁকে রাজি করানোর দায়িত্ব পড়ে সব্যসাচী-পুত্র অর্জুনের উপর । তিনিই এই ছবিতে অভিনয়ের জন্য রাজি করান বাবাকে ।
আরও পড়ুন: