ETV Bharat / entertainment

হৃদরোগের সমস্যায় হাসপাতালে সব্যসাচী চক্রবর্তী, বসবে পেসমেকার

Sabyasachi Chakraborty hospitalised: হৃদরোগের সমস্যা নিয়ে হঠাৎই হাসপাতালে ভরতি হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ৷ তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 12:12 PM IST

Updated : Mar 20, 2024, 2:18 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 20 মার্চ: হঠাৎই অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী । আজ সকাল আটটা নাগাদ তাঁকে ভরতি করানো হয়েছে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সূত্রের খবর, হৃদরোগজনিত সমস্যার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাঁর বুকে পেসমেকার বসানো হবে বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷

এ ব্যাপারে সব্যসাচী চক্রবর্তীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা ব্যস্ত থাকায় বেশি কিছু বলতে চাননি ৷ একটি সংবাদ মাধ্যমকে সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী বলেছেন, এখন তিনি ব্যস্ত আছেন । পরে এ বিষয়ে সবকিছু জানাবেন ।

দিনদুয়েক আগেই বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমার পুত্র ধীরের অন্নপ্রাশনে বেজায় আনন্দে মেতেছিলেন বাঙালির প্রিয় ফেলুদা । সামলেছিলেন সব ঝক্কি। নিজে দাঁড়িয়ে অতিথিদের আপ্যায়ন করেছিলেন ৷ ছোট্ট নাতি যেন তাঁর নয়নের মণি ৷ তাঁকে নিয়েই বেশ ভালো সময় কাটে বলে জানিয়েছিলেন অভিনেতা ৷

এই মুহূর্তে সব্যসাচী চক্রবর্তী ব্যস্ত রয়েছেন শুভ্রজিৎ মিত্র পরিচালিত বাংলা ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে । তিনি এই ছবিতে অভিনয় করছেন জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে । পুরোদমে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং । প্রকাশ্যে এসেছে জমিদারবেশী সব্যসাচীর লুক ৷ বেশ ভালো মানিয়েছে অভিনেতাকে ৷

Sabyasachi Chakraborty hospitalised
'দেবী চৌধুরানী'তে সব্যসাচী চক্রবর্তী

প্রসঙ্গত, গত বছর বাংলাদেশের একটি সাংবাদিক সম্মেলনে সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন যে, তিনি আর ভালো চরিত্র না পেলে অভিনয় করবেন না । ফেলুদার চরিত্র থেকে সরে গিয়েছেন অনেকদিন । এরপর শুভ্রজিৎ মিত্রর কাছ থেকে 'দেবী চৌধুরানী' ছবির জন্য প্রস্তাব যায় তাঁর কাছে । তাঁকে রাজি করানোর দায়িত্ব পড়ে সব্যসাচী-পুত্র অর্জুনের উপর । তিনিই এই ছবিতে অভিনয়ের জন্য রাজি করান বাবাকে ।

আরও পড়ুন:

  1. আশ্চর্য সমাপতন! জন্মদিন মিলিয়ে দিল দুই প্রজন্মের ফেলুদাকে
  2. বিরতি শেষে কাজে ফিরছেন, 'দেবী চৌধুরানী'তে হরবল্লভের ভূমিকায় সব্যসাচী
  3. 'ট্রেলারে ছেলের অন্য ইমেজ দেখে খুশি বাবাও', 'আবার প্রলয়' নিয়ে আড্ডায় গৌরব

কলকাতা, 20 মার্চ: হঠাৎই অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী । আজ সকাল আটটা নাগাদ তাঁকে ভরতি করানো হয়েছে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সূত্রের খবর, হৃদরোগজনিত সমস্যার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাঁর বুকে পেসমেকার বসানো হবে বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷

এ ব্যাপারে সব্যসাচী চক্রবর্তীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা ব্যস্ত থাকায় বেশি কিছু বলতে চাননি ৷ একটি সংবাদ মাধ্যমকে সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী বলেছেন, এখন তিনি ব্যস্ত আছেন । পরে এ বিষয়ে সবকিছু জানাবেন ।

দিনদুয়েক আগেই বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমার পুত্র ধীরের অন্নপ্রাশনে বেজায় আনন্দে মেতেছিলেন বাঙালির প্রিয় ফেলুদা । সামলেছিলেন সব ঝক্কি। নিজে দাঁড়িয়ে অতিথিদের আপ্যায়ন করেছিলেন ৷ ছোট্ট নাতি যেন তাঁর নয়নের মণি ৷ তাঁকে নিয়েই বেশ ভালো সময় কাটে বলে জানিয়েছিলেন অভিনেতা ৷

এই মুহূর্তে সব্যসাচী চক্রবর্তী ব্যস্ত রয়েছেন শুভ্রজিৎ মিত্র পরিচালিত বাংলা ছবি 'দেবী চৌধুরানী' নিয়ে । তিনি এই ছবিতে অভিনয় করছেন জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে । পুরোদমে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং । প্রকাশ্যে এসেছে জমিদারবেশী সব্যসাচীর লুক ৷ বেশ ভালো মানিয়েছে অভিনেতাকে ৷

Sabyasachi Chakraborty hospitalised
'দেবী চৌধুরানী'তে সব্যসাচী চক্রবর্তী

প্রসঙ্গত, গত বছর বাংলাদেশের একটি সাংবাদিক সম্মেলনে সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন যে, তিনি আর ভালো চরিত্র না পেলে অভিনয় করবেন না । ফেলুদার চরিত্র থেকে সরে গিয়েছেন অনেকদিন । এরপর শুভ্রজিৎ মিত্রর কাছ থেকে 'দেবী চৌধুরানী' ছবির জন্য প্রস্তাব যায় তাঁর কাছে । তাঁকে রাজি করানোর দায়িত্ব পড়ে সব্যসাচী-পুত্র অর্জুনের উপর । তিনিই এই ছবিতে অভিনয়ের জন্য রাজি করান বাবাকে ।

আরও পড়ুন:

  1. আশ্চর্য সমাপতন! জন্মদিন মিলিয়ে দিল দুই প্রজন্মের ফেলুদাকে
  2. বিরতি শেষে কাজে ফিরছেন, 'দেবী চৌধুরানী'তে হরবল্লভের ভূমিকায় সব্যসাচী
  3. 'ট্রেলারে ছেলের অন্য ইমেজ দেখে খুশি বাবাও', 'আবার প্রলয়' নিয়ে আড্ডায় গৌরব
Last Updated : Mar 20, 2024, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.