ETV Bharat / entertainment

Hbd Indraneil Sabyasachi: আশ্চর্য সমাপতন! জন্মদিন মিলিয়ে দিল দুই প্রজন্মের ফেলুদাকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 1:33 PM IST

Updated : Sep 8, 2023, 4:39 PM IST

দুই প্রজন্মের দুই ফেলুদার জন্মদিনটা একেবারে এক ৷ এমন সমাপতন দেখা যায় না বললেই চলে ৷ কিন্তু আশ্চর্য হলেও ঠিক এই ঘটনাটিই ঘটে গিয়েছে সব্যসাচী চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্তর ক্ষেত্রে ৷ এক সময় এই মশাল ছিল সব্যসাচীর হাতে এখন তা বয়ে নিয়ে চলেছেন ইন্দ্রনীল ৷

Pic Indraneil Gaurav Instagram
ফেলুদাদের জন্মদিন

কলকাতা, 8 সেপ্টেম্বর: রিলে রেসে মশালটা একসময় সামনের জনের হাতে তুলে দেওয়াটাই রীতি ৷ কারণ খেলোয়াড়ের থেকেও এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ খেলা ৷ ঠিক যেমন বাংলা সিনেমার ক্ষেত্রে বারবার এই ঘটনাটি ঘটেছে ফেলুদা চরিত্রটিকে কেন্দ্র করে ৷ ফেলুদা চরিত্রে প্রথম পরিচালক সত্য়জিৎ রায় বেছে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে ৷ দু'টি খুব সফল ছবিও উপহারও দিয়েছিল এই জুটি ৷ কিন্তু এরপর পর্দার জটায়ু সন্তোষ দত্ত প্রয়াত হন ৷ মানিকবাবুও সিদ্ধান্ত নেন তিনি আর ফেলুদাকে নিয়ে ছবি তৈরি করবেন না ৷ সেই ব্যাটনটি হাতে তুলে নেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় ৷ বাবার গল্প নিয়ে কাজ শুরুর জন্য তিনি বেছে নেন সব্যসাচী চক্রবর্তীকে ৷ তিনিই হয়ে ওঠেন নতুন ফেলুদা ৷ আর এবার সেই মশাল তুলে দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনগুপ্তর হাতে ৷ তিনিই এখন সন্দীপের নতুন ফেলু মিত্তির ৷ কিন্তু জানেন কি জন্মদিন মিলিয়ে দিয়েছে দুই প্রজন্মের এই দুই ফেলুদাকে!

হ্যাঁ সন্দীপ রায়ের দুই ফেলুদাই আজ আরও একটি বসন্ত কাটিয়ে ফেললেন ৷ প্রথম পর্বে টেলিভিশনের জন্যই ফেলুদা হিসাবে বেছে নেওয়া হয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে ৷ সব্যসাচী অর্থাৎ সবার প্রিয় বেনুদা নিজেই একবার জানিয়েছিলেন, ফেলুদা তো দূরস্ত ক্যামেরার সামনে কাজের ইচ্ছা তাঁর কস্মিনকালেও ছিল না ৷ তিনি কাজ করতে চেয়েছিলেন ক্যামেরার পিছনেই ৷

কিন্তু পিসোমশাই জোছন দস্তিদারের হাত ধরেই তাঁর অভিনয়ে হাতে খড়ি ৷ তারপর থেকে সেই যাত্রা কালে কালে পেরিয়েছে এক দীর্ঘ পথ ৷ তিনি হয়ে উঠেছেন বাঙালির প্রিয় ফেলুদাদের অন্যতম ৷ তা সে 'কৈলাসে কেলেঙ্কারি' হোক বা 'বোম্বাইয়ের বোম্বেটে' ৷ ফেলুদা হিসাবে বাঙালির মনে এক চিরস্থায়ী আসন তৈরি হয়ে গিয়েছে সব্যসাচীর ৷

আরও পড়ুন: 57 তেও বাজিমাত 'জওয়ান' শাহরুখের! তিলোত্তমায় বাদশা পক্ষ

পর্দার ফেলুদা-দের সেই তালিকাতেই নতুন সংযোজন ইন্দ্রনীল সেনগুপ্ত ৷ ইন্দ্রনীলের আগে ফেলুদা হিসাবে পর্দায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়দের মতো আরও অনেককেই ৷ তবে ইন্দ্রনীল নিজেই চেয়েছিলেন এই চরিত্রটিতে অভিনয় করতে ৷ তার জন্য সন্দীপ রায়ের বাড়ি গিয়ে নাকি তাঁকে অনুরোধও করেছিলেন অভিনেতা ৷

এর আগে গোয়েন্দা হিসাবে কিরিটি রায়কে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা ৷ আর 'হত্যাপুরী' ছবিতে তাঁকে প্রথম দেখা গিয়েছিল ফেলুদা রূপে ৷ আগামীতে আরও একটি ফেলুদার গল্প নিয়ে হাজির হতে চলেছেন তিনি ৷ সব্যসাচী যে মশাল তুলে দিয়েছেন তা হাতে নিয়ে সন্দীপ রায়কে তিনি কি দৌড় জেতাতে পারবেন ইন্দ্রনীল সেটাই এখন দেখার ৷

Last Updated : Sep 8, 2023, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.