ETV Bharat / bharat

হুইলচেয়ারে বসে সোজা বুথে, 108 বছরের বৃদ্ধার ভোটদানে চাঙ্গা গণতন্ত্রের উৎসব - Odisha Assembly election 2024

OLD WOMAN CASTS HER VOTE: বয়স 108 ৷ হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করলেন ওড়িশার এক বৃদ্ধা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 6:02 PM IST

ETV BHARAT
108 বছরের বৃদ্ধার ভোটদান (নিজস্ব ছবি)

বেরহামপুর, 13 মে: ভোট দিলেন 108 বছরের এক বৃদ্ধা ৷ বিধানসভা নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নিতে নাগরিক অধিকার প্রয়োগ করেন ওড়িশার রুকুনা বেহেরা ৷ হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দিলেন ৷ জগন্নাথধামে এই বৃদ্ধার উৎসাহ দেখেই যেন আরও চাঙ্গা হয়ে উঠল গণতন্ত্রের উৎসব ৷

দেশজুড়ে আজ চতুর্থ দফার লোকসভা নির্বাচন ৷ একইসঙ্গে অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনেও চলে ভোটগ্রহণ ৷ ওড়িশা বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটে আজ গঞ্জামের গোপালপুরে ভোটাধিকার প্রয়োগ করেন 108 বছরের রুকুনা বেহেরা । বয়সের ভারে এখন আর হাঁটতে চলতে পারেন না ৷ তাঁর যষ্ঠীর লাঠি বলতে ওই হুইলচেয়ার ৷ চলাফেরা করতে ওটাই একমাত্র ভরসা ৷ সেই হুইলচেয়ারে চেপেই অশক্ত শরীর নিয়ে আজ ভোট দিতে গেলেন সিন্ধিগা গ্রামে বসবাসকারী দেশের এই সচেতন নাগরিক ৷

বাড়ির লোকেরাই রুকুনা বেহরার এই ইচ্ছেপূরণে তাঁকে সহায়তা করেন ৷ তাঁকে হুইলচেয়ারে বসিয়ে তাঁর পরিবার রুকুনা বেহরাকে নিয়ে যায় তাঁর ভোটকেন্দ্রে ৷ এরপর ভোটকেন্দ্রে বৃদ্ধার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেখানে উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা ৷ তাঁরাই বৃদ্ধার হুইলচেয়ার ধরে টেনে নিয়ে যান বুথের ভেতরে ৷ পোলিং অফিসারদের সহায়তায় পছন্দের প্রার্থীকে ভোট দেন বৃদ্ধা ৷ তাঁর আঙুলে লাগে ভোটের কালী ৷

ভোট দিয়ে বেরোতেই ইটিভি ভারতের মুখোমুখি হন রুকুনা বেহরা ৷ বিশেষ কিছু বলতে সক্ষম না-হলেও তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল নাগরিক কর্তব্য পালনের তৃপ্তি ৷ তাঁকে দেখে উৎসাহের মাত্রা বাড়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ৷ কাজে আরও উদ্দীপনা বাড়ে ভোটকর্মীদের ৷

শুধু রুকুনা বেহরা নন, তাঁর মতোই আজ ভোটকেন্দ্রে দেখা গিয়েছে বহু প্রবীণ নাগরিককে ৷ অনেকে আবার শারীরিক অক্ষমতার কারণে চাকা-চেয়ারেই আস্থা রেখেছেন ৷ তবে বার্ধক্য বা শারীরিক প্রতিবন্ধকতার কারণ ভোটদানের পথে বাধা হয়ে দাঁড়ায়নি ৷

আরও পড়ুন:

  1. পাগলের প্রলাপ বকছেন মোদি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ মহুয়ার
  2. ভোটারদের উৎসাহিত করতে 'পিঙ্ক বুথ' নির্বাচন কমিশনের
  3. হায়দরবাদে স্ত্রী নম্রতাকে নিয়ে ভোট দিলেন তেলেগু অভিনেতা মহেশবাবু, জুবিলি হিলসের বুথে সস্ত্রীক রাম চরণ

বেরহামপুর, 13 মে: ভোট দিলেন 108 বছরের এক বৃদ্ধা ৷ বিধানসভা নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নিতে নাগরিক অধিকার প্রয়োগ করেন ওড়িশার রুকুনা বেহেরা ৷ হুইলচেয়ারে বসে ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দিলেন ৷ জগন্নাথধামে এই বৃদ্ধার উৎসাহ দেখেই যেন আরও চাঙ্গা হয়ে উঠল গণতন্ত্রের উৎসব ৷

দেশজুড়ে আজ চতুর্থ দফার লোকসভা নির্বাচন ৷ একইসঙ্গে অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনেও চলে ভোটগ্রহণ ৷ ওড়িশা বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটে আজ গঞ্জামের গোপালপুরে ভোটাধিকার প্রয়োগ করেন 108 বছরের রুকুনা বেহেরা । বয়সের ভারে এখন আর হাঁটতে চলতে পারেন না ৷ তাঁর যষ্ঠীর লাঠি বলতে ওই হুইলচেয়ার ৷ চলাফেরা করতে ওটাই একমাত্র ভরসা ৷ সেই হুইলচেয়ারে চেপেই অশক্ত শরীর নিয়ে আজ ভোট দিতে গেলেন সিন্ধিগা গ্রামে বসবাসকারী দেশের এই সচেতন নাগরিক ৷

বাড়ির লোকেরাই রুকুনা বেহরার এই ইচ্ছেপূরণে তাঁকে সহায়তা করেন ৷ তাঁকে হুইলচেয়ারে বসিয়ে তাঁর পরিবার রুকুনা বেহরাকে নিয়ে যায় তাঁর ভোটকেন্দ্রে ৷ এরপর ভোটকেন্দ্রে বৃদ্ধার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেখানে উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা ৷ তাঁরাই বৃদ্ধার হুইলচেয়ার ধরে টেনে নিয়ে যান বুথের ভেতরে ৷ পোলিং অফিসারদের সহায়তায় পছন্দের প্রার্থীকে ভোট দেন বৃদ্ধা ৷ তাঁর আঙুলে লাগে ভোটের কালী ৷

ভোট দিয়ে বেরোতেই ইটিভি ভারতের মুখোমুখি হন রুকুনা বেহরা ৷ বিশেষ কিছু বলতে সক্ষম না-হলেও তাঁর চোখেমুখে ফুটে উঠেছিল নাগরিক কর্তব্য পালনের তৃপ্তি ৷ তাঁকে দেখে উৎসাহের মাত্রা বাড়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ৷ কাজে আরও উদ্দীপনা বাড়ে ভোটকর্মীদের ৷

শুধু রুকুনা বেহরা নন, তাঁর মতোই আজ ভোটকেন্দ্রে দেখা গিয়েছে বহু প্রবীণ নাগরিককে ৷ অনেকে আবার শারীরিক অক্ষমতার কারণে চাকা-চেয়ারেই আস্থা রেখেছেন ৷ তবে বার্ধক্য বা শারীরিক প্রতিবন্ধকতার কারণ ভোটদানের পথে বাধা হয়ে দাঁড়ায়নি ৷

আরও পড়ুন:

  1. পাগলের প্রলাপ বকছেন মোদি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ মহুয়ার
  2. ভোটারদের উৎসাহিত করতে 'পিঙ্ক বুথ' নির্বাচন কমিশনের
  3. হায়দরবাদে স্ত্রী নম্রতাকে নিয়ে ভোট দিলেন তেলেগু অভিনেতা মহেশবাবু, জুবিলি হিলসের বুথে সস্ত্রীক রাম চরণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.