ETV Bharat / state

ভোটারদের উৎসাহিত করতে 'পিঙ্ক বুথ' নির্বাচন কমিশনের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 2:32 PM IST

Pink Booth: ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য পিঙ্ক বুথ তৈরি করল নির্বাচন কমিশন ৷ বীরভূমের রামপুরহাট এবং দুর্গাপুরে তৈরি করা হল সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ ৷

Pink Booth
পিঙ্ক বুথ (নিজস্ব চিত্র)

ভোটকেন্দ্রের অপূর্ব গোলাপী সাজ (ইটিভি ভারত)

রামপুরহাট ও দুর্গাপুর, 13 মে: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ৷ দেশের মোট 96টি লোকসভা আসনে চলছে ভোটগ্রহণ পর্ব ৷ যার মধ্যে রয়েছে বাংলার 8টি কেন্দ্র ৷ গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে সমগ্র বাংলা ৷ নির্বাচনের প্রথম দফা থেকে বঙ্গবাসীর কাছে ভোটকে আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ৷ কোথাও সিল্ক তো কোথাও আম দিয়ে তৈরি করা হয়েছে মডেল বুথ ৷ কোথাও আবার বিশেষভাবে সক্ষম মানুষ পরিচালিত বুথ তৈরি করা হয়েছে ৷ নির্বাচনের চতুর্থ দফায় সেই ধারা বজায় রাখল কমিশন ৷ বীরভূমের রামপুরহাট এবং দুর্গাপুরে তৈরি করা হল সম্পূর্ণ মহিলা পরিচালিত বুথ৷

স্পর্শকাতর হিসেবে চিহ্নিত কেন্দ্র বীরভূমে ভোটের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে ভোটগ্রহণ পর্ব ৷ এই আবহে রামপুরহাট বিধানসভার 291 নম্বর বুথকে সম্পূর্ণ গোলাপি ফুল, কাপড় দিয়ে সাজানো হয়েছে ৷ 'পিঙ্ক বুথ' তৈরি করা হয়েছে বিদ্যাভবন হাইস্কুলে ৷ ভোটারদের আকৃষ্ট করার জন্য অভিনব পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ৷ সম্পূর্ণ মহিলা পরিচালিত এই বুথের নিরাপত্তার দায়িত্বেও রয়েছে মহিলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের ৷

অন্যদিকে একইভাবে সাজানো হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ । এই ভোট গ্রহণ কেন্দ্রকে পিঙ্ক ওম্যান পোলিং স্টেশন রূপে সাজিয়ে তুলেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা । এই পোলিং স্টেশনে 5টি বুথে 20 জন মহিলা ভোট কর্মী রয়েছেন । কেন্দ্রীয় বাহিনীর 9 জন মহিলা কর্মী মোতায়ন রয়েছেন এই পিঙ্ক ওম্যান পোলিং স্টেশনে । সেইসঙ্গে রাজ্য পুলিশের 5 জন মহিলা কর্মীও মোতায়েন রয়েছেন এই বুথে ৷

বুথে ভোট দিতে আসা প্রবীণ নাগরিকেরা কেন্দ্রের অপূর্ব গোলাপি সাজ দেখে সম্পূর্ণ আপ্লুত ৷ তাঁদের কথায়, "আমরা প্রথমে ভেবেছিলাম কোনও বিয়ে বাড়িতে হয়তো এসে পৌঁছেছি। আমাদের জীবনে বহুবার আমরা ভোট দিয়েছি। কিন্তু এত সুন্দর সাজানো বুথ এই প্রথমবার দেখলাম।" বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথকে মহিলা পরিচালিত বুথ হিসেবে পরিবেশন করা হয়েছে ৷ সোমবার সকাল থেকে বুথে এসে উপস্থিত হন প্রবীণ ভোটাররা ৷ মূলত গরমের তেজকে উপেক্ষা করার জন্যই সকাল সকাল বুথে এসে হাজির হন তাঁরা ৷ ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকতেই গোলাপি রঙের আচ্ছাদন । চারিদিকে গোলাপি রঙের কৃত্রিম ফুল । পোলিং স্টেশনে ঢোকার আগে সেলফি জোনও করা হয়েছে । সেইসঙ্গে দুর্গাপুরের বিভিন্ন দ্রষ্টব্যস্থানের ছবিও টাঙানো হয়েছে বুথের দেওয়ালে ৷ সবমিলিয়ে অভিনব এই বুথে ভোট দিতে এসে আনন্দিত দুর্গাপুর ও রামপুরহাটের ভোটাররা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.