ETV Bharat / state

বিশেষভাবে সক্ষম 8 ভোটকর্মী, বালুরঘাটের 'মডেল বুথ'-এ শান্তিপূর্ণভাবেই হল ভোট - Lok Sabha Election 2024

Model Booth of Balurghat: 8 জন ভোটকর্মী প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম ৷ এমনই বুথের হদিস মিলল বালুরঘাটে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 8:59 PM IST

Model Booth of Balurghat
মডেল বুথ
মডেল বুথ

বালুরঘাট, 26 এপ্রিল: নজিরবিহীন! 8 জন ভোটকর্মী প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম ৷ এমন বুথ রাজ্যে আর দ্বিতীয়টি রয়েছে কি না জানা নেই ৷ তবে এমনই বুথের হদিস মিলল বালুরঘাটে ৷ আর শহরের এই বুথ ঘিরে আলোড়ন ছড়িয়েছে গোটা জেলায় সর্বোপরি গোটা রাজ্যে ৷

বালুরঘাট গার্লস হাইস্কুল ৷ এই স্কুলে বালুরঘাট লোকসভা কেন্দ্রের 20 নম্বর বুথটি পরিচালনা করছেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা ৷ বুথটিকে বিশেষভাবে সাজিয়েও তোলা হয়েছে ৷ আর পাঁচটা বুথের মতো এই বুথেও শুক্রবার সকাল থেকে নজর কেড়েছে ভোটারদের লম্বা লাইন ৷ ভোট দিয়ে বেড়িয়ে ভোটকর্মীদের প্রশংসাও করেছেন তাঁরা ৷ নির্বাচন কমিশন এবার এই বুথটিকে মডেল হিসেবে চিহ্নিত করেছে ৷ খ্যাতনামা বিশেষভাবে সক্ষমদের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বুথের ভিতরের বিভিন্ন জায়গা ৷ সেইসঙ্গে ভোটকর্মীদের দেওয়া হয়েছে একাধিক সুযোগ সুবিধা ৷

প্রিসাইডিং অফিসার রানা গুহ রায় বলেন, "এখানে বেশ শান্তিপূর্ণ ভোট হয়েছে ৷ যথেষ্ট ভালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই বুথে ৷ দুপুর 1টা পর্যন্ত ভোটারদের ভিড় বেশি ছিল ৷ বিকেল তিনটে পর্যন্ত আমাদের বুথে 65 শতাংশের বেশি ভোট দান হয়েছে ৷ মোট ভোটার রয়েছেন 1057 জন ৷" এরপরই তিনি বলেন, "আমরা আটজন ভোটকর্মী এই বুথের দায়িত্বে রয়েছি ৷ চারজন কাজ করছি ৷ বাকি চারজন রিজার্ভে রয়েছেন ৷ আমাদের প্রত্যেকের শারীরিক সমস্যা থাকার কারণে এতজন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে এই বুথে ৷ স্থানীয় প্রশাসন আমাদের সুবিধার কথা মাথায় রেখে সেই মতো ব্যবস্থা করেছে ৷ অনিন্দ্য চক্রবর্তী, কুন্তল দাস, অমিত পাহানরা যথেষ্ট দক্ষতার সঙ্গে ভোট পরিচালনা করছেন ৷ আনন্দের সঙ্গেই আমরা গণতন্ত্রের উৎসব পালন করছি ৷"

শুক্রবার দেশজুড়ে 88টি আসনে ভোট পর্ব মিটল ৷ রাজ্যের তিনটি কেন্দ্রে হয়েছে নির্বাচন ৷ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই ভোটদান পর্ব হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷

আরও পড়ুন:

মডেল বুথ

বালুরঘাট, 26 এপ্রিল: নজিরবিহীন! 8 জন ভোটকর্মী প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম ৷ এমন বুথ রাজ্যে আর দ্বিতীয়টি রয়েছে কি না জানা নেই ৷ তবে এমনই বুথের হদিস মিলল বালুরঘাটে ৷ আর শহরের এই বুথ ঘিরে আলোড়ন ছড়িয়েছে গোটা জেলায় সর্বোপরি গোটা রাজ্যে ৷

বালুরঘাট গার্লস হাইস্কুল ৷ এই স্কুলে বালুরঘাট লোকসভা কেন্দ্রের 20 নম্বর বুথটি পরিচালনা করছেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা ৷ বুথটিকে বিশেষভাবে সাজিয়েও তোলা হয়েছে ৷ আর পাঁচটা বুথের মতো এই বুথেও শুক্রবার সকাল থেকে নজর কেড়েছে ভোটারদের লম্বা লাইন ৷ ভোট দিয়ে বেড়িয়ে ভোটকর্মীদের প্রশংসাও করেছেন তাঁরা ৷ নির্বাচন কমিশন এবার এই বুথটিকে মডেল হিসেবে চিহ্নিত করেছে ৷ খ্যাতনামা বিশেষভাবে সক্ষমদের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বুথের ভিতরের বিভিন্ন জায়গা ৷ সেইসঙ্গে ভোটকর্মীদের দেওয়া হয়েছে একাধিক সুযোগ সুবিধা ৷

প্রিসাইডিং অফিসার রানা গুহ রায় বলেন, "এখানে বেশ শান্তিপূর্ণ ভোট হয়েছে ৷ যথেষ্ট ভালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই বুথে ৷ দুপুর 1টা পর্যন্ত ভোটারদের ভিড় বেশি ছিল ৷ বিকেল তিনটে পর্যন্ত আমাদের বুথে 65 শতাংশের বেশি ভোট দান হয়েছে ৷ মোট ভোটার রয়েছেন 1057 জন ৷" এরপরই তিনি বলেন, "আমরা আটজন ভোটকর্মী এই বুথের দায়িত্বে রয়েছি ৷ চারজন কাজ করছি ৷ বাকি চারজন রিজার্ভে রয়েছেন ৷ আমাদের প্রত্যেকের শারীরিক সমস্যা থাকার কারণে এতজন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে এই বুথে ৷ স্থানীয় প্রশাসন আমাদের সুবিধার কথা মাথায় রেখে সেই মতো ব্যবস্থা করেছে ৷ অনিন্দ্য চক্রবর্তী, কুন্তল দাস, অমিত পাহানরা যথেষ্ট দক্ষতার সঙ্গে ভোট পরিচালনা করছেন ৷ আনন্দের সঙ্গেই আমরা গণতন্ত্রের উৎসব পালন করছি ৷"

শুক্রবার দেশজুড়ে 88টি আসনে ভোট পর্ব মিটল ৷ রাজ্যের তিনটি কেন্দ্রে হয়েছে নির্বাচন ৷ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই ভোটদান পর্ব হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.