Tiger Return to Forest: নদী সাঁতরে জঙ্গলে ফিরল বাঘ

By

Published : Jan 3, 2022, 10:23 AM IST

thumbnail

অবশেষে জঙ্গলে ফিরল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার (Tiger Return to Forest)। টানা 3-4 দিন পর বনকর্মীদের সঙ্গে বাঘবন্দি খেলার পরে নদী সাঁতরে জঙ্গলে ফিরল গোসাবার বাঘ। সম্প্রতি, গোসাবা ব্লকের লাহিড়িপুরে চড়ঘেরি এলাকায় লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে বাঘ। এরপর বনকর্মীরা গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলে ৷ বাঘবন্দি করার জন্য পাতা হয় দুটি খাঁচা। কিন্তু অধরাই থেকে যায় বাঘ। রবিবার রাতভর বন দফতরের পক্ষ থেকে গ্রামের মধ্যে পটকা ফাটানো হয়। আজ সকালে গড়াল নদী লাগোয়া চড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। বনকর্মীদের অনুমান অবশেষে গড়াল নদী সাঁতরে পঞ্চমুখানি দিয়ে গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে। বাঘ জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোসাবা ব্লকের বাসিন্দারা।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.