মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি পরেও রাজনৈতিক হিংসা অব্যাহত পাথরপ্রতিমায়

By

Published : May 6, 2021, 10:59 PM IST

thumbnail

ভোট-পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ 24 পরগনায় । গতকাল রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রীর হিসাবে শপথবাক্য পাঠ করে রাজ্যে বিভিন্ন প্রান্তের রাজনৈতিক হিংসা ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন ৷ প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন হিংসাত্মক ঘটনার আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য় ৷ তবে তারপরও দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে ৷ গতকাল রাতে দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমা বিধানসভার অন্তর্ভুক্ত নারায়ণপুর, পূর্ণচন্দ্রপুর-সহ জি-প্লটে সত্যেন্দ্রগঞ্জ এলাকায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে । বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা হামলার ঘটনা স্বীকার করে বলেন, ‘‘নির্বাচনের আগে বিজেপির নেতা-কর্মীরা তৃণমূলের কর্মীদের ও সমর্থকদের উস্কানিমূলক মন্তব্য করেছিলেন ৷ এটা তারই প্রতিফলন । দল যখন থেকে নির্দেশ দিয়েছে, তারপর থেকেই আমি আমাদের ছেলেদেরকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছি এরকম ঘটনা যেন না আর পুনরাবৃত্তি হয় ।’’

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.