Python Snake Rescue: বিশালাকার ময়াল সাপকে উদ্ধার করে তাক লাগালেন অ্যাম্বুলেন্স চালক

By

Published : Aug 3, 2023, 3:09 PM IST

thumbnail

পেশায় অ্যাম্বুলেন্স চালক ৷ নেই প্রথাগত কোনও সাপ ধরার প্রশিক্ষণ ৷ কিন্তু তাতে কি ? খালি হাতে ময়াল সাপ উদ্ধার করে এক প্রকার তাক লাগিয়ে দিলেন  অ্যাম্বুলেন্স চালক দিব্যেন্দু গোস্বামী ৷ বুধবার রাতে বাঁকুড়ার খাতড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন রাস্তার মেন গেটের সামনে থেকে তিনি সাপটিকে উদ্ধার করেছেন ৷ 

বুধবার রাতে খাতড়া মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক দিব্যেন্দু গোস্বামী অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময়েই তাঁর চোখে পড়ে কয়েকজন বাসিন্দা জটলা সৃষ্টি করেছে ৷ কী হচ্ছে তা জানতে ভিড়ের মধ্যে উঁকি দেন তিনি ৷ দেখেন, একটি ময়াল সাপ ৷ আর স্থির থাকতে পারেননি পশুপাখি নিয়ে কাজ করা দিব্যেন্দু বাবু ৷ সাহসের সঙ্গে এগিয়ে এসে সাপটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেন ৷ সাপটি উদ্ধার হতেই আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফেরে ৷  

প্রশিক্ষণ ছাড়া কিভাবে ধরলেন ময়াল সাপ ৷ সেই প্রসঙ্গে ব্যখ্যা দিয়ে তিনি জানান, অ্যাম্বুলেন্স চালানোর পাশাপাশি তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ৷ যেখানে পশুপাখিদের নিয়ে কাজ হয় ৷ তাই এদিন ময়াল সাপটিকে দেখে ভয় না পেয়ে, উদ্ধারের জন্য এগিয়ে যান ৷ ময়াল সাপটির দৈর্ঘ্য 5 ফুট এবং ওজন 7 কেজি ৷ জনসবতি পূর্ণ এলাকা থেকে ময়াল সাপ উদ্ধারের খবর এলাকায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.