Bimal Gurung: পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে গোর্খা জনমুক্তি মোর্চা: বিমল গুরুং

By

Published : Nov 16, 2022, 7:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

thumbnail

পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha ) । প্রয়োজনে জোট করে লড়বে মোর্চা ৷ পাশাপাশি পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি আদায়ে ডিসেম্বরের কেন্দ্রীয় কনভেনশনে সমস্ত রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থাদের সঙ্গে নিয়ে বিকল্প রণনীতি তৈরি করা হবে বলে জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung) । বুধবার শিলিগুড়ি সংলগ্ন শুকনায় মোর্চার দলীয় কার্যালয়ে দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি । তিনি জানান, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অনিত থাপারা সংখ্যাগরিষ্ঠ থাকলেও বিরোধী সভাসদদের কেনা হচ্ছে । যার কোনও প্রয়োজনই ছিল না । পাহাড়ে এখন টাকার খেলা চলছে । রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নে কয়েকশো কোটি টাকা দিয়েছিল কিন্তু সেই টাকা এখন কোথায় কেউ বলতে পারবে না ।

Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.