Panchayat Election 2023: মনোনয়ন জমাকে ঘিরে কাকদ্বীপে বিবাদে জড়াল সিপিএম-তৃণমূল

By

Published : Jun 12, 2023, 9:09 PM IST

thumbnail

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাকদ্বীপ বিডিও অফিস চত্বর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী । তৃণমূল প্রার্থীদের অভিযোগ, যে বিডিও অফিস চত্বর সিপিএম সমর্থকেরা লাঠি লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘিরে রেখেছিল ৷ এর ফলে তৃণমূল মনোনয়নপত্র জমা দিতে পারছে না । অন্যদিকে, সিপিএম কর্মী সমর্থকদের অভিযোগ, সোমবার সকাল থেকেই কাকদ্বীপের বিডিও অফিস চত্বর শাসক দলের দুষ্কৃতীরা নিজেদের দখলে নিয়ে রেখেছিল ৷ যার ফলে বিরোধীরা কেউ মনোনয়নপত্র জমা দিতে পারছে না ।

এক তৃণমূল কর্মী সমর্থক বলেন, "সোমবার সকাল থেকে তৃণমূল প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিল কাকদ্বীপ বিডিও অফিসে ৷ সেই সময় তাদের উপর হামলা চালায় সিপিএমের দুষ্কৃতী বাহিনী । ইতিমধ্যেই প্রশাসনকে জানানো হয়েছে ৷ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছি আমরা ৷"

পাশাপাশি সিপিএমের কর্মী-সমর্থকদের দাবি, বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা না দিতে পারে সেক্ষেত্রে শাসকদলের দুষ্কৃতী বাহিনীরা গোটা বিডিও অফিস চত্বর ঘিরে রেখেছে । হাতে আগ্নেয়াস্ত্র ও লাঠি নিয়ে বিরোধীদের ভয় দেখাচ্ছে শাসকদলের কর্মী সমর্থকেরা । কিন্তু 144 ধারা সত্ত্বেও বিডিও অফিস চত্বরে কীভাবে এত মানুষের জমায়েত তা নিয়ে উঠেছে প্রশ্ন । ইতিমধ্যেই স্পর্শকাতর জেলা হিসাবে দক্ষিণ 24 পরগনা জেলাকে চিহ্নিত করা হয়েছে । তার মধ্যেই মনোনয়নপত্র দেওয়াকে কেন্দ্র করে এই উত্তেজনা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.