' বাংলার লোকগানকে পুনরুজ্জীবিত করেছেন কালিকাদা,' দাবি শিল্পী মৈনাক পালাধির

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 7:10 PM IST

thumbnail

Mainak Paladhi on Kalika Prasad: বাংলা লোকসঙ্গীতের বিপুল ভাণ্ডারে বাউল, ঝুমুর, টপ্পা, ভাদু-সহ আরও অনেক রত্ন ৷ ভাটিয়ালির সুরে মিশে গিয়েছে সহজ জীবনবোধের কথা ৷ তা সে 'কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন'-ই হোক বা 'বনমালি তুমি পরজনমে হইয়ো রাধা' ৷ সময়ের স্রোতে কিছুটা ফিকে হয়ে গিয়েছিল লোকগানের জনপ্রিয়তা ৷ সেই গানের ধারাকে আবার নতুন করে জীবনদান করেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য ৷ রিয়েলিটির শোয়ের মঞ্চ থেকে নতুন আঙ্গিকে লোকসুরকে পৌঁছে দেন মানুষের মনে ৷ ঠিক এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুরের ভূমিপুত্র মৈনাক পালাধি। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের দেখানো পথে হাঁটতে হাঁটতে আজ বাংলার বহু লোকসংগীত শিল্পী খ্যাতির শীর্ষে । তাঁদেরই একজন মৈনাক ৷ তাঁর দলের নাম 'মৈনাকের দলবল' ৷ 

তিনি বলেন, "কালিকাদা বাংলার এই লোকগীতিকে পুনরুজ্জীবিত করে দিয়েছেন । তাঁর মৃত্যুতে একটা শূন্যতা তৈরি হয়েছিল একথা ঠিক । কিন্তু কোনও কিছুই শূন্য থাকে না । আধুনিক প্রজন্ম লোকগীতি শুনছে । লোকগীতি প্রতি আকর্ষণ বাড়ছে বাংলার মানুষের । বিদেশও প্রবাসীরা লোকগান পছন্দ করছেন । আমরা সেই ধারাকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করছি ৷" 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.