বুথে গিয়ে চলছে ইভিএম পরীক্ষা, শেষ মূহূর্তের প্রস্তুতিতে ভোটকর্মীরা - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 5:07 PM IST

thumbnail
শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা (ইটিভি ভারত)

আগামিকাল লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ ঘাটাল কেন্দ্রে নির্বাচন এই দফাতেই ৷ এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা । জেলায় মডেল বুথের সংখ্যা 19টি ৷ ইতিমধ্যেই বুথে রওনা দিয়েছেন ভোটকর্মীরা ৷ বুথে গিয়ে আগে তাঁরা ইভিএম পরীক্ষা করে দেখবেন ৷ ঘাটাল লোকসভা কেন্দ্রে লড়াই মূলত দুই অভিনেতার মধ্যে, এখানে তৃণমূল প্রার্থী দেব ও বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এবার ঘাটালে ভোটারের সংখ্যা প্রায় 19 লক্ষ 39 হাজার 94 5জন ৷ যার মধ্যে পুরুষ ভোটার 9 লক্ষ 85 হাজার 240 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 9 লক্ষ 54 হাজার 688 জন । মূলত একশো বছরের ঊর্ধ্বে ভোটারের সংখ্যা 101 জন  ৷ মহিলা বুথের সংখ্যা 19টি । ওয়েব কাস্টিংয়ের জন্য 15,600টি সিসিটভি ক্যামেরা বসানো হয়েছে ৷ 85 বছরের ঊর্ধ্বে ভোটারের সংখ্যা 11 হাজার 816 জন ।বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছে 12 হাজার 442 জন। স্পর্শকাতর বুথের সংখ্যা 320টি ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.