চেন্নাই, 24 মে: প্রথম কোয়ালিফায়ারের পর এবার দ্বিতীয় কোয়ালিফায়ার ৷ বড় মঞ্চে এসে মুখ থুবড়ে পড়ল সানরাইজার্সের জৌলুশপূর্ণ ব্যাটিং লাইন-আপ ৷ লিগ ম্যাচে যে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার জুটি বোলারদের কম্প ধরাচ্ছিল, কোয়ালিফায়ারে এসে তাঁরাই ভোঁতা হয়ে গিয়েছেন ৷ ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মার আগুনে বোলিংয়ে 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ নির্ধারিত 20 ওভারে 176 রান করলেই চিপকে কলকাতার বিরুদ্ধে ফাইনালে নামার টিকিট নিশ্চিত করবে রাজস্থান ৷
28 বলে 34 রানে ফেরেন হেড ৷ অভিষেকের অবদান 5 বলে 12 ৷ রাহুল ত্রিপাঠি (15 বলে 37) ও অনরিখ ক্লাসেন (34 বলে 50) দলতে টানার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ বাকি ব্যাটারদের ব্যর্থতায় 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ 45 রান খরচ করলেও 3 উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট ৷ 27 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন আবেশ খানও ৷ 2টি উইকেট এসেছে সন্দীপ শর্মার ঝুলিতে ৷
আরও পড়ুন
চলতি আইপিএলের শুরু থেকেই স্বপ্নের ছন্দে রয়েছে নিজামের শহরের ব্যাটিং লাইন-আপ ৷ ফলে তাদের 200 রান করতে না-পারাটা অবাক করছে ভক্তদের ৷ এইডেন মার্করাম (2 বলে 1), নীতিশ কুমার রেড্ডি (10 বলে 5), আবদুল সামাদ (1 বলে 0), শাহবাজ আহমেদ (18 বলে 18), প্যাট কামিন্স (5 বলে 5), জয়দেব উনাদকাট (2 বলে 5) প্রত্যেকেই ব্যর্থ ৷
যশস্বী জয়সওয়াল (348 রান), অধিনায়ক স্যামসন (504 রান) এবং রিয়ান পরাগ (531 রান) । সিমরন হেটমায়ার, রভমন পাওয়েল সবসময়ই ভয়ংকর হয়ে উঠতে পারেন ৷ ফলে মেগা ম্যাচে কার্যত ব্যাকফুটে হায়দরাবাদ ৷
আরও পড়ুন