ETV Bharat / sports

ফের ব্যর্থ ব্যাটাররা, দ্বিতীয় কোয়ালিফায়ারেও ব্যাকফুটে হায়দরাবাদ - IPL 2024

SRH vs RR in IPL 2024: আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে জমাটি লড়াইয়ে মুখোমুখি হায়দরাবাদ-রাজস্থান ৷ ব্যাটারদের ব্যর্থতায় 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ 20 ওভারে 176 রান করলেই চিপকে কলকাতার বিরুদ্ধে ফাইনালের টিকিট নিশ্চিত করবে রাজস্থান ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 9:40 PM IST

Updated : May 24, 2024, 11:39 PM IST

Rajasthan Royals vs Sunrisers Hyderabad
জমাটি লড়াইয়ে মুখোমুখি হায়দরাবাদ-রাজস্থান (ইটিভি ভারত)

চেন্নাই, 24 মে: প্রথম কোয়ালিফায়ারের পর এবার দ্বিতীয় কোয়ালিফায়ার ৷ বড় মঞ্চে এসে মুখ থুবড়ে পড়ল সানরাইজার্সের জৌলুশপূর্ণ ব্যাটিং লাইন-আপ ৷ লিগ ম্যাচে যে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার জুটি বোলারদের কম্প ধরাচ্ছিল, কোয়ালিফায়ারে এসে তাঁরাই ভোঁতা হয়ে গিয়েছেন ৷ ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মার আগুনে বোলিংয়ে 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ নির্ধারিত 20 ওভারে 176 রান করলেই চিপকে কলকাতার বিরুদ্ধে ফাইনালে নামার টিকিট নিশ্চিত করবে রাজস্থান ৷

28 বলে 34 রানে ফেরেন হেড ৷ অভিষেকের অবদান 5 বলে 12 ৷ রাহুল ত্রিপাঠি (15 বলে 37) ও অনরিখ ক্লাসেন (34 বলে 50) দলতে টানার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ বাকি ব্যাটারদের ব্যর্থতায় 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ 45 রান খরচ করলেও 3 উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট ৷ 27 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন আবেশ খানও ৷ 2টি উইকেট এসেছে সন্দীপ শর্মার ঝুলিতে ৷

আরও পড়ুন

চলতি আইপিএলের শুরু থেকেই স্বপ্নের ছন্দে রয়েছে নিজামের শহরের ব্যাটিং লাইন-আপ ৷ ফলে তাদের 200 রান করতে না-পারাটা অবাক করছে ভক্তদের ৷ এইডেন মার্করাম (2 বলে 1), নীতিশ কুমার রেড্ডি (10 বলে 5), আবদুল সামাদ (1 বলে 0), শাহবাজ আহমেদ (18 বলে 18), প্যাট কামিন্স (5 বলে 5), জয়দেব উনাদকাট (2 বলে 5) প্রত্যেকেই ব্যর্থ ৷

যশস্বী জয়সওয়াল (348 রান), অধিনায়ক স্যামসন (504 রান) এবং রিয়ান পরাগ (531 রান) । সিমরন হেটমায়ার, রভমন পাওয়েল সবসময়ই ভয়ংকর হয়ে উঠতে পারেন ৷ ফলে মেগা ম্যাচে কার্যত ব্যাকফুটে হায়দরাবাদ ৷

আরও পড়ুন

চেন্নাই, 24 মে: প্রথম কোয়ালিফায়ারের পর এবার দ্বিতীয় কোয়ালিফায়ার ৷ বড় মঞ্চে এসে মুখ থুবড়ে পড়ল সানরাইজার্সের জৌলুশপূর্ণ ব্যাটিং লাইন-আপ ৷ লিগ ম্যাচে যে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার জুটি বোলারদের কম্প ধরাচ্ছিল, কোয়ালিফায়ারে এসে তাঁরাই ভোঁতা হয়ে গিয়েছেন ৷ ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মার আগুনে বোলিংয়ে 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ নির্ধারিত 20 ওভারে 176 রান করলেই চিপকে কলকাতার বিরুদ্ধে ফাইনালে নামার টিকিট নিশ্চিত করবে রাজস্থান ৷

28 বলে 34 রানে ফেরেন হেড ৷ অভিষেকের অবদান 5 বলে 12 ৷ রাহুল ত্রিপাঠি (15 বলে 37) ও অনরিখ ক্লাসেন (34 বলে 50) দলতে টানার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ বাকি ব্যাটারদের ব্যর্থতায় 175 রানেই আটকে গেল হায়দরাবাদ ৷ 45 রান খরচ করলেও 3 উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট ৷ 27 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন আবেশ খানও ৷ 2টি উইকেট এসেছে সন্দীপ শর্মার ঝুলিতে ৷

আরও পড়ুন

চলতি আইপিএলের শুরু থেকেই স্বপ্নের ছন্দে রয়েছে নিজামের শহরের ব্যাটিং লাইন-আপ ৷ ফলে তাদের 200 রান করতে না-পারাটা অবাক করছে ভক্তদের ৷ এইডেন মার্করাম (2 বলে 1), নীতিশ কুমার রেড্ডি (10 বলে 5), আবদুল সামাদ (1 বলে 0), শাহবাজ আহমেদ (18 বলে 18), প্যাট কামিন্স (5 বলে 5), জয়দেব উনাদকাট (2 বলে 5) প্রত্যেকেই ব্যর্থ ৷

যশস্বী জয়সওয়াল (348 রান), অধিনায়ক স্যামসন (504 রান) এবং রিয়ান পরাগ (531 রান) । সিমরন হেটমায়ার, রভমন পাওয়েল সবসময়ই ভয়ংকর হয়ে উঠতে পারেন ৷ ফলে মেগা ম্যাচে কার্যত ব্যাকফুটে হায়দরাবাদ ৷

আরও পড়ুন

Last Updated : May 24, 2024, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.